নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেটেছে একেলা বিরহের বেল, আকাশকুসুম-চয়নে। সব পথ এসে মিলে গেল শেষে, তোমার দুখানি নয়নে।

অন্তহীন পথিক

আগ্রহ মোর অধীর অতি—কোথা সে রমণী বীর্যবতী । কোষবিমুক্ত কৃপাণলতা — দারুণ সে , সুন্দর সে উদ্যত বজ্রের রুদ্ররসে , নহে সে ভোগীর লোচনলোভা , ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা ।

অন্তহীন পথিক › বিস্তারিত পোস্টঃ

কারাগারে বন্দি সুখ :((

১৯ শে মে, ২০১৬ রাত ১২:৫৯

আজ থেকে সকল বেসরকারি স্কুলের শিক্ষকেরা তাদের বর্ধিত বেতন পাওয়া শুরু করল। এই সুবাদে সকল বেসরকারি শিক্ষকের অভাব অনাটনের সংসারে এক পসলা আনন্দের বর্ষণ বয়ে গেলো আর কি। :)

আমার আব্বাও পেয়েছেন বর্ধিত বেতন। রাত দশটায় আব্বার ফোন। বাবু, তোমার তো বাসা ভাড়া বাকি, আর মাসের চলার টাকাও তো দেই নাই, আর তুমি কিসের যেন কি শিখতেছ, JAVA না কি যেন, ওখানেও তো টাকা দিতে পারো নাই...... তো আব্বা কতো টাকা দিবো তোমাকে?

একজন শিক্ষকের সন্তান না হলে কেউ এই কথা গুলোর মাঝে যে একটা বেদনা সিক্ত আনন্দ আছে, সেটা ধরতে পারবে না।

আমি বললাম, আব্বা, আপনার নাকি অনেক গুলা দেনা আছে, তো আপনি আমাকে এতো গুলা টাকা একসাথে না দিয়ে আস্তে আস্তে দেন না হয়! আব্বা একটু আমতা আমতা করল। মনে হয় বোঝার চেষ্টা করল, আমি কি বলতে চাচ্ছি। তারপরে বলল, আরে নাহ কতো দিবো বল? আমি যে অংকটা বললাম, বলেই লজ্জা পেয়ে গেলাম।

আব্বা হাসলেন, আর বললেন ওকে আমি কাল পাঠিয়ে দিবো। আমি বললাম ঠিক আছে আব্বা!

এই হচ্ছে একজন বেকার পুত্র এবং তাঁর বাবার দেনা পাওনা বিষয়ক কথোপকথন। :-B

আমি তখন মনে মনে ভাবলাম, আব্বা নিশ্চয়ই খুব ই গর্বিত অনুভব করছে। গর্বটা শান্তির। প্রিয় মানুষ গুলোর চাহিদা পুরন করতে পারার শান্তি।

আফসোস, শ্যামল কান্তি এই শান্তি নিতে পারলেন না। তাঁর সন্তানরা আজ যেখানে ঠিক করতো, কার ভাগে কতো পড়ছে। আব্বা আবার চুপ করে বড় টাকে বেশি দিচ্ছে না তো! :P

সুখের দিনে শ্যামল কান্তি আজ চাকুরি চ্যুত। সে জেলে, লজ্জায় অপমানে স্তব্ধ হয়ে বসে আছে হয়তো।
আর তাঁর পরিবার? .....................

থাক, মৃত মানুষদের নিয়ে কথা বলতে ইচ্ছে করছে নাহ।

মৃত? হ্যাঁ, মৃত।

"মূর্খের মৃত্যু হয় দেহে অসারে, শিক্ষিতের মৃত্যু হয় অসম্মানে।।" :((

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৬ সকাল ৭:১৭

কলাবাগান১ বলেছেন: "মূর্খের মৃত্যু হয় দেহে অসারে, শিক্ষিতের মৃত্যু হয় অসম্মানে"

২| ১৯ শে মে, ২০১৬ সকাল ১১:২৫

রানার ব্লগ বলেছেন: মূর্খের মৃত্যু হয় দেহে অসারে, শিক্ষিতের মৃত্যু হয় অসম্মানে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.