নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ (!)। তাই মানবতার প্রাধান্য সবার আগে। তারপর না হয় জাতি-গোষ্ঠীর প্রাধান্য। -- [email protected]

হাবিব ইমরান

পড়তে, ভাবতে এবং স্বাধীনভাবে ঘুরে বেড়ানোয় দারুণ পছন্দ। ধার্মিকতা আর বকধার্মিকতার ক্ষেত্রে বাড়াবাড়ি বিলকুল অপছন্দ।

হাবিব ইমরান › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগঃ ৪ - রূপালী দিনের ঢাকা

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৯

১. রমনা গেট, ১৯০১

২. পরিবিবির মাজার, ১৯০৪

৩. পুরানা পল্টন, ১৮৭৫


সপ্তদশ শতাব্দীতে পুরানো ঢাকা মুঘল সাম্রাজ্যের সুবহে বাংলা (বাংলা প্রদেশ) এর প্রাদেশিক রাজধানী ছিলো। মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে এই শহর জাহাঙ্গীর নগর নামে পরিচিত ছিলো। বিশ্বব্যাপী মসলিন বাণিজ্যের একটি কেন্দ্র ছিলো ঢাকা এবং বিশ্বের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীগণ এখানে বাণিজ্যের উদ্দেশ্যে আসতেন। যদিও আধুনিক ঢাকা শহরের বিকাশ ঘটে ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ শাসন আমলে, এই সময় নবাবগণ ঢাকা শাসন করতেন। এই সময় কলকাতার পরেই ঢাকা বাংলা প্রেসিডেন্সির দ্বিতীয় বৃহত্তম নগরী হয়ে ওঠে। ১৯০৫ সালের বঙ্গভঙ্গের পরে ঢাকা নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী হয়। ১৯৪৭ সালে ভারত বিভাগের পরে ঢাকা পূর্ব পাকিস্তানের প্রশাসনিক রাজধানীতে পরিণত হয়। ১৯৫০-৬০ সালের মধ্যে এই শহর বিভিন্ন সামাজিক, জাতীয়তাবাদী ও গণতন্ত্রপন্থী আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ১৯৭১ সালে ঢাকা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের রাজধানী ঘোষিত হয়। ইতিপূর্বে সামরিক আইন বলবৎ, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা, সামরিক দমন, যুদ্ধ ও প্রাকৃতিক বিপর্যয়ের তাণ্ডবলীলার মতো একাধিক অস্থির ঘটনার সাক্ষী হয় এই শহর।

বাংলাদেশের সংবিধানের ৫(ক) অনুচ্ছেদ অনুযায়ী ঢাকা বাংলাদেশের রাজধানী। আধুনিক ঢাকা বাংলাদেশের রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবনের প্রধান কেন্দ্র। এটা প্রশংসিত জাতীয় দর্শনীয় স্থানগুলো যেমন জাতীয় সংসদ ভবন,ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মুক্তিযুদ্ধ জাদুঘর, জাতীয় জাদুঘর, জাতীয় শহীদ মিনার, লালবাগের কেল্লা , আইডিয়াল স্কুল এন্ড কলেজ ইত্যাদির মূলস্থান।

এই শহরের নগরাঞ্চলীয় অবকাঠামোটি বিশ্বে সর্বোন্নত হলেও দূষণ, যানজট এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে যথেষ্ট পরিষেবার অভাব ইত্যাদি শহুরে সমস্যাগুলি এখানে প্রকট। সাম্প্রতিক দশকগুলিতে ঢাকার পরিবহন, যোগাযোগ ব্যবস্থা ও গণপূর্ত ব্যবস্থায় যে আধুনিকীকরণ হয়েছে, তা বিশেষভাবে লক্ষণীয়। বর্তমানে এই শহর প্রচুর বিদেশী বিনিয়োগ টানতে এবং ব্যবসা-বাণিজ্যের পরিধি বাড়াতে সক্ষম হয়েছে। সারা দেশ থেকে প্রচুর মানুষ ঢাকায় আসেন জীবন ও জীবিকার সন্ধানে। এ কারণে ঢাকা হয়ে উঠেছে বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান নগরী, এই লক্ষ বাস্তবায়নে মালয়েশিয়া, জাপান, চীন সহ বিভিন্ন দেশ অর্থ সহযোগীতা ও বিনিয়োগ করছে।

৪. চকবাজার, ১৮৮৫

৫. টঙ্গী ব্রীজ, তুরাগ নদী, ১৮৮৫

৬. সেন্ট টমাস চার্চ, ১৮৭২

৭. স্টিল ব্রীজ, ধোলাই খাল, ১৯০৪

৮. চকবাজার মোড়, ১৯০৪

৯. ঢাকা কলেজ, ১৯০৪

১০. ঢাকেশ্বরী মন্দির, ১৯০৪

১১. লালবাগকেল্লা, ১৮৭২

১২. নর্থব্রুকহল, ১৯০৪

১৩. ঢাকা কলেজ, ১৮৭২

১৪. বুড়িগঙ্গা নদী, ১৮৮০

১৫. মিটফোর্ড হাসপাতাল, ১৯০৪

১৬. ১৮৯৫-১৯০০ সালের পিলখানার হাতির দল।

মন্তব্য ৩৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫১

মনিরা সুলতানা বলেছেন: বাহ !!! চমৎকার !!
আমার যে কেনো সেই সাদাকালো তিলোত্তমা কে ভালো লাগে :)

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৩

হাবিব ইমরান বলেছেন: ধন্যবাদ প্রিয়।
হ্যা, সাদাকালোতেই প্রকৃত সুখ। প্রশান্তি। যেন রূপোর কোন দেশে ঘুরে বেড়াচ্ছি।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

বলেছেন: সিলেটের কীন ব্রিজ দেলে আরো ভালো লাগতো প্রিয় দার্শনিক

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৫

হাবিব ইমরান বলেছেন: ধন্যবাদ জানানোর জন্য। সংগ্রহ করতে পারলে ভালো লাগবে আশা করছি।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৪

সৈয়দ ইসলাম বলেছেন:
কিছু অতীত গর্বের। এগুলো আমাদের অহংকার।


ভাল লাগলো পুরো পোস্ট।

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৬

হাবিব ইমরান বলেছেন: ধন্যবাদ।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০০

মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাই ছবি ডাউনলোড করলাম, পোস্টে লাইক দিলাম, প্রিয়তে রাখলাম। অনেক অনেক ধন্যবাদ ! ++++

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৮

হাবিব ইমরান বলেছেন: ভালোবাসা নিবেন ভাই।
আনন্দিত হলাম অনেক।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৪

স্রাঞ্জি সে বলেছেন:

সংগ্রহটা করে ভাল করেছেন।


পোস্টে +++

০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩০

হাবিব ইমরান বলেছেন: বর্তমানের যান্ত্রিক শহরের চেয়ে সে সময়ের রূপালী ঢাকাকেই ভালো লাগে। ভালো লাগা থেকেই সংগ্রহ করা।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৬

রাকু হাসান বলেছেন: সবগুলো ছবিই চমৎকার । বিশেষ করে দূষণ নির্যাতন মুক্ত বুড়িগঙ্গাকে দেখে ভালো লাগলো । :)

০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩২

হাবিব ইমরান বলেছেন: তখন মনে হয় বুড়িগঙ্গার পাশ দিয়ে যাওয়ার সময় নাক চেপে ধরা লাগতোনা। সে হিসেবে তখনই ভালো ছিলো।
এখন তো একেবারেই বাজে অবস্থা।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৯

করুণাধারা বলেছেন: অনেকগুলো ছবি আগে দেখেছি, কিন্তু এগুলো এমন যে, যতবার দেখি ততবার ভালো লাগে নতুন করে।

০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৩

হাবিব ইমরান বলেছেন: ঠিক বলেছেন।
এ ছবিগুলো আমার অনেকদিন আগের সংগ্রহে রাখা। প্রায় সময় এগুলো দেখে ভালো সময় কাটানোর চেষ্টা করি।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৯

সাইন বোর্ড বলেছেন: ছবিগুলো দেখতে দেখতে অনেক দূরে হারিয়ে গেলাম...

০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৫

হাবিব ইমরান বলেছেন: ছবিগুলো এমন, হারাতেই হবে। এক যাদুর নগরী যেন পুরনো ঢাকা।

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৫

আরোগ্য বলেছেন: টাইম মেশিন থাকলে ঘুরে আসতাম। প্লাস গ্রহণ করুন।

০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৭

হাবিব ইমরান বলেছেন: ভালোবাসা জানবেন ভাই।

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৩

ওমেরা বলেছেন: পোষ্ট তো ভালই দেন ভালও লাগল ।

০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৮

হাবিব ইমরান বলেছেন: ছবিগুলো ভালো লাগলো, তাই ভাবলাম সকলের সাথে শেয়ার করি।
সেইসাথে ভালোবাসা জানবেন।

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:২৯

সোহানী বলেছেন: যদিও ছবিগুলো আগেই দেখা তারপরও ভালো লাগে সবসময়ই...........

১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩০

হাবিব ইমরান বলেছেন:
সব সুন্দরই মানুষকে আকৃষ্ট করে।

প্রিয়, ভালোবাসা জানবেন।

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৪

সনেট কবি বলেছেন: সুন্দর+

১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩০

হাবিব ইমরান বলেছেন:

ধন্যবাদ।
আপনি কোথায়? খুঁজে পাচ্ছিনা কেন?

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৫

মাহমুদুর রহমান বলেছেন: গ্রেট।

১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩০

হাবিব ইমরান বলেছেন:

ধন্যবাদ।

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: এই ছবি গুলো আগে অনেকবার করে দেখেছি।
এই সামুতেই অসংখ্যবার দেখেছি।

১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৩

হাবিব ইমরান বলেছেন:

সে সময় ক্যামেরার প্রচলন বর্তমানের মত না থাকায় ছবি বেশি তোলা হয়নি, তাই এ অবস্থা।
তাই একই ছবি বারবার দেখতে হচ্ছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৬

শামচুল হক বলেছেন: এই ছবিগুলি দেখতে অতৃপ্তি নাই।

১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৪

হাবিব ইমরান বলেছেন:

সুন্দর সবসময়ই সুন্দর। ধন্যবাদ।

১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: এত আগের ছবি দেখে মুগ্ধ না হয়ে পারা যায়না।

ধন্যবাদ।

১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৫

হাবিব ইমরান বলেছেন:

ধন্যবাদ আপনাকেও।

১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮

শিখা রহমান বলেছেন: চমৎকার পোষ্ট। প্রিয়তম শহরটাকে সাদাকালোতেই ভালো লাগছে।

শুভকামনা ও পোষ্টটার জন্য ধন্যবাদ।

১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৫

হাবিব ইমরান বলেছেন:

ধন্যবাদ।

১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৬

তারেক ফাহিম বলেছেন: ভালোলাগা

১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৫

হাবিব ইমরান বলেছেন:
ভালোবাসা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.