নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, কবি, সাহিত্যিক, অাই.সি.টি গবেষক, প্রাবন্ধিক, ব্লগার ও সাংবাদিক।

মোঃ ইমরান হোসেন (ইমু)

অামরা সাজাব নতূনকর্মসংস্থান, অামরা রাখিব দেশের মান; এক নতুন অামি নব উম্মাদনায়, এক নব দেশ হোক অামাদের পদচারনায়

মোঃ ইমরান হোসেন (ইমু) › বিস্তারিত পোস্টঃ

একটি কবিতা সন্ধ্যার আমন্ত্রনে

১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫২



আপনাদের সবার জন্য এক উদার অামন্ত্রন
হ্যাঁ, আপনারা যারা তারুণ্যের কবি,
বাঁধ ভাঙ্গা উষ্ঞ উচ্ছাস নিয়ে কবিতা গাঁথেন
কবিতায় কবিতায় পুষ্ঠ করেন বাংলার সাহিত্য কানন
যারা যৌবনে নিয়েছেন রাজটীকা, তারপর....
তারুণ্যোদীপ্ত হয়ে কবিতার উতসব করেন
মা, মাটি আর মানুষকে নিয়ে কবিতা গাঁথেন
প্রেম, বিরহ আর স্বান্তনার কবিতায়
ভক্তি আর নিবেদন করেন প্রিয় মানুষদের
তারপর কবিতায় রোমাঞ্চ মেখে জলরংয়ের ছবি এঁকে
কবিতাপ্রেমীদের আনন্দ বা বিনোদন যোগান-
সেইসব কবিদের জন্য এই আমন্ত্রন।
কিছু কবিতার ছন্দ জোগার আছে আমার বাংলোতে
আপনারা আসুন, বসুন তারপর...........
একটু বিশ্রাম নিয়ে কবিতা গাঁথুন,
এই খানে বসে আমি কবিতা গাঁথি কফির চুমুকের ছন্দে
কিংবা মনের হরষে দোল খেতে খেতে...
এই খানে বসে, হ্যাঁ আমার এই বাংলোতে বসে।
আজ সণ্ধ্যার এই আড্ডায়, এই কবিতা সন্ধ্যায়
আপনাদের সবার আমন্ত্রন, শুধু এক হয়ে কবিতা লেখার
আপনাদের সবার জন্য আমার এই উদার আমন্ত্রণ।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৮

মানবী বলেছেন: সত্যিই আমন্ত্রণ পত্র না আমন্ত্রণ পত্রের ঢঙ্গে লেখা কবিতা বুঝতে পারছিনা!
:-)

ধন্যবাদ মোঃ ইমরান হোসেন(ইমু)

২| ১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০১

বিজন রয় বলেছেন: কবিতায় নিমন্ত্রণ!

মা-মাটি থেকে তারুণ্য।
বেশ লিখেছেন।

তবে বানানের দিকে খেয়াল রাখুন, হয়তো টাইপো!

৩| ১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৬

অতঃপর হৃদয় বলেছেন: টানা পড়ে গেলাম বুঝলাম না।

৪| ১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩১

ধ্রুবক আলো বলেছেন: আমন্ত্রণের জন্য ধন্যবাদ।

৫| ১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমন্ত্রণ গ্রহণ করলাম, কিন্তু উপস্থিত থাকা সম্ভব হবে না।

খুব সুন্দর কবিতা লিখেছেন, মুগ্ধতা।

শুভকামনা রেখে গেলাম আপনার কবিতা আড্ডায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.