নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, কবি, সাহিত্যিক, অাই.সি.টি গবেষক, প্রাবন্ধিক, ব্লগার ও সাংবাদিক।

মোঃ ইমরান হোসেন (ইমু)

অামরা সাজাব নতূনকর্মসংস্থান, অামরা রাখিব দেশের মান; এক নতুন অামি নব উম্মাদনায়, এক নব দেশ হোক অামাদের পদচারনায়

মোঃ ইমরান হোসেন (ইমু) › বিস্তারিত পোস্টঃ

অনূদিত কবিতা: ভালবাসার দর্শন

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫২

অনূদিত কবিতা: ভালবাসার দর্শন (Love’s Philosophy)
মুল কবি: পার্শি বিসি শেলী (Percy Bysshe Shelley)
ভাষান্তর (ইংরেজী হতে বাংলায়): মো. ইমরান হোসেন (Md. Imran Hossain)




ঝর্ণাধারা মিলেমিশে একাকার নদীর সাথে
নদী গিয়ে মিশে যায় সমুদ্রের বিশালতায়
চিরকালই স্বর্গীয় বাতাস দোল দিয়ে শিহরন জাগায়-
(প্রেমিক মনে) এক মিষ্টি মধুর আবেগের তাড়নায়
এই পার্থিব জগতে কেউ একাকী পথের পথিক নয়; কারণ
স্বর্গ হতে নেমে এসেছে যুগলবন্ধি হয়ে
স্বর্গীয় সেই শিহরণের টান আর সুরের মূর্চ্ছনায়-
অনুভবে তব কেন মম ছুঁয়ে একাকার হবনা?


দেখ বাহুডোরে কিভাবে এঁকেছে চুম্বন ঐ পর্বত-আকাশ
আন্দোলিত তরঙ্গেরা আলিঙ্গনে-আলিঙ্গনে উচ্ছাসিত তরঙ্গমালা
কোমল হৃদয়বান কোন বোন ক্ষমা না করে পারে না তার ভাই ফুলটিকে
ধরনীসম অন্যায় করেও যদি মিনতি করে তাকে করজোরে
যেমন এই সৌরশক্তি আলতো আদরে আলিঙ্গন করে রেখেছে এই জগতটাকে
দেখ! চাঁদের চুমু কেমন জোসনা বিলায় মহাসমুদ্রের বুকে


(তবে) এই মধুময় এইসব ফুলশয্যা কি মধুহীন নয়?
যদি আলিঙ্গনে-আলিঙ্গনে আন্দোলিত না কর এ (ব্যাকুল) হৃদয়কে।
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০০

বিজন রয় বলেছেন: প্রেমের অসম্ভব সুন্দর কবিতা।

অনুবাদ করে আমাদের পড়ানোর জন্য আপনাকে ধন্যবাদ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

মোঃ ইমরান হোসেন (ইমু) বলেছেন: বলেছেন: ধন্যবাদ প্রিয় বন্ধু
অাপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ভালো থাকুন এবং সঙ্গে থাকুন।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

নাগরিক কবি বলেছেন: Nothing in the world is single;
All things by a law divine
In another's being mingle--
Why not I with thine?


why????

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

মোঃ ইমরান হোসেন (ইমু) বলেছেন: ধন্যবাদ প্রিয় বন্ধু
অাপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ভালো থাকুন এবং সঙ্গে থাকুন।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

শোভনের শোভন বলেছেন: বাহ বাহ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.