নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ (!)। তাই মানবতার প্রাধান্য সবার আগে। তারপর না হয় জাতি-গোষ্ঠীর প্রাধান্য। -- [email protected]

হাবিব ইমরান

পড়তে, ভাবতে এবং স্বাধীনভাবে ঘুরে বেড়ানোয় দারুণ পছন্দ। ধার্মিকতা আর বকধার্মিকতার ক্ষেত্রে বাড়াবাড়ি বিলকুল অপছন্দ।

হাবিব ইমরান › বিস্তারিত পোস্টঃ

কয়েকটি রাজনৈতিক কৌতুক

২১ শে জুন, ২০২৩ দুপুর ২:৪৭





১.
রাজনৈতিক নেতা পার্টির সভায় যোগ দিতে এসেই টেবিলের ওপর একটা চিরকুট পেলেন, তাতে লেখা—গাধা!
সভার বক্তৃতা দেবার সময় তিনি কথাটা ঘুরিয়ে বললেন, ‘এমন অনেক উদাহরণ আছে—মানুষ চিঠি লিখে তার তলায় নিজের নাম সই করতে ভুলে যায়। কিন্তু আজ আমি একটা নতুন জিনিস দেখলাম। এখানে এসে আমি একটা চিঠি পেলাম, তাতে লেখক নিজের নাম স্বাক্ষর করেছেন কিন্তু আসল চিঠিটাই লিখতে ভুলে গেছেন।

২.
এক সন্ত্রাসী নেতা হঠাৎ করে রাজনীতিতে ঢুকে গেল। সে মিটিং ডাকল এক জায়গায়। অল্প কিছু লোকজন হলো। ধরা যাক ১০০ জন শ্রোতা।

বক্তৃতার একপর্যায়ে হঠাৎ একটা বোমা ফাটলো! ভয়ে ৫০ জনই ভেগে গেল। সন্ত্রাসী নেতা চিৎকার করে উঠল-
‘বোমা ফাটিয়ে অস্ত্র দেখিয়ে আমাকে ভয় পাওয়ানো যাবে না। অস্ত্র আমার কাছেও আছে!’ বলে পকেট থেকে পিস্তল বের করে দু রাউন্ড গুলি করল। এবার বাকি ৫০ জনও ভেগে গেল!

৩.
একলোক প্রতিদিন বারে যায় মদ খেতে। তবে খাওয়া শুরু করার আগে দেশের কুখ্যাত এক রাজনীতিবিদের ছবি সামনে রেখে পেগের পর পেগ খেতে থাকে।
তো একদিন বারের ওয়েটার কৌতূহলী হয়ে জানতে চাইল, ‘স্যার প্রতিদিন ঐ লোকটার ছবি সামনে রেখে পান করেন কেন?’
‘যখন ঐ বাজে লোকটাকে ফেরেস্তা মনে হতে থাকে তখনই বুঝে যাই আমার নেশা হয়েছে আর খাওয়া ঠিক না?’

৪.
হরতালের দিন দেখা গেল হরতাল ডাকা এক ছোটখাটো নেতা ঘরে দিবানিদ্রা দিচ্ছে। তার দাদা এ দৃশ্য দেখে ছি ছি করে উঠলেন।
‘এই তোদের রাজনীতির ছিরি? হরতাল ডেকে ঘরে ঘুমাচ্ছিস? রাজনীতি করতাম আমরা... সেই সময় জীবনটা তো জেলে জেলেই কাটিয়ে দিলাম...’
‘জেলে বসে কী করতে তখন?’
‘কী আর করব, ঘুমাতাম।’
‘আমিও তো ঘুমাচ্ছি’... বলে ফের শুয়ে নাক ডাকতে লাগল।

৫.
এক বয়স্ক লোক আর তরুণ কথা বলছে—
‘কী করছ আজকাল?’
‘জি, সৎ রাজনীতি করার চেষ্টা করছি।’
‘ভালো। তুমি শাইন করবে।’
‘কিভাবে বুঝলেন?’
‘কারণ এ লাইনে সম্ভবত তোমার কোনো প্রতিযোগী নেই!’

৬.
দুই গবেষক কথা বলছেন—
‘আপনার কি ধারণা? এই পৃথিবীতে বিশ্বজুড়ে কখনো দুর্ভিক্ষ হতে পারে?’
‘অবশ্যই।’
‘সেটা কবে?’
‘যেদিন চীনারা কাঠি ছেড়ে হাত দিয়ে খেতে শুরু করবে।’

৭.
‘কী ব্যাপার, আগের সরকারের আমলে তো খুব কলমবাজি করলে! এখন চুপচাপ বিষয় কী? নাকি ডিগবাজি দেয়ার চিন্তা-ভাবনা করছ?’
‘ডিগবাজি আমরা দেব না আফটার অল আমরা বুদ্ধিজীবী... ডিগবাজি দেবে আমাদের কলম!’

৮.
‘একজন রাজনীতিবিদকে সমুদ্রে ডুবিয়ে হত্যা করলে কী শাস্তি হতে পারে?’
‘সেক্ষেত্রে সমুদ্র আইনে শাস্তি হতে পারে।’
‘কী রকম?’
‘সমুদ্রের পানি দূষিত করে পরিবেশ দূষণের দায়ে বড় অঙ্কের জরিমানা দিতে হতে পারে!’

৯.
এক ব্যবসায়ী তাঁর দাঁত তোলার জন্য গেলেন চীনে। ডেন্টিস্ট জানাল, প্রতি দাঁত তোলার খরচ পাঁচশ টাকা।
ব্যবসায়ী বললেন, ‘এত কেন, আমাদের দেশে তো দশ টাকা দিলেই দাঁত তুলে দেয়।’
ডেন্টিস্ট বললেন, ‘আমাদের দেশে দাঁত তোলা অনেক কঠিন কাজ। দাঁত আমরা কান দিয়ে তুলি।’
‘কান দিয়ে কেন?’
‘আমাদের দেশে মুখ খোলা নিষেধ। বেআইনি।’

১০.
শিক্ষক ক্লাসে সবাইকে চার লাইনের একটা কবিতা দশবার লিখতে দিলেন। সবাই লিখল। একজন লিখল মাত্র তিনবার।
‘মাত্র তিনবার লিখেছ যে?’
‘দশ বারই লিখেছি স্যার। তিনবার লিখেছি কালো কালিতে বাকি সাতবার অদৃশ্য কালিতে।’
‘বড় হয়ে তুমি কী হবে?’
‘স্যার রাজনীতিবিদ।’
‘তাহলে ঠিক আছে।’

[সূত্র: eআরকি]

মন্তব্য ৩০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০২৩ বিকাল ৩:০১

জটিল ভাই বলেছেন:
যেমন আশা করেছিলাম তেমন জমেনি।

২১ শে জুন, ২০২৩ বিকাল ৩:২২

হাবিব ইমরান বলেছেন:


দেশের যা অবস্থা!
এর বেশি জমাতে গেলেই জেল হয়ে যাবে । :D

২| ২১ শে জুন, ২০২৩ বিকাল ৫:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: ভালই লাগল।

২১ শে জুন, ২০২৩ রাত ৮:৪৮

হাবিব ইমরান বলেছেন:

ভালো লাগবে। গোপাল ভাঁড়েরা যে এখন এসবে আছে।

আসলে রাজনীতির ব্যাপারগুলা ঠিক বুঝে আসে না আমার। তাই ছাত্রজীবন থেকেই রাজনীতি নিয়ে মাথাঘামাতাম না। এখন তো একেবারেই না। তবে তাদের কার্যকলাপ পুরোপুরি হাস্যকর। দেখা হচ্ছে বাংলাদেশের গোপাল ভাঁড়গুলাই রাজনীতির জন্য পারফেক্ট। কার চেয়ে কে বেশি আকামকুকাম করতে পারে সে হিসাবে রাজনীতির পদ বন্টন হয়।

৩| ২১ শে জুন, ২০২৩ বিকাল ৫:৪৬

রিফাত হোসেন বলেছেন: লেখক বলেছেন:


দেশের যা অবস্থা!
এর বেশি জমাতে গেলেই জেল হয়ে যাবে । :D

২১ শে জুন, ২০২৩ রাত ৮:৫৩

হাবিব ইমরান বলেছেন:

এই যে মজা নিয়ে নিলেন। বিশ্বাস হলো না তো!!!

নুরুর দলকে মনে করছিলাম গতানুগতিক দল দুইটার বিকল্প। শিক্ষিত শ্রেণি, ক্ষমতায় আসবে, দু চারটা কথা লিখব, মত প্রকাশের স্বাধীনতা থাকবে। কিন্তু সে আর হলো না। নুরু আর রেজা কিব্রিয়া মিলে ব্যাপারটারে আরও গোবর করে ছেড়ে দিলো।

৪| ২১ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:২৪

কামাল১৮ বলেছেন: প্রথমটাতে উপস্থিত বুদ্ধির পরিচয় আছে।

২১ শে জুন, ২০২৩ রাত ৮:৫৫

হাবিব ইমরান বলেছেন:

উপস্থিত পল্টিবাজ। নগদে পল্টি। সেয়ানা নেতা। নিশ্চয়ই মরহুম এরশাদের অনুসারী ছিলো।

৫| ২১ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৫০

মিরোরডডল বলেছেন:




1, 2, 4, 5, 10 এগুলো মজার ছিলো।
কিন্তু 6 নং বেস্ট :)

২১ শে জুন, ২০২৩ রাত ৯:০০

হাবিব ইমরান বলেছেন:

ধন্যবাদ। আশাকরছি দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতেও বেশ সুখেই আছেন।

৬| ২১ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৩০

মহাজাগতিক চিন্তা বলেছেন: চমৎকার সে চমৎকার, আমার মতে অমৎকার?

২১ শে জুন, ২০২৩ রাত ৯:০৩

হাবিব ইমরান বলেছেন:
ধন্যবাদ।

আপনি কবিতায় সেরা। এক সময় ‘সনেট কবি’ নামে একটা আইডি ছিলো আপনার। খুব ভালো লাগতো তখন আপনার কবিতাগুলো। আশা করি বেশ ভালো আছেন।

৭| ২১ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯

মনিরা সুলতানা বলেছেন: বেশ মজার।

২১ শে জুন, ২০২৩ রাত ৯:০৪

হাবিব ইমরান বলেছেন:

ধন্যবাদ। আনন্দে থাকুন, ভালো থাকুন।

৮| ২১ শে জুন, ২০২৩ রাত ৮:০৬

ঢাবিয়ান বলেছেন: +++

২১ শে জুন, ২০২৩ রাত ১০:০৯

হাবিব ইমরান বলেছেন:

ধন্যবাদ। ভালো থাকুন।

৯| ২১ শে জুন, ২০২৩ রাত ৮:৪১

রাজীব নুর বলেছেন: মন্দ নয়।

২১ শে জুন, ২০২৩ রাত ১০:১০

হাবিব ইমরান বলেছেন:

ধন্যবাদ।

১০| ২১ শে জুন, ২০২৩ রাত ৯:০৪

জ্যাক স্মিথ বলেছেন: মজা পেলুম। :D

২১ শে জুন, ২০২৩ রাত ১০:১৪

হাবিব ইমরান বলেছেন:

হা হা হা, হাসাইলেন।
বাস্তবতা তাই বলে।

নিস্পাপ রাজনীতিবিদ, আর ভার্জিন পতিতা যেদিন জগতে থাকবে না সেদিনই কেয়ামত হয়ে যাবে। এদের ছাড়া পৃথিবীর থাকাটা অর্থহীন। এরা না থাকলে পৃথিবী তার জৌলুশ, শান-শওকত হারাবে। :D

১১| ২১ শে জুন, ২০২৩ রাত ১০:৫৬

বিষাদ সময় বলেছেন: মোট কৌতুক কয়টা, ১০ টা না ১১টা? :)
ভালো লাগলো।

২২ শে জুন, ২০২৩ দুপুর ২:২৫

হাবিব ইমরান বলেছেন:

১১ টা ভাবলে দায়ভার আপনার। :D

ছবির কৌতুককে কৌতুক বলতে রাজি নই। সেখানে সুষ্ঠু নির্বাচন (!) নিয়ে ফখরুল সাহেব ব্যঙ্গ করেছেন। আর তার প্রতিবাদ করেছেন মহান নেতা কাদের সাহেব। (কাদের সাহেবকে মহান বলার পেছনে কারণ হলো ওনারা জনগণকে দিনের বেলায় রোদের মধ্যে কষ্ট করে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে দেন না। রাতের বেলায় নিজেরাই দিয়ে দেন।)

এই জনসেবাকে ফখরুল সাহেব অপমান করলেন। মানা যায় না ব্যাপারটা। তাই এটাকে কৌতুক মানি না।

১২| ২১ শে জুন, ২০২৩ রাত ১১:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমরা হগলেই রাজনীতি নিয়ে খুব সমালোচনা করি। কিন্তু বিশ্বমানবতা আজও টিকে শুধু রাজনীতি ও রাজনীতিকদের কারণে। তারা না থাকলে আমরা সুনামিতে ভেসে যেতাম। রাজনীতিকগণ হলেন সত্যবাদিতার পরাকাষ্ঠা। তারা দেশ ও জাতি থেকে সকল দুর্নীতি ও দুরাচার সমূলে উৎপাটন করেন। তারা আমাদের সকলের শ্রদ্ধার পাত্র ও প্রাতঃস্মরণীয় ব্যক্তি।

যাইহোক, রাজনীতি নিয়ে আমি একটা বিশ্ববিখ্যাত কবিতা লিখেছি। এখানে শেয়ার করলাম। সবার বোধোদয় হোক, এই কামনা করছি।


রাজনীতি

রাজনীতি মানে সত্যাচার
রাজনীতি মানেই
নির্মূল করা অন্যায় আর অত্যাচার

দেশে দেশে যত খুন ধর্ষণ
জবরস্তি বাহুবলের
রাজনীতি আজো বেঁচে আছে তাই
অস্তিত্ব নেই অতোসবের

রাজনীতি আছে, তাই দেশে আছে
সফল সুষ্ঠু নির্বাচন
পিঁপড়ের মতো ভোটের কেদ্রে
উপচে পড়েন ভোটারগণ

রাজনীতি মানে এইখানে কেউ
মিথ্যা বলেন না বিলকুল
রাজনীতি মানে উৎরে যাওয়া
ভবিষ্যতের তিন কূল।

রাজনীতি আছে তাই ভোগ করি
মসি ও মুখের স্বাধীনতা
রাজনীতি আজো বেঁচে আছে তাই
আজো বেঁচে আছে মানবতা

২১ নভেম্বর ২০২০

২২ শে জুন, ২০২৩ দুপুর ২:২৮

হাবিব ইমরান বলেছেন:

কবিতা ভালো হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

আসলে রাজনীতি অবশ্যই ভালো। কিন্তু এদেশের রাজনীতিবিদরা তা বিষাক্ত করে ফেলছে। এটা থেকে মুক্তির উপায় কী?

১৩| ২১ শে জুন, ২০২৩ রাত ১১:৪৪

রাজীব নুর বলেছেন: আরো মজার মজার কৌতুক চাই।

২২ শে জুন, ২০২৩ দুপুর ২:২৯

হাবিব ইমরান বলেছেন:

আগ্রহ জানান দিয়েছেন। ভালো লেগেছে। চেষ্টা করবো এরকম আরও পোস্ট দিতে।

১৪| ২২ শে জুন, ২০২৩ সকাল ৮:৩৭

রানার ব্লগ বলেছেন: রাজনৈতিক কৌতুক গুলো কিন্ত্য বেশ মজার হয়।

২২ শে জুন, ২০২৩ দুপুর ২:৩১

হাবিব ইমরান বলেছেন:

জ্বী। :D
কারণ রাজনীতিবিদরা একেকজন নামকরা গোপাল ভাঁড়। যে যত বড় ভাঁড়, সে তত বড় নেতা।

১৫| ২২ শে জুন, ২০২৩ দুপুর ১২:৩৯

আহমেদ জী এস বলেছেন: হাবিব ইমরান,




রাজনীতি নিয়ে কৌতুক লিখতে গেলে সমুদ্রসম দোয়াতের কালি ফুরিয়ে যাবে কিন্তু কৌতুক লেখা ফুরোবেনা। :|

৭ এবং ১০ নম্বরেরটা তেমন সাক্ষ্যই দেয়।

২২ শে জুন, ২০২৩ দুপুর ২:৩৩

হাবিব ইমরান বলেছেন:

:D

দেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে আশা করি আরও কিছু কৌতুক লেখা হবে। ততদিন পর্যন্ত অপেক্ষা করুন। ভালো কিছুই পাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.