নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেটেছে একেলা বিরহের বেল, আকাশকুসুম-চয়নে। সব পথ এসে মিলে গেল শেষে, তোমার দুখানি নয়নে।

অন্তহীন পথিক

আগ্রহ মোর অধীর অতি—কোথা সে রমণী বীর্যবতী । কোষবিমুক্ত কৃপাণলতা — দারুণ সে , সুন্দর সে উদ্যত বজ্রের রুদ্ররসে , নহে সে ভোগীর লোচনলোভা , ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা ।

অন্তহীন পথিক › বিস্তারিত পোস্টঃ

আচ্ছা, প্রেম করে কেন?

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩১

খুব কাছের মানুষ নাইম ভাই, একদিন প্রশ্ন করে বসলেন, "ভাই মানুষ প্রেম করে কেন? আচ্ছা বাদ দেন, বলেন; আপনি প্রেম করেন কেন?"

উত্তর দিয়েছিলাম কিছু একটা হাবিযাবি। মনে নাই। কিন্তু এখন মনে হাচ্ছে, আমি এর উত্তরটা জানি।

যখন ভাত খাওয়া শেষ হয়, মন চায় কেউ একজন না চাইতেই এক কাপ চা এনে দিক। ব্যাপারটা এমন, এটা যেন রুটিন। ভাত খেয়ে উঠলাম আর কেউ একজন চায়ের কাপ হাতে করে পাশে দাড়িয়ে থাকবে। ডাইনিং টেবিল থেকে উঠে যখনি বারান্দায় গিয়ে চেয়ারে বসবো, সাথে সাথে সে বলবে, "এই নাও তোমার চা"।

অফিস যাওয়ার সময় যখন রেডি হয়ে জুতা পরতে যাবো, তখন দেখবো কেউ একজন জুতা জোড়া ব্রাশ করে চকচকে করে রেখেছে। আমি জুতা পরতে যাবো, এমন সময় সে চিল্লায়ে বলবে, আজ আবার জুতায় কাঁদা মাখিয়ে নিয়ে এসো না আবার!

রাতে খাওয়ার পরে যখন ঘুমাতে যাবো, তখন কেউ একজন বলবে, এই তুমি ব্রাশ করলা না যে? যাও ব্রাশ করে আসো। বলেই কিন্তু সে চলে যাবে না। সাড়ির আঁচল কোমরে গুঁজে রাগি রাগি ভাবে তাকিয়ে থাকবে। প্রতিদিন এক ই কথা আর কত বার ই বা বলা যায়!

গভীর আবেগে যখন তাঁর দিকে তাকিয়ে থাকবো, তখন সে নির্মলেন্দু গুণের কবিতা থেকে দুটি লাইন নিয়ে বলবে, -কি ব্যাপার? "তোমার চোখ এতো লাল কেন?"

আমার নিজের জন্মদিন উজ্জাপন করার মত সময় আমার হাতে থাকবে না। কিন্তু সে শত কাজের মাঝেও জমানো টাকা, কিংবা নিজের হাত খরচের টাকা দিয়ে আমার জন্য জন্মদিনের কেক কিনে নিয়ে উপস্থিত হবে বাসায়। বলবে, "বেশি না, মাত্র পাঁচ মিনিট নিবো।" আর বার বার আমার ফেসবুকের ওয়ালে তাঁর হাসিমাখা মুখে আমার জন্মদিন উজ্জাপনের ছবি দিবে।


এই সব ঘটনার কিছু ঘটবে বাস্তবে, কিছু ঘটবে কল্পনায়। সুখকর মধুর ভবিষ্যৎ কল্পনায়।

তাহলে মানুষ প্রেম করে কেন? কারন মানুষ কাউকে ঘিরে সুন্দর ভবিষ্যৎ কল্পনা করতে ভালোবাসে। মানুষ চায়, তাঁর অপূরণীয় ইচ্ছা গুলো কেউ একজন যাদুর কাঠি নাড়িয়ে পূরণ করে দিক। অথবা মানুষ চায়, সে তাঁর নিজের যাদুর কাঠি নাড়িয়ে কোন বিশেষ একজনের সব অপূরণীয় ইচ্ছা গুলো পূরণ করে দিতে।

এরপরও যদি আপনি আমাকে বলেন, মানুষ প্রেম করে কেন? তাহলে আমি বলব, "এর চেয়ে ভালো উত্তর আমার কাছে নাই নাইম ভাই।" দুঃখিত আমি। :(

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫১

তারিকুল ইসলাম রাসেল বলেছেন: ভাই,প্রেম বলতে আপনি বোঝাতে চাঁইলেন?
নারি পুরুষের অবৈধ সম্পর্ক প্রেম!
সেখানে কি এমন আচারন সম্ভব?
আর
যদি বিবাহ পরাবর্তি প্রেম হয়, সেখানে এমন ঘটনা ঘটা অসম্ভব নয়।

ক্লিয়ার করা উচিৎ কি মিন করলেন।
ধন্যবাদ

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩০

অন্তহীন পথিক বলেছেন: মানুষ কাউকে ঘিরে সুন্দর ভবিষ্যৎ কল্পনা করতে ভালোবাসে। বুঝলেন কিছু? কই থেকে নারি পুরুষের অবৈধ সম্পর্ক কথাটা পেলেন বুঝলাম না।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৯

সাকিব ইফতেখার বলেছেন: পারফেক্ট!

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৫

নিমগ্ন বলেছেন: নারীরা সেবাদাস হয়ে থাকবে? এটাই কি প্রেম???

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৯

অন্তহীন পথিক বলেছেন: মানুষ চায়, তাঁর অপূরণীয় ইচ্ছা গুলো কেউ একজন যাদুর কাঠি নাড়িয়ে পূরণ করে দিক। অথবা মানুষ চায়, সে তাঁর নিজের যাদুর কাঠি নাড়িয়ে কোন বিশেষ একজনের সব অপূরণীয় ইচ্ছা গুলো পূরণ করে দিতে


দু-পক্ষই দু পক্ষের জন্য। এখানে কেউ দাস, কেউ দাসি নয়। :)

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৩৯

তারিকুল ইসলাম রাসেল বলেছেন: খুব কাছের মানুষ নাইম ভাই, একদিন প্রশ্ন করে বসলেন, "ভাই মানুষ প্রেম করে কেন? আচ্ছা বাদ দেন, বলেন; আপনি প্রেম করেন কেন?"

উত্তর দিয়েছিলাম কিছু একটা হাবিযাবি। মনে নাই। কিন্তু এখন মনে হাচ্ছে, আমি এর উত্তরটা জানি।[/sb

আপনি প্রেম করেন কেনো?
এই কথার দ্বারা স্পষ্ট যে,আপনি (লেখক) যে কোনো নারীর প্রেমে আসক্ত।

আর এটাও স্পষ্ট বিবাহ বহির্ভূত সম্পর্ক সমাজের চোখে ঘৃনিত, আইনের চোখে অপরাধ মানে অবৈধ

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১০

অন্তহীন পথিক বলেছেন: আপনি কি "ল" এর ছাত্র?

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০০

অন্তহীন পথিক বলেছেন: এই কথার দ্বারা স্পষ্ট যে,আপনি (লেখক) যে কোনো নারীর প্রেমে আসক্ত।

কোন কথা? :/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.