নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, কবি, সাহিত্যিক, অাই.সি.টি গবেষক, প্রাবন্ধিক, ব্লগার ও সাংবাদিক।

মোঃ ইমরান হোসেন (ইমু)

অামরা সাজাব নতূনকর্মসংস্থান, অামরা রাখিব দেশের মান; এক নতুন অামি নব উম্মাদনায়, এক নব দেশ হোক অামাদের পদচারনায়

মোঃ ইমরান হোসেন (ইমু) › বিস্তারিত পোস্টঃ

অাষাঢ়ের বৃষ্টিস্নাত কবিতা

১৯ শে জুন, ২০১৬ বিকাল ৪:০৪

স্বপ্নের ডানা মেলে উড়ে এসে তুমি
এখন আর কেন বলোনা-
''চুমুক দাও সুরায় তোমার, রাখা আছে ওখানে
অাষাঢ়ের বৃষ্টিস্নাত ফোঁটা দিয়ে তৈরি''।
হ্যাঁ.. আমি ধরফরিয়ে লাফিয়ে উঠি
হাঁপাতে.. হাঁপাতে পান করে করে
তারার হাটে স্বপ্ন বুনি, হয়ত আরো ক'টি চুমুকেই
শান্তি পাব, হয়ত আজ বৃষ্টিস্নাত হব তোমার সাথে
ভিজে কাপড়টা পাল্টে এলেই গরম কফি দিয়ে বলবে হয়ত-
''রাখা আছে ঐ ওখানে, হাতে নাও পান কর''
প্রতীক্ষায় ডুবে আছি সারাক্ষণ, হাতে নিয়ে কফি,
করবো পান তবে ফিরে এলে তুমি
প্রীতি ও প্রেমের পূন্য বন্ধনে হাতে রেখে হাত...।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.