নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেটেছে একেলা বিরহের বেল, আকাশকুসুম-চয়নে। সব পথ এসে মিলে গেল শেষে, তোমার দুখানি নয়নে।

অন্তহীন পথিক

আগ্রহ মোর অধীর অতি—কোথা সে রমণী বীর্যবতী । কোষবিমুক্ত কৃপাণলতা — দারুণ সে , সুন্দর সে উদ্যত বজ্রের রুদ্ররসে , নহে সে ভোগীর লোচনলোভা , ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা ।

অন্তহীন পথিক › বিস্তারিত পোস্টঃ

নিজ তাগিদে এগিয়ে আসুন :(

১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৯

টিনের চালা ঘরে তখন থাকতাম আমরা। আপা SSC তে, আমি কোন ক্লাস এ মনে নাই। তবে ছোট বোনটা একদম ই ছোট।

খুব মনে আছে আমার। আমরা তিন ভাইবোন এক বিছানায় ঘুমাতাম। ছোটটা আমাদের ছাড়া ঘুমাতোই নাহ!

এমন ই এক শ্রাবণ ভাদ্র মাসের ঝড় বৃষ্টির রাতে, মাঝরাতে সারা পৃথিবী ঘুমিয়ে ছিলো। শুধু জেগে ছিলাম আমরা তিন ভাইবোন। ঘরের চালার টিনের ফুটো দিয়ে পড়া পানিতে ভেসে যাচ্ছিলো আমাদের বিছানা। আপা ছোটটাকে কোলে নিয়ে বিছানার এক কোনায় বসে ছিলো। ওর গা ভিজে যাচ্ছিলো কিন্তু আপা আমাকে আর ছোটটাকে ভিজতে দিচ্ছিলো নাহ!

উফ, কি এক বিভীষিকাময় রাত! হাজার বছরের চাইতেও দীর্ঘ সেই রাত। কখন বৃষ্টি কমবে কখন আমরা ঘুমাবো! শুধু আল্লাহ আল্লাহ করা! আল্লাহ বৃষ্টি থামিয়ে দাও! আল্লাহ বৃষ্টি থামিয়ে দাও!

আমরা আজ রাতে ভালোভাবে খেয়ে ঘুমাতে গেলাম। বিছানায় গা এলিয়ে দিয়ে চোখটা বন্ধ করার আগে কি একবারও ভাবলাম, কত মানুষ গলা পানিতে ঠায় দাঁড়িয়ে আজকের রাত পার করবে? পানির স্রোতে কত জনের কত প্রিয় মানুষ ভেসে যাবে? কত মা তার দুধের বাচ্চাকে কোলে নিয়ে বুক পানিতে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ করছে?

অনেকেই হয়তো ভেবেছে। ভেবে ইন্ডিয়া কেন বাধের গেট খুলে দিলো, বাধে ইদুরের গর্ত নিয়ে কে কি বলল, কেন সরকার সাহায্য দিচ্ছে না, সব সরকারের দোষ কিংবা প্রথম আলোতে কেন এই বন্যার সংবাদ প্রথম পাতায় এলো নাহ.......আরে এটা তো উত্তরের বন্যা! আমি তো দক্ষিণের লোক! মানে আমার কোন দোষ নাই, আমার কিছু করার ও নাই, ভেবে নিজেকে সবকিছু থেকে সরিয়ে ঘুমিয়ে পড়লাম।

অথচ আমরা পারতাম পরিচিত ১০০ জনকে ফোন দিয়ে ১০০, ২০০, ৫০০, ১০০০ যার যার সামর্থ্য মত সাহায্য নিয়ে সেটা অসহায় মানুষ গুলোর কাছে পাঠিয়ে দিতে।

আমি জানি সবার ই সামর্থ্য আছে, কিন্তু একটু সচেতন হয়ে ফোনের কিছু টাকা খরচ করে একটু সময় দিয়ে ১০০ জন পরিচিতকে ফোন দেয়া হয়ে উঠছে নাহ!

এই হয়ে না ওঠাকে, হয়ে ওঠায় পরিনত করেন প্লিজ। বন্যা কবলিত মানুষ গুলো আমাদের দেশের ই মানুষ। একটু সাহায্য করেন প্লিজ।

কে কি ভাব্বে, কে বলবে আপনি টাকা মেরে দিবেন আর কে আপনাকে সাহায্য করবে কি করবে নাহ! এসব নিয়ে ভাবার সময় এটা নাহ!

রংপুর জিলা স্কুল এর পরিচিত অনেক ছোট ভাই এই রকম টাকা তুলে সাহায্য করছে। আপনারা টাকা তুলে তাদের হাতে দিন। ওরা অসহায় মানুষ গুলোর কাছে সাহায্য পাঠিয়ে দিবে।

আমার পরিচিতরা যারা সাহায্য করতে চান, তারা আমার নাম্বারে বিকাশ করতে পারেন অথবা সরাসরি ওদের সাথে যোগাযোগ করতে পারেন।

আপনার সাহায্য হতে পারে ১০০ টাকা। সেটা দিয়ে মুড়ি, চিড়া, গুড় কেনা তো হবে? নাকি?

১০০ টাকা দোকানদার বিকাশ করে নাহ! বলবেন ভাই এটা সাহায্য এর টাকা। দেখবেন করবে।

প্রয়োজনে বা সরাসরি বিকাশ - 01723535363

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.