নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেটেছে একেলা বিরহের বেল, আকাশকুসুম-চয়নে। সব পথ এসে মিলে গেল শেষে, তোমার দুখানি নয়নে।

অন্তহীন পথিক

আগ্রহ মোর অধীর অতি—কোথা সে রমণী বীর্যবতী । কোষবিমুক্ত কৃপাণলতা — দারুণ সে , সুন্দর সে উদ্যত বজ্রের রুদ্ররসে , নহে সে ভোগীর লোচনলোভা , ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা ।

অন্তহীন পথিক › বিস্তারিত পোস্টঃ

ষোড়শী শরত

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৮

আমি বলি কি......... তুলির আঁচড় যদি কাটতেই হয়, শরতের শুভ্র আকাশ নিয়ে কাটো। এমন অপার ষোড়শী সুন্দরর্য তুমি আর কোথায় পাবে বলো?



মুগ্ধ হতে পারো কোন এক সন্ধ্যায়, ঘুঘু পাখির ঘরে ফেরার পথে গেয়ে যাওয়া মায়াবী কণ্ঠের গান সুনে। আরও মুগ্ধ হতে পারো যদি কোন একদিন খুঁজে পাও সেই পরিচিত সুর তোমার প্রিয়তমার মায়াবী কণ্ঠে। তুমি কিন্তু খুব বেশি অবাক হয়োনা সেইদিন। কারনটা হচ্ছে, অবাক হবার মত তুমি আসলে বেশি কিছু দেখনি। পড়ন্ত বিকেলে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়বে, তুমি উত্তরের আকাশে চেয়ে দেখো একবার, ...বেশি না, শুধু একবার। তুমি সেইদিন বুঝবে, “সত্যিকার অর্থে অবাক হতে হয় কি দেখে।।”



এমন কি কখনো ঘটেছে, তোমার ঘুম আসছে না? তুমি মনে মনে মনকে বাধ্য করছ শান্ত হবার জন্য? ঘুমিয়ে পড়ার জন্য? কিন্তু পারছ না? ওষুধ খাবার কথা চিন্তা করছ? আচ্ছা থামো, আমি তোমাকে সাহায্য করছি-



__________ ভুলে যাও তুমি কোথায় শুয়েছ। হোক সেটা টিনের চালা, কিংবা হোক সেটা এসি লাগানো আলিসান কোন দালান বাড়ি। হোক কাঠের চৌকি অথবা তুলতুলে নরম বিছানা। তুমি মনকে স্থির কর। ভাবো, তোমার শীত শীত লাগছে। মুখে একটা সুখের হাসি ফুটিয়ে তোল। তারপর চলে যাও তোমার স্বপ্নের রাজ্যে..................।।



__________ ভাবো, আজ পূর্ণিমা।। ভরা পূর্ণমা।। হালকা নীল আলোয় চারপাশের সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। তুমি দেখতে পারছ একটু দূরে একটা শান্ত নদী বয়ে গেছে। সেই নদীর পাড়েই একটা মাঝারি ধরনের বট গাছ। তুমি ধীরে ধীরে নদীটার দিকে এগিয়ে যাচ্ছ। তোমার কোন পিছুটান নেই, নেই কোন ভয়, নেই কাউকে নিয়ে ভাবার কোন অবকাশ। তোমাকে ঘিরেই তোমার পৃথিবী। তুমি এগিয়ে যাচ্ছ, এগিয়ে যাচ্ছ, এগিয়ে যাচ্ছ। একসময় তুমি নদীটার কাছে গিয়ে গাছটার নিচে পা দুলিয়ে বসে পড়লে। অবাক হয়ে খেয়াল করলে, নদীটাতে স্রোত আছে, কিন্তু কোন শব্দ নাই। হিম শীতল নদীর পানিতে পা চুবানো মাত্র তোমার গায়ে শীতল একটা স্পর্শ কাজ করে গেলো। তুমি ভাবো, নদীর হিমশীতল পানি তোমার সকল ক্লান্তি ধুয়ে নিয়ে যাচ্ছে। তুমি নিস্তেজ হয়ে পড়ছ আস্তে আস্তে। নদীটার দুই ধারে সাদা ধবধবে কাশফুলে ভরে গেছে। হালকা বাতাসে সে গুলো দুলে দুলে উঠছে। আকাশের দিকে তাকিয়ে দেখো, পরিষ্কার আকাশে কি বিশাল একটা চাঁদ যে উঠেছে, কি বলবো! তুমি খেয়াল করলে নদীটার ওই পাড়ে ছবির মত সুন্দর একটা গ্রাম। পুরো চাঁদটার বুকে গ্রামটা ছবির মত আঁকা হয়ে আছে। তোমার খুব ইচ্ছে করছে জানতে, কি আছে ওই গ্রামটাতে? তুমি গ্রামটাতে মনে প্রাণে যেতে চাচ্ছ......... যেতে চাচ্ছ......... যেতে চাচ্ছ......... যেতে চাচ্ছ......... এবং যেতে চাচ্ছ.........।।



কি, ঘুম ভাঙ্গার পরে অবাক হোচ্ছ, কখন ঘুমিয়ে পড়েছ এই ভেবে? অবাক হয়োনা, কারন অবাক হবার আরও অনেক কিছু আছে এই পৃথিবীতে। এক কাপ চা বানিয়ে নিয়ে বারান্দায় যাও, মুগ্ধ হয়ে দেখো স্নিগ্ধ শরতের আকাশ। তাহলে বুঝবে, আসলে সত্যিকার অর্থে অবাক হতে হয় কি দেখে।।



মুগ্ধ হতে তো টাকা লাগে না, লাগে সুন্দর, সরল আর পবিত্র একটা “মন”।। আর চোখ? আসলে চোখ না থাকলে ও কোন সমস্যা নেই, দেখার মত দেখতে জানলে, কল্পনার চোখ আসল চোখকেও ছাড়িয়ে যেতে পারে অনায়াসেই।।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৯

জাহাঙ্গীর.আলম বলেছেন:
চমৎকার কথার শৈলী ৷ ডুঁবে যাওয়ার মত ৷ ভাল লাগো ৷

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২২

ডি মুন বলেছেন: মুগ্ধ হতে তো টাকা লাগে না, লাগে সুন্দর, সরল আর পবিত্র একটা “মন” ------ ঠিক বলেছেন।

শুভেচ্ছা সতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.