নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, কবি, সাহিত্যিক, অাই.সি.টি গবেষক, প্রাবন্ধিক, ব্লগার ও সাংবাদিক।

মোঃ ইমরান হোসেন (ইমু)

অামরা সাজাব নতূনকর্মসংস্থান, অামরা রাখিব দেশের মান; এক নতুন অামি নব উম্মাদনায়, এক নব দেশ হোক অামাদের পদচারনায়

মোঃ ইমরান হোসেন (ইমু) › বিস্তারিত পোস্টঃ

ব্যাংক বীমা অার অার্থিক প্রতিষ্ঠানে রমরমা জালিয়াতি অার ভোগান্তিতে সাধারণ মানুষ বিপর্যস্ত দেশ

১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫২



দেশে প্রথমবার যখন এটিএম কার্ড জালিয়াতির ঘটনা ঘটে তখন গ্রাহকদের অভিযোগকে উপেক্ষা করে ব্যাংক কর্মকর্তারা উল্টো তাদের হামকি-ধামকি দিত এই বলে যে- ''অাপনার টাকা অাপনি উঠিয়ে অাবার অভিযোগ দিতে অাসছেন? এরপর এরকম হলে পুলিশে ধরিয়ে দেব'' , এই সেই অারো কত কি। এটাকে তারা অামলে না নিয়ে উল্টো গ্রাহক হয়রানি করেছ কিংবা উপর মহলে এটাকে জানানোর প্রয়োজন মনে করেনি, ফলশ্রুতিতে এদেশে ঘটে গেছে এটিএম জালিয়াতির মত একটি বড় জালিয়াতি। এক পর্যায়ে দেখা গেছে এক শ্রেণীর ব্যাংক কর্মকর্তারাও এর সাথে জড়িত। ২০১৩ সালে সোনালী ব্যাংকেরও বড় ধরনের একটা এমাউন্ট গায়েব/ হ্যাক/ বা চুরি হয়েছিল যা জনসম্মুখে প্রকাশই হয়নি। অথচ তারই ধারাবািহকতায় এবং একই কায়দায় হ্যাক হয় বাংলাদেশ ব্যাংকের রির্জার্ভ। এরপর দেশের অভ্যন্তরে সোনালী ব্যাংকের বিসমিল্লাহ গ্রুপ কেলেঙ্কারী, বেসিক ব্যাংকের কেলেঙ্কারী এবং সাম্প্রতিক সময়ে অগ্রনী ব্যাংক কেলেঙ্কারীর মত ঘটনায় অস্বস্তিতে দেশ-বাসী। এতে করে একদিকে যেমন বাড়ছে ব্যাংকের গ্রাহক বিপর্যয় অার এতে বিপর্যস্ত হচ্ছে রাষ্ট্র। এ অবস্থা থেকে পরিত্রান না পেলে ভয়াবহ বিপর্যয় থেকে এক সময় দেশকে রক্ষা করা কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.