নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেটেছে একেলা বিরহের বেল, আকাশকুসুম-চয়নে। সব পথ এসে মিলে গেল শেষে, তোমার দুখানি নয়নে।

অন্তহীন পথিক

আগ্রহ মোর অধীর অতি—কোথা সে রমণী বীর্যবতী । কোষবিমুক্ত কৃপাণলতা — দারুণ সে , সুন্দর সে উদ্যত বজ্রের রুদ্ররসে , নহে সে ভোগীর লোচনলোভা , ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা ।

অন্তহীন পথিক › বিস্তারিত পোস্টঃ

অসময়ের কান্না

১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৮

কোথায় ওই চারজনের লাশ পড়ে আছে কে জানে? সাগরের গহীনে শান্ত, স্থির পানিতে দেহগুলো কিভাবে পড়ে আছে কে জানে? আমিও জানি না।



জেনেই বা কি লাভ!! কি আসে যায় তাঁতে আমার!!



আমি তো ঠিকি সকালে উঠলাম, নাশতা করলাম, ক্লাস করলাম। আমার একবারও মনে পড়েনি ওদের কথা। একবারও না।। যার যায়, সেই বোঝে। ওরা যদি একা মারা যেত, তাহলে হতো। পুরো পরিবারকে নিয়ে মরেছে।। কিন্তু তাদের পরিবারের বাইরে, কার কি আসে যায়? সবাই আজ কাল ব্যাচ এর প্রফিইল পিক দিচ্ছে, আমি দুঃখের স্ট্যাটাস দিচ্ছি, কিন্তু তারপর? আমরা ঠিক ই মেতে উঠবো জীবন উন্মাদনায়। কিন্তু ওদের পরিবার, ওদের ভাই, ওদের বোন আর কোনদিন ফিরে পাবেনা প্রাণের ভাইটিকে।। ছোট বোনটা কোন আবদার প্রকাশ করতে পারবেনা কোনদিন। সব আবদার মনের মাঝেই পুষে রাখতে হবে তাঁর। মা; তাঁর কথা আর নাইবা বললাম। বাবা হারাল তাঁর বৃদ্ধ বয়সের লাঠিকে।। আমিও তো কারও ভাই, কারও ছেলে, তাই ব্যাপারটা অনেক ভালো করে বুঝতে পারছি।



তোমার জীবন তোমার কাছে দামি। তোমার পরিবারের কাছে দামি। তাই এমন কিছু করনা, যেন সেটা সারা জীবনের কান্না হয়ে যায়। দুর্ঘটনা বলে আসে বলেই সেটা দুর্ঘটনা। কিন্তু আমাদের সব সময় সাবধান থাকা উচিত। রক্তের গরমে উচ্ছ্বাসিত হয়ে এমন কিছু করা উসিত নয়, যেটা নিজের অথবা অন্যের কান্নার কারণ হয়।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১১

শরৎ চৌধুরী বলেছেন: কি যে একটা মোচড় দেয়া কষ্ট আছে তা আসলে ভাষায় প্রকাশ করা কঠিন।

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৭

অন্তহীন পথিক বলেছেন: একমত

২| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৬

প্রিন্স ঠাকুর বলেছেন: এই সব দুর্ঘটনা শুনার/ দেখার পর মনের মাঝে যে ভাষা উকি মারে তা এই সময় প্রকাশ করার মতো না... তাই আমি বাকরূদ্ধ...

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৮

অন্তহীন পথিক বলেছেন: সবার অবস্থাই আপনার মতো ভাই :(

৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫২

রাজহংসী বলেছেন: মদীনার ইহুদীদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহানুভবতা জানুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.