নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, কবি, সাহিত্যিক, অাই.সি.টি গবেষক, প্রাবন্ধিক, ব্লগার ও সাংবাদিক।

মোঃ ইমরান হোসেন (ইমু)

অামরা সাজাব নতূনকর্মসংস্থান, অামরা রাখিব দেশের মান; এক নতুন অামি নব উম্মাদনায়, এক নব দেশ হোক অামাদের পদচারনায়

মোঃ ইমরান হোসেন (ইমু) › বিস্তারিত পোস্টঃ

ফ্রান্সের অভিজ্ঞতা নিয়ে রাস্তা-ঘাটে চলুন সতর্কে

১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৪


ফ্রান্সে হামলার স্থানটি ঘিরে রেখেছে পুলিশ

হামলা কারীরা একে একে ঘটিয়ে যাচ্ছে এক-এক রকম ঘটনা। যেমন ফ্রান্সের মত রাষ্ট্রও কল্পনা কনতে পারেনি এরকম একটি ঘটনার পূর্বাভাষ। কত কৌশলে ট্রাক চাপায় হত্যা করেছে অন্তত ৮০ জনকে (খবর- বিশ্ব মিডিয়ার)। একদমই সুস্থ মাথায় ও পূর্ব পরিকলাপিত এই হত্যার অাঁচ কিভাবে ফ্রান্সের জাতীয় গোয়েন্দা সংস্থাকেও ফাঁকি দিয়েছে? অবশ্যই হামলাকারীরা হামলার অাগেই জায়গাটি নির্ধারন করেছে এবং সেই অনুযায়ী রেকিও করেছে। তাহলে কি হামলা কারীরা প্রতিটি মুহুর্তেই অাপডেট করছে তাদের হামলার কৌশল অার তাদের কাছে ধরাশয়ী হচ্ছে হামলায় অাক্রান্ত দেশটির গোয়েন্দা সংস্থাসহ অাইন শৃংঙ্খলা বাহীনি।

যাই হোক বন্ধুরা, এবার মূল কথায় অাসি। পথে ঘাটে চলতে গেলে অামরা অনেক সময় ছুটন্ত/ চলন্ত গাড়ি দেখে মনে করি অামাকে দেখে গাড়িটি থামাবে বা অামাকে পথ দেবে। এ রকম পরিস্থিতি অামরা এখন থেকে এড়িয়ে চলব, কারণ গাড়িটি কোন হামলাকারীও চালিয়ে অাসতে পারে। সতর্ক থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.