নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, কবি, সাহিত্যিক, অাই.সি.টি গবেষক, প্রাবন্ধিক, ব্লগার ও সাংবাদিক।

মোঃ ইমরান হোসেন (ইমু)

অামরা সাজাব নতূনকর্মসংস্থান, অামরা রাখিব দেশের মান; এক নতুন অামি নব উম্মাদনায়, এক নব দেশ হোক অামাদের পদচারনায়

মোঃ ইমরান হোসেন (ইমু) › বিস্তারিত পোস্টঃ

কবিতায় গুলশান ট্রাজেডি ০১০৭২০১৬

০২ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪০



সারা দিনের কর্মব্যস্ত দেহটাকে
একটু অাধো-অালোয় বসে
প্রিয়তমার সাথে অথবা
প্রিয় রেষ্টুরেন্টের চেয়ারে গা এলিয়ে
প্রিয় মানুষের সাথে কথা বলতে বলতে
প্রিয় কিছু জিনিষ ঢোক গেলা, ফিরিয়ে অানতে
অারেকটি নতুন দিনের প্রাণচাঞ্চলতা
হ্যাঁ পাঠক, কিছু অানন্দে অান্দোলিত হয়ে
এ্যাপার্টমেন্টে ফেরার ঠিক পূর্ব মুহুর্তেই
ঘিরে ধরে হায়নার দল, ছিড়ে খায় মাংস
কতগুলো উচ্ছাসিত তাজা প্রাণ করে ধ্বংস
ক্ষত-বিক্ষত করে অার করে নৃশংস..
কী যে বীভৎস সেই হত্যাযজ্ঞ, কত করুন অার্তি!
তবু গলেনি পাষান হৃদয় এতটুক।
না ! এ হয় না, এটা ঠিক নয়
এত বড় দুঃস্বপ্ন যে অামাদের মাথার উপর
ডানা ঝাপটাবে, বুঝতেও পারিনি।

[email protected]; Dhk, BD.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.