নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইমরানন

কিছু কথা থাকনা গোপন..... https://www.facebook.com/imran.hossain.aamir

ইমরানন › বিস্তারিত পোস্টঃ

মুক্তির সিনেমা- শশাঙ্ক রেডেম্পশন

০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২০

Director: Frank Darabon

Genre : Crime | Drama

জানি মুভিটি বেশির ভাগ সিনেমা প্রেমিক-ই দেখে ফেলেছেন তারপর জাস্ট মনের তৃপ্তি মেটানোর জন্য কিছু কথা লিখলাম…
একজন মানুষকে যদি বিনা দোষে শাস্তি দেয়া হয় তাহলে ব্যাপারটা মেনে নেয়া খুব কঠিন… কিন্তু ব্যাপারটা আরো কঠিন মনে হবে যখন ঐ শাস্তি তার স্বাধিনতাকে কেড়ে নিবে… যখন স্বাধীনতাকে সীমাবদ্ধ করে দেয়া হবে চারদেয়ালের মাঝে…বিছিন্ন করে দেয়া হবে পৃথিবীর সাথে…যেখানে একটু সহানুভূতি দেখানোর মানুষ পাওয়া দুষ্কর… সময় আরো কঠিন হয়ে পড়বে যখন উপোরক্ত বিষয় গুলোর সাথে জীবনে একটি বিশাল সময় অতিবাহিত করার পর… ঐ চারদেয়ালের সাথে মানিয়ে নেয়ার পর… একদিন আপনাকে ছেড়ে দেয়া হবে পৃথিবীর বুকে… তখন আপনি কি করবেন…!!! তখন আপনি নিজেকে কোনো পৃথিবীর মানুষ বলে দাবি করতে পারবেন নাহ… কারণ ৪০/৫০ বছর আগে আপনি পৃথিবীকে যে পরিস্থিতিতে দেখে এসেছেন সেই পৃথিবী আর আগের মতো নেই… কিন্তু আপনি…!!!! আপনি আগের মতো-ই আছেন… তখন শুধু একটি জিনিসের অপেক্ষায় থাকবেন আপনি… আর তা হলো “মৃত্যু”… কিন্তু এখানেও ভাগ্য আপনার সাথে নতুন খেলা খেলবে… তখন মৃত্যুও আপনার কাছে আসবে নাহ…
কিন্তু আপনি ঐ চারদেয়ালের মধ্যে প্রবেশ করার পর যখন এর পৈশাচিকতা সম্পর্কে জানতে পারবেন তখন আপনি মরিয়া হয়ে উঠবেন মুক্ত হওয়ার জন্য…
এই রকম-ই প্লট নিয়ে পরিচালক Frank Darabont নির্মাণ করেছেন “The Shawshank Redemption” … এক নিঃশ্বাসে বলবো “অসাধারণ” মেকিং… তার সাথে চিত্রায়ন আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারিশমা… আর মুভিটি সব’চে প্রশংসনীয় দিক হচ্ছে ওস্তাদ মরগান ফ্রিম্যানের অনবদ্য+জাদুকরী অভিনয়… আর সব’চে মজার ব্যাপার হলো টম রবিন্স মুভির নায়ক হলেও মরগান ফ্রিম্যান এই মুভি লিড রোলের জন্য অস্কারের নমিনেশন পান… রবিন্সও খুব ভালো অভিনয় করেছেন…
মুভিটির ডায়ালগ ছিলোও “superb”…
আমার প্রিয় কিছু ডায়ালগ…
# Get busy living, or get busy dying
# Andy: What about you? What are you in here for?
Red: Murder, same as you.
Andy : Innocent?
Red: [shakes his head] Only guilty man in Shawshank.
# hope is a good thing. maybe the best of good things. and no good thing ever dies…
মুভিটি এখন আইএমডিবি তে সেরা ২৫০টি মুভির মধ্যে এক নাম্বারে অবস্থান করছে…
আরো একটি মজার তথ্য শেয়ার করি, শেষে যখন এন্ডি পাইপ দিয়ে বের হয় তখন যে কালো, বিশ্রি টাইপ কিছু একটা আমরা দেখেসি ঐটা আসলে গলিত চকলেট… যার ঘ্রাণ এখন শশাঙ্কের সেটে গেলে পাওয়া যায়…

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ৮:১৪

নয়ন বিন বাহার বলেছেন: দেখেছি। অসাধারন একটা ছবি।
hope is a good thing. maybe the best of good things. and no good thing ever dies…
ভাল থাকবেন......

২| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ৮:৩০

দূরের পথযাত্রী বলেছেন: অ্যান্ডির সোল স্পিরিটটাই অন্যরকম।এতো বছর ধরে ধীরস্থির ভাবে পরিকল্পনা করে এগুনো সবার পক্ষে তো সম্ভব না।জেলের ভিতর আস্তে আস্তে নিজের অনুকূল নতুন এক ধরেনের আবহাওয়া সৃষ্টি করা,লাইব্রেরিতে বই আনার জন্য বিরতিহীনভাবে চিঠি লিখে যাওয়া-এসব ব্যাপার থেকেই বুঝা যায় কতোটা অধ্যবসায়ী সে।ওর এই স্পিরিট আমার ভিতর থাকলে আমি দুনিয়া জয় করতে পারতাম।আমার ফেভারিট একটা সিন।অ্যান্ডির মুখে এক অদ্ভুত রহস্যময় হাসি।


স্টিফেন হকিং এর কথা বললেন না কিন্তু।কাহিনিকার হিসেবে তাঁরও অবদান আছে।
আর মুভির কয়েদিদের মত আমিও এই দৃশ্য বারবার দেখছিলাম তখন।

০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:৪১

ইমরানন বলেছেন: আসলে এন্ডির অধ্যবসায়ী মনোভাব আমাদের মাঝে থাকলে অনেক কিছু করা পসিবল , আর স্টিফেন হকিং-এর কথা মনে ছিলো না

৩| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:৩৫

নতুন বলেছেন: আমি মাঝে মাঝে দেখি।
কয়েকটি ছবি আমার পিসিতে বারবার দেখার জন্য রেখেছি এটা তার মধ্যে একটা।

০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:৪২

ইমরানন বলেছেন: কিছু সিনেমা আছে যা একবার দেখে মন ভরে না

৪| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:৩৯

সাদী ফেরদৌস বলেছেন: অসাধারণ একটা মুভি , এই মুভির পরিচালক ফ্রাঙ্ক দাঁরাবন্ত এটার মতো সেই জেলের কাহিনি নিয়েই বানিয়েছন তার আরেকটা মাস্টারপিস মুভি " দ্যা গ্রীন মাইল"

০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:৪৪

ইমরানন বলেছেন: হুম, উনার "দ্য গ্রীন মাইল" সিনেমাও খুব ভালো লেগেছে, জেল পলায়ন তিনি আরো দুটো সিনেমা খুব ভালো লেগেছে, প্যাপিলন আর দ্য গ্রেট স্কেপ ।

৫| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩১

মোহাম্মদ জামিল বলেছেন: আমি দেখেছি, এটা আমার দেখা মুভির তালিকায় শীর্ষে আছে...আমি ২০০৫ থেকে এই মুভি টা আমার কাছে রেখে দিয়েছি।

০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:২৪

ইমরানন বলেছেন: এই সিনেমা একবার দেখে মন ভরবে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.