নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেটেছে একেলা বিরহের বেল, আকাশকুসুম-চয়নে। সব পথ এসে মিলে গেল শেষে, তোমার দুখানি নয়নে।

অন্তহীন পথিক

আগ্রহ মোর অধীর অতি—কোথা সে রমণী বীর্যবতী । কোষবিমুক্ত কৃপাণলতা — দারুণ সে , সুন্দর সে উদ্যত বজ্রের রুদ্ররসে , নহে সে ভোগীর লোচনলোভা , ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা ।

অন্তহীন পথিক › বিস্তারিত পোস্টঃ

অরণ্যের তৃষ্ণা

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৩

যান্ত্রিকতা আর ভালো লাগছে না।। এই রুক্ষ শহরকে বড় নগ্ন নগ্ন লাগছে আজ।।



ইসস, কতদিন হল সবুজ দেখিনা। গ্রামে থেকে একটু দূর দিয়ে বয়ে যাওয়া শান্ত কোন নদীর ধারের গাছের নিচে বসে থাকতে ইচ্ছে করছে। ধান ক্ষেত দোলানো বাতাসে গা এলিয়ে দিয়ে আনমনে বসে থাকতে ইচ্ছে করছে।



মা; তোমার ছেলের আজ মন খারাপ মা। কেন আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে মা? আমি যদি গ্রামের একজন কৃষক হতাম, সভ্য লোকালয়ের মানুষ আমাকে চাষা ডাকতো। হয়তো সেটা হয়তো সভ্যদের চোখে অসম্মানের। কিন্তু মা, আমি কি তোমাকে সামান্য ও কম ভালবাসতাম বল তুমি?



জীবন তো একটাই।। কি লাভ, একটা ৫-৭ তলা বাড়ি বানিয়ে? সুন্দর দামি গাড়িতে চড়ে? গায়ে দামি দামি জামা কাপড় জড়িয়ে।?



মাঠের কাজ শেষ করে বিকেলে সাদা একটা পাঞ্জাবি আর লুঙ্গি পরে খালি পায়ে হেঁটে হেঁটে বাজারে যেতাম। পরিচিত সবার সাথে খোস গল্প করে ব্যাগ ভর্তি বাজার নিয়ে পান চিবুতে চিবুতে বাড়ি ফিরতাম। তুমি আমার হাত থেকে বাজারের থলিটা নিয়ে তোমার আঁচল দিয়ে আমার কপালের ঘাম মুছে দিতে। সেটা কি কম শান্তির জীবন ছিল??




মা; এ লোকালয় সত্যি আমি চাইনা। আমি আমার জন্মভূমিতে যেতে চাই মা।। আমার প্রাণের রংপুরের ছোট্ট একটা গ্রাম " পদাগঞ্জ " তার নাম। ওখানেই আমার নাড়ির টান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.