নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, কবি, সাহিত্যিক, অাই.সি.টি গবেষক, প্রাবন্ধিক, ব্লগার ও সাংবাদিক।

মোঃ ইমরান হোসেন (ইমু)

অামরা সাজাব নতূনকর্মসংস্থান, অামরা রাখিব দেশের মান; এক নতুন অামি নব উম্মাদনায়, এক নব দেশ হোক অামাদের পদচারনায়

মোঃ ইমরান হোসেন (ইমু) › বিস্তারিত পোস্টঃ

দুঃস্বপ্ন তাড়া করছে ভারতকে, পাহাড়ায় নির্ঘুম রাত

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:০৩



সীমান্ত পেরিয়ে পাক হামলার পর এখন দুঃস্বপ্ন তাড়া করে বেড়াচ্ছে। পাক-ভারত উত্তেজনাকে কেন্দ্র করে ভারত একচেটিয়া বিশ্বব্যাপী সমর্থন অাদায় করে গায়ে ঠেলে হরেও জেতার মনোভাবে ব্যস্ত ছিল। উত্তেজনাকে পৌছাতে চেয়েছিল উত্তেজনার চরম তুঙ্গে। মোদি সরকার মনে করেছিলেন এখনো বুঝি তিনি বিরোধী দলে অাছেন। একটু ভাবার পর যখন বুঝতে পারলেন যে, না অামি বাবা এখন অার বিরোধী দল নই যে যে কোন ইস্যুকে ঠেলে দিব চায়ের কাপের দিকে অার দেশবাসী ঝড় তুলবে, সরকার দল পদত্যাগ করবে অার চায়ের কাপে ঝড় তোলা বিরোধী দল সিংহের অাসন দখল করবেন। না, তিনি যে সিংহের ন্যায় অাসনেই বসা এটা মনে পরার পর ভাবলেন তবে গায়ের জোরে হলেও কিছু একটা করা চাই। ঠিক ছেলে খেলার মত তাই করেলন (অপারেশন সার্জিক্যাল স্টাইক এর মত একটি অাদি নাটক, যার প্লট থেকে সাব প্লটে যাওয়া এবং থ্রি ইউনিটি ঠিক রাখা যায় না) অার তার ফলশ্রুতিতে এখন মোদিকেই তাড়া করে বেড়াচ্ছে দুঃস্বপ্ন। সাজানো কিছু শিরোনাম গণমাধ্যমকে দিয়ে ভুলতে চাচ্ছে দুঃস্বপ্ন। নিজেই মনে করছে পাকিরা যে কোন সময় ওকে অাক্রমন করতে পারে।

এদিকে পাকিরাও এই মুহুর্তে যুদ্ধ ভাবনা নিয়ে সংশয়ের মধ্যে অাছে কারণ- দেশের চাপ সৃস্টিকারী গোষ্ঠীগুলোর উগ্রপন্থা অবলম্বন, পাক সেনাদের যুদ্ধনীতির সীমানা অতিক্রম না করার মনোভাব অার সরকারের সাথে সেনাবাহীনীর সব বিষয়ে একমত হতে না পারার বিষয়ে পাকিরা ট্রিপল ক্রাইসিস সাফার করছে।

উপসংহার: উম্মাদনা নয় লিগ্যািলিটি।


www.ajkerpressbd.com

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৪০

রায়হানুল এফ রাজ বলেছেন: কিছুই হবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.