নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেটেছে একেলা বিরহের বেল, আকাশকুসুম-চয়নে। সব পথ এসে মিলে গেল শেষে, তোমার দুখানি নয়নে।

অন্তহীন পথিক

আগ্রহ মোর অধীর অতি—কোথা সে রমণী বীর্যবতী । কোষবিমুক্ত কৃপাণলতা — দারুণ সে , সুন্দর সে উদ্যত বজ্রের রুদ্ররসে , নহে সে ভোগীর লোচনলোভা , ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা ।

অন্তহীন পথিক › বিস্তারিত পোস্টঃ

রণাঙ্গন রঙ্গ

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০১

অনেকেই NO_VAT_ON_EDUCATION আন্দোলন সফল হওয়ার পরে সেই সেই পোষ্টার নিয়ে ছবি দিচ্ছে। মনে হচ্ছে ওই বান্দার দারাই আন্দোলন সংগঠিত হইছিল। উনি কিন্তু এতদিন ছিলেন পর্দার আড়ালে। তো একম কিছু (পাপী) বান্দাদের সাথে একটু রঙ্গ তামাশা করি......।।

যুদ্ধ জেতার পরে কয়েকজন বিভিন্ন পদের আর্মিদের মাঝে চা খেতে খেতে গল্প হচ্ছে। গল্পের মূল আলোচ্য বিষয়, কে কত বিরত্তের সাথে যুদ্ধ করেছে।

Second Lieutenant: স্যার, ট্যাঙ্ক টা তো আমার বুদ্ধিতেই ধ্বংস হইল।

Lieutenant: আরে মিয়া কি কও? তোমারে আমিই না কইলাম, এমনে কর!

Captain: ধুর, আছ নিজেদের নিয়ে, নীল নকশাই তো আমার।

Major: আর নীল নকশার প্লানটা কার? সেটা তোমরা ভুলে গেলা?

Lieutenant colonel: আরেকজন আসছে নীল নকশা নিয়ে। ট্যাঙ্কটা যে এই পথে আসবে, সেই খবরটা দিল কে তোমাদের?

Colonel: আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, হেড কোয়াটারের ফোনটা আমিই রিসিভ করেছিলাম।

Brigadier General: তো, হেড কোয়াটার থেকে ফোনটা করা হয়েছিল যে আমার উদ্দেশে, সেটা কে মনে করিয়ে দিবে?

Major General: বালের বাল! ট্যাঙ্কটার গুলি এসে যে আমার পা উড়িয়ে দিল, তার পরেই না বুঝলেন ট্যাঙ্ক চলে এসেছে, আমিই তো জানাইলাম আপনাদের সবাইকে। হুদাই আছে নিজেদের বীরত্ব নিয়ে। হুহ।।

Major General এর কথা শুনে সবাই তার দিকে ফিরে তাকাল। সবাই অবাক। Major General কইল কি এইটা? চাপারও তো একটা লিমিট থাকে নাকি? তো, সবাই তো ছোট পোষ্টের, কেউ কিছু বলে না। এমন সময় Lieutenant General বলে উঠলো,

Lieutenant General: দেখা তো যাচ্ছে আপনার দুইটা পা ই আছে। তাইলে আপনার কোন পা টা উড়ল শুনি?

সবার শেষে মুখ খুলল General,
General: গুলিটা ওনার মাঝের পায়েই লেগেছে। আমি সাক্ষী। বিশ্বাস না হলে ওনাকে দেখাতে বলুন। প্রমাণ পেয়ে যাবেন :P :D

( রণাঙ্গন রঙ্গঃ কাউকে কষ্ট দেবার উদ্দেশে লিখি নাই :) )

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৮

পার্থ চৌধুরী প্লাবন বলেছেন: :P :-/

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:০৩

অন্তহীন পথিক বলেছেন: :P :-/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.