নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, কবি, সাহিত্যিক, অাই.সি.টি গবেষক, প্রাবন্ধিক, ব্লগার ও সাংবাদিক।

মোঃ ইমরান হোসেন (ইমু)

অামরা সাজাব নতূনকর্মসংস্থান, অামরা রাখিব দেশের মান; এক নতুন অামি নব উম্মাদনায়, এক নব দেশ হোক অামাদের পদচারনায়

মোঃ ইমরান হোসেন (ইমু) › বিস্তারিত পোস্টঃ

তুরস্কে সেনাবাহীনির (বিদ্রোহী গ্রুপের) রাষ্ট্র দখলের ব্যর্থ চেষ্টা ও একটি অশনি সংকেত

১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৬


তুরস্কে সেনাবাহীনির একটি গ্রুপের (বিদ্রোহী গ্রুপের) রাষ্ট্র দখলের ব্যর্থ চেষ্টার সংবাদ সারাবিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। হামলাকারীদের (সেনা বিদ্রোহী গ্রুপের) হামলার সময় তুরস্কের প্রেসিডেন্ট শহরের বাইরে থাকলেও জনগণকে তা মাঠে নেমে প্রতিহত করার এক জ্বালাময়ী বক্তব্য দিলে জনগণ তা প্রতিহত করে। এরপরই তিনি বিশেষ একটি ফ্লাইটে প্রেসিডেন্ট ভবনে ফিরে এসে দেশবাসীকে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক বিদ্রোহী সেনা প্রধানকে বন্দি ও তাদের চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে বলে দেশবাসীকে অাস্বস্ত করেন এবং একই সাথে দেশবাসী ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব বর্ণনা পূর্বক ভবিষ্যতেও এরকম যে কোন ধরনের দুর্যোগ/পরিস্থিত মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে বলেন।

যাই হোক তুরস্ক অল্পতেই রক্ষা পেয়েছে। কিন্তু অান্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে এবারের মত রক্ষা পেলেও এটা তুরস্ক সহ গোটা মধ্যপ্রাচ্যের জন্য এক অশনি সংকেত। কারণ বিশ্বে এখন শীতল যুদ্ধের অবসান ঘটলেও পারমানবিক যুদ্ধের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে সভ্যতা। অার সাথে তো অান্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলার এক বৈশ্বিক ''পলিটিক্স'' তো ঘুর্নিঝড়ের মতই ঘুরপাক খাচ্ছে। যা যে কোন সময় যে কোন উপকুল দিয়ে বয়ে যাওয়ার এক অশনি সংকেতই বহন করছে এই তুরস্ক (সেনা) অভ্যুত্থান।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.