নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, কবি, সাহিত্যিক, অাই.সি.টি গবেষক, প্রাবন্ধিক, ব্লগার ও সাংবাদিক।

মোঃ ইমরান হোসেন (ইমু)

অামরা সাজাব নতূনকর্মসংস্থান, অামরা রাখিব দেশের মান; এক নতুন অামি নব উম্মাদনায়, এক নব দেশ হোক অামাদের পদচারনায়

মোঃ ইমরান হোসেন (ইমু) › বিস্তারিত পোস্টঃ

একুশ নিয়ে অাঁকা একটি জলরঙের কবিতা

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০১


এবার হৃদয়ের ক্যানভাসে
একেঁছি এক ছবি জলরঙে-
একটি দেশের, একটি দিনের
উজ্জিবীত করে রাখতে-
রাজপথ রক্তে রাঙানো সেই ক্ষণটি
আমাদের পরবর্তী প্রজন্মের মাঝে,
এবার রেখে যাব সেই ছবি
সেই জলরঙে আঁকা ছবিটি-
কবিতা ও গানে, হৃদয়ের সুরে
২১ তুমি ম্লান হবে না কোনদিনও জানি
কবি, কবিতা আর বইয়ের পাতায়
প্রজন্ম থেকে প্রজন্মের কাছে
চির ভাস্কর হয়ে থাকবে
অামার জলরঙে আঁকা সেই ছবি,
মা, মাটি আর মানুষের জন্য
রক্তে রাঙানো সেই ক্ষণ
এই ফাগুনের কবিতার দেশের।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০০

মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: :)
ভাষা শহীদের নিয়ে আমার করা ভিডিও দেখুন... একুশে ফেব্রুয়ারী ১৯৫২ । ভাষা শহীদ - সালাম । রফিক । বরকত । জব্বার । শফিউর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.