নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, কবি, সাহিত্যিক, অাই.সি.টি গবেষক, প্রাবন্ধিক, ব্লগার ও সাংবাদিক।

মোঃ ইমরান হোসেন (ইমু)

অামরা সাজাব নতূনকর্মসংস্থান, অামরা রাখিব দেশের মান; এক নতুন অামি নব উম্মাদনায়, এক নব দেশ হোক অামাদের পদচারনায়

মোঃ ইমরান হোসেন (ইমু) › বিস্তারিত পোস্টঃ

ভারতে গো-রক্ষার নামে অমানবিকতা

২৯ শে জুন, ২০১৬ সকাল ১১:৩৩

গরুর মাংস বহন করার কাজে যুক্ত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গোবরের মিশ্রণ খাওয়ানোর অভিযোগ উঠল ভারতের হরিয়ানায়। সম্প্রতি এই ঘটনা ঘটলেও তার ভিডিওটি প্রকাশ্যে এসেছে গতকাল। ওই ভিডিওটিতেই গোরক্ষা দলের কয়েকজন স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে দুই ব্যক্তিকে জোর করে গোবর, গোমূত্র, গরুর দুধ, দই ও ঘি মিশ্রিত একটি তরল পদার্থ জোর করে খাওয়ানোর অভিযোগ উঠেছে। পুরো ঘটনাটি স্বীকার করে ‘গুরগাঁও গোরক্ষ দল’এর সভাপতি ধর্মেন্দ্র যাদব জানান, ‘গোপন সূত্রে খবর পেয়ে গত ১০ জুন কুণ্ডলি-মানেসার-পাওয়াল এক্সপ্রেসওয়েতে একটি গাড়িকে আটকানো হয়। ওই সংগঠনের দাবি গাড়ির দুই আরোহী রিওয়ান ও মুখতিয়ার ৭০০ কেজি গো মাংস মেওয়াত থেকে দিল্লিতে নিয়ে যাচ্ছিল’। খবর-বিডিপি২৯০৬২০১৬

সাম্প্রতিক সময়ে ভারেত গো-রক্ষার নামে এই ধরনের কর্মকান্ডে উদ্বেগ প্রকাশ করেছে সে দেশের অনেক মানবাধিকার সংগঠনগুলোও।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৬ সকাল ১১:৫২

এম এ কাশেম বলেছেন: মানুষ মেরে গো রক্ষা এটা কেমন ধর্ম আমার বুঝে আসে না।
আসলেই ওরা গো-সন্তান।

২| ২৯ শে জুন, ২০১৬ দুপুর ১২:০৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সালাম,

ওরা সব করতে পারে। ওদের আবার ধর্ম, ওদের আবার গো রক্ষা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.