নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেটেছে একেলা বিরহের বেল, আকাশকুসুম-চয়নে। সব পথ এসে মিলে গেল শেষে, তোমার দুখানি নয়নে।

অন্তহীন পথিক

আগ্রহ মোর অধীর অতি—কোথা সে রমণী বীর্যবতী । কোষবিমুক্ত কৃপাণলতা — দারুণ সে , সুন্দর সে উদ্যত বজ্রের রুদ্ররসে , নহে সে ভোগীর লোচনলোভা , ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা ।

অন্তহীন পথিক › বিস্তারিত পোস্টঃ

কেমন হয় হিমুদের প্রেম :``>>

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫২

মাঝে মাঝে হিমুদের মনে ভ্রান্তি আসে! নতুন প্রেম ঘরের কোণ নোংরা করার মত জাল বুনে রূপাকে আড়াল করতে শুরু করে!

নতুন প্রেম রূমার মত একটু মোটা একটু কালো বা অনেক মোটা অনেক কালো নয়। ছিপছিপে অঙ্গশ্রী তার। ধনুকের মত বাঁকানো চোখের ভ্রু। আরবি ঘোড়ার মত চাহনিতে খিপ্রতা তার। হাশিতে মুক্তো ঝরা মাধুরতা আর বেদনায় তার, নীল সমুদ্র ধিরে ধিরে নীল আকাশ হয়ে যায়!

মাকড়শারজাল ধিরেধিরে অস্ট্রেলিয়ার বলয় প্রাচীরের মত শক্তিশালী হতে থাকে। তাতে নতুন করে যুক্ত হয় মায়া। সেই মায়া এক সময় রুপ নেয় তিল তিল করে জমানো বিশাল আকারের মায়ার মৌচাকে!

কিন্তু আমার রুপা?

সে যে বারান্দায় দাঁড়িয়ে সেই কখন থেকে রাস্তার মোড়ের সোডিয়াম ল্যাম্পপোস্টটা দিকে তাকিয়ে আছে! কখন খালিপায়ে হলুদ পাঞ্জাবি পরা মাঝবয়সি অগোছালো লোকটা একবার এসে দাঁড়িয়েই রূপার দিকে না তাকিয়েই আবার হুট করে চলে যাবে। সেই রূপার কি হবে?
হিমুদের কাছে নতুন প্রেম, পুরাতন প্রেম বলে কিছু নেই। তাদের কাছে প্রেম বলতেই "রূপা"। আর একজন হিমুর জন্য রূপা একজন-ই থাকে।

হিমূরা নিজে ভালো থাকবে বলে রূপার প্রেমে পড়ে নাহ। রূপাকে ভালো রাখবে বলেই রুপার প্রেমে পড়ে। হিমুদের প্রেম মানুষিক, শারিরীক নয়। তাই রূপার শারিরীক রুপের জন্যে হিমুরা রূপার প্রেমে পড়ে নাহ! মানুষিকতার জন্যে প্রেমে পড়ে!

হিমুরা কাছে আসার গল্প লিখে না। তারা কাছে থাকার উপন্যাস রচনা করে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.