নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, কবি, সাহিত্যিক, অাই.সি.টি গবেষক, প্রাবন্ধিক, ব্লগার ও সাংবাদিক।

মোঃ ইমরান হোসেন (ইমু)

অামরা সাজাব নতূনকর্মসংস্থান, অামরা রাখিব দেশের মান; এক নতুন অামি নব উম্মাদনায়, এক নব দেশ হোক অামাদের পদচারনায়

মোঃ ইমরান হোসেন (ইমু) › বিস্তারিত পোস্টঃ

দোষারোপ নয় সুষ্ঠ পদক্ষেপ

১২ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪৭

একটি অপরাধ সংঘঠিত হওয়ার পরে কোন মহল কাদের উপর দায়ভার চাপাবে সেই প্রবণতা এখন আমাদের দেশে। অথচ ঘটনার সুষ্ঠ তদন্তের জন্য আমাদের দেশে রয়েছে প্রফেশনাল, প্রশিক্ষত, বিদেশে ট্রেনিং প্রাপ্ত সর্বপরি অভিজ্ঞ ইনভেষ্টিগেশন টিম। তাদের আন্তরিকতায় দেশের সব ধরনের অপরাধ কার্যক্রমের সঠিক তদন্ত ও ন্যায় বিচার প্রতিষ্ঠার সহায়তা পাওয়া যায়। কিন্তু পলিটিক্যাল সাইন্সের ভাষায় যাদের আমরা বলি ''চাপ সৃষ্টিকারী গোষ্ঠী'' সেই তা্রাই যেন উঠে পরে লেগে যায় কাল্পনিক তথা মনগড়া দোষারোপে। আর তাদের সেই বক্তব্যে অন্তরায় হয়ে দাড়ায় সঠিক তদন্তে। অথচ আমরা যদি এটাকে অপরাধ মনে করি আর যারা এটাকে সংঘঠিত করেছে তাদেরকে অপরাধী মনে করে আমরা যদি সবার আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি তবেই আমারা আমাদের দেশ-মাতৃকাকে শান্তির ছায়াতলে রাখতে পারব। আর যদি আমরা অপরাধীকে সমাজের উচু বা নিচু ইত্যাদি..ইত্যাদি... অংশে বিভক্ত হয়ে পরি তাহলে একটা বৈষম্য সৃষ্টি হল আর প্রকৃত অপরাধীরা তাদের চেষ্টা অব্যাহতই রাখতে থাকল তাদের রং পরিবর্তনের মাধ্যমে।

আসুন আমাদের মানষিকতার পরিবর্তন ঘটিয়ে প্রকৃত অপরাধীদের যেন বিচারের মুখোমুখি করা যায় সেই গুণাবলি অর্জন করি। অপরাধীরা কোন সমাজের সেটার ব্যাখা দিয়ে নিজে খুব দাম্ভিকতার পরিচয় না দেই। সবার উপর আমি নই এই দেশ-মাতৃকা এটা বোঝার চেষ্টা করি।মা, মাটি আর মানুষের সমৃদ্ধ কামনা করে এখানেই রাথছি। সঙ্গে থাকবেন, ভাল থাকবেন। আল্লাহ হাফিজ....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.