নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইমরানন

কিছু কথা থাকনা গোপন..... https://www.facebook.com/imran.hossain.aamir

ইমরানন › বিস্তারিত পোস্টঃ

No Smoking- বলিউডের সেরা সাইকোলজিক্যাল সিনেমা

০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৪৭




সিনেমার কাহিনী আবর্তিত হয় "K"(জন আব্রাহাম) নামে মোর দ্যান আ চেইন স্মোকারকে নিয়ে, "K" ব্যক্তি জীবনে মোটামুটি সুখি একজন মানুষ, স্ত্রী(আয়শা টাকিয়া)কে নিয়ে ভালো মত-ই কাটছিলো তাদের দাম্পত্য জীবন কিন্তু অতিরিক্ত ধুমপানের নেশা-ই তার কাল হয়ে দাঁড়ায়, তার স্ত্রী সিদ্ধান্ত নেয় যদি সে স্মোকিং না ছাড়ে তাহলে সে তাকে ছেড়ে চলে যাবে... তাই আর কোনো কিনারা করতে না পেরে "K" সিদ্ধান্ত নেয় স্মোকিং ছেড়ে দিবে, এর আগে তার এক ঘনিষ্ঠ বন্ধু তাকে একটি ঠিকানা দেয় এবং এয়ো বলে যে এই ঠিকানায় যে ব্যক্তি "জাস্ট ভিজিট" করেছে সে আর কোনোদিন কোনো রকম বাজে নেশা করেনি...!!!!! এরপর "K" তার বন্ধুর দেয়া ঠিকানা অনুযায়ী সেই জায়গায় যায়... ঐ ঠিকানায় যাওয়ার পর থেকে-ই ঘটতে থাকে একের পর এক বিপত্তি...!!!!!!!
Stephen King এর উপন্যাস Quitters, Inc. (1978) অবলম্বনে নির্মিত এই সাইকোলজিক্যাল থ্রিলার মুভিটি রিলিজের পর তেমন সাড়া পায়নি কিন্তু সিনেমা বোদ্ধাদের ব্যাপক প্রশংসা পায়... বলিউডে অনেক সাইকোলজিক্যাল থ্রিলার মুভি আছে কিন্তু এই মুভির মতো কমপ্লিকেটেড কাহিনী নিয়ে নির্মিত মুভির সংখ্যা খুব-ই কম... এবং আমার দৃষ্টিকোণ থেকে যদি বলি তাহলে বলবো আমার দেখার সেরা সাইকোলজিক্যাল মুভি(বলিউডে)...
অনুরাগ কাশ্যাপ মূলত ডায়ালগের জন্য খুব বিখ্যাত কিন্তু তার পরিচালিত কিছু মুভি বলিউডে আজীবন "মাস্টারপিস" হয়ে থাকবে... অসাধারণ একজন রাইটার & ডিরেক্টর... এবং এই মুভিতেও তিনি তার প্রতিভা বজায় রেখেছেন...
একটু ব্যতিক্রম ভাবে পরিচালনায় তিনি বেশি অভ্যস্ত... এবং এই ব্যতিক্রম-ধর্মীতা তিনি এই মুভিতেও দেখিয়েছেন.. স্টোরি লেখার ক্ষেত্রেও পিছিয়ে নেই তিনি... বেশ গোছালো ভাবে তিনি এই মুভির স্টোরি দাড় করিয়েছেন...
যেদিকটি পুরো মুভিকে অন্য লেভেলে নিয়ে গেছে তা হলো "স্ক্রিনপ্লে"... কতোটা নিখুত এবং যত্মের সাথে মুভির স্ক্রিনপ্লে লেখা হয়েছে তা মুভিটি না দেখলে বোঝা সম্ভব না... সিনেমেট্রোগ্রাফি এক কথায় excellent, কাহিনি ডেভোলপিং-এর সাথে দৃশ্যায়নগুলো পারফেক্ট ভাবে দৃশ্যায়িত হয়েছে যা মুভিকে আরো বেশি দৃষ্টিনন্দন করেছে... সিম্পল কিছু ভিজুয়াল ইফেক্ট প্লটের সাথে ব্যাপক মানিয়েছে... ....সেট ডিজাইনারও তার বেস্ট কাজ দেয়ার চেষ্টা করেছেন, কাহিনী অনুযায়ী সেট ডিজাইন চমৎকার হয়েছে...
মুভির ডায়ালগ গুলো ছিলো খুব-ই সুন্দর এবং বেশ মিনিংফুল... অযথা কোন ডায়ালগের সন্ধান পাইনি... প্রতিটি ডায়ালগ সিকুয়েন্সের সাথে যুতসই...
পারেশ রাওয়াল আর জন আব্রাহাম ২জন আমার প্রিয় অভিনেতা... জনের চরিত্রে প্রথমে শাহরুখ খানকে নেয়ার কথা ছিলো কিন্তু পারসোনাল কিছু কারণে শাহরুখ খান চরিত্রটি ফিরিয়ে দেন, এরপর, অনুরাগ কাশ্যাপ আরো অনেক অভিনেতাকে SMS মাধ্যমে অফার করেন, এবং অবশেষে জন আব্রাহাম কাজটি করার জন্য আগ্রহ প্রকাশ করেন... ফলাফল স্বরূপ, ব্যাপক দক্ষতার সহিত তার চরিত্রটি ফুটিয়ে তোলেন... জন আব্রাহাম তার চরিত্রকে ভালো ভাবে ফুটিয়ে তোলার জন্য প্রতিদিন নব্বই-টির মত সিগারেট পান করতেন , ফলে তার ফুসফুসে সমস্যা দেখা দেয়... এবং অন্যদিকে আছেন ৩বার Filmfare Awards জয়ী "অভিনেতা" পারেশ রাওয়াল , "বাবা বাঙ্গালীর" চরিত্র ব্যাপক অভিনয় করেছেন, পারেশ রাওয়াল এমন একজন অভিনেতার নাম যাকে যে চরিত্র-ই দেয়া হোক না কেনো ঐ চরিত্র-তেই ১০০/১০০ মনে হয়... অন্যরাও ভালো করেছেন...
মুভির মেকিং আর স্টোরিলাইন দেখলে হলিউড হলিউড একটা ফিল আসবে, Inception মুভির সাথে কোনো মুভির তুলনা হয় না কিন্তু মুভিটা দেখে কেন জানি Inception মুভির কথা মনে পড়ে গেলো , ভয় পাওয়ার কিছু নাই Inception-এর সাথে এই মুভির কোনো মিল নাই... ঠান্ডা মাথা থ্রিলার মুভি কিন্তু শেষে আপনার মাথা গরম করে দিবে...
যারা থ্রিলার টাইপের মুভি পছন্দ করেন তাদের জন্য মাস্ট ওয়াচ একটি মুভি এবং যারা থ্রিলার টাইপ তেমন একটা দেখেন না তাদের জন্যও মাস্ট ওয়াচ একটি মুভি...

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৬

সাইলেন্স বলেছেন: চমৎকার রিভিউ। পড়া মাত্রই ডাউনলোড করতে দিলাম ।

অনেক ধন্যবাদ।

১১ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

ইমরানন বলেছেন: ধন্যবাদ আপনাকেও, দেখার পর জানায়েন কেমন উপভোগ করলেন

২| ০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:১০

হাসান রাজু বলেছেন: দেখেছি । বলিউডে এই সিনেমা ! বিশ্বাস হয় না । মজা পাইছি । আঙুল কাঁটার রহস্যটা অসাধারন ছিল । সিনেমা শেষে গল্প কি ছিল সেটা আরাক পাজল । সব শেষে আপনার রিভিউ অসাধারন । ধন্যবাদ ।

১১ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

ইমরানন বলেছেন: ধন্যবাদ । অনুরাগের সিনেমায় নতুনত্ব থাকবে-ই ।

৩| ১০ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
রিভিউ চমৎকার হইছে।+++

১১ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

ইমরানন বলেছেন: ধন্যবাদ

৪| ১০ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৮

হাসান মাহবুব বলেছেন: অনুরাগ কাশ্যপের বিশাল ভক্ত আমি। তার সব ছবি দেখে ফেলার প্ল্যান করছি।

১১ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

ইমরানন বলেছেন: আমার সব'চে প্রিয় ফিল্মমেকারদের একজন "অনুরাগ কাশ্যাপ" । বম্বে ভেটভেট বাদে উনার সবগুলো সিনেমা-ই অসাধারণ । উনার "গ্যাংস অফ ওয়াসিপুর" বলিউডের সর্বকালের সেরা সিনেমা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.