নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছন্নছাড়ার আবোল-তাবোল

ইমরান নিলয়

পকেটে কিছু খুচরো স্বপ্ন নিয়ে নিজেকে জানার চেষ্টায় আছি। মাঝে মাঝে শব্দ দিয়ে দাগাদাগি করি। অসামাজিক।

ইমরান নিলয় › বিস্তারিত পোস্টঃ

(বাতিলপদ্য) এভাবেই

১৪ ই জুন, ২০১৬ রাত ২:২৭

তাই বলে এভাবে দেখা হয়ে যাবে?
এই সমুদ্রের মতো স্টেশনে,
যখন পোয়াতি সন্ধার আলো প্রদীপের মতো ধুঁকছে।
জেগে ওঠা অন্ধকার আর
বিদায় নিতে আসা মানুষের অস্থিরতা
আমাদের ঘিরে তওয়াফের ভঙ্গিতে পাক খায়।

এতদিন পর মুখোমুখি,
তবু তোমার অচঞ্চল চোখ মুহূর্তের ভগ্নাংশ সময়ে জেনে নেয় সমস্ত ব্যক্তিগত পাপ।
সেই দৃষ্টিতে চাবুক ছিলো না
অথচ বুকের ভেতর একটা প্রচন্ড পাপমুক্তির উল্লাস জাগে।

আমাদের মাঝে প্রচলিত কথা হয় না কোনো,
শুধু নাকের সামনে তোমার উত্থিত গরম নিঃশ্বাস ফিসফিস করে বলে-
'এই এখন ভালো আছি'
বলার মতো কিছু থাকে না বলেই হয়তো-
যুগল ঠোঁটে জেগে ওঠা ঢেউয়ের উপর হাল ধরে চুপচাপ ভেসে থাকি।

তারপরই ব্ল্যাকআউট।

আর হঠাৎ হতাশায় চিৎকার করতে গিয়ে খেয়াল হয়
এইতো সেই স্টেশন- সবই আছে আগের মতো
ডুবে আছে অন্ধকারে হাঁটু পর্যন্ত।
সেখানে এখনো শরীরের ভীড়;
শুধু একজোড়া চোখ আর স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনটিই কেবল নেই।
আস্ত একটা ভোঁতা শব্দ দিগন্তে ডিগবাজী চুষে চুষে মিলিয়ে যেতে থাকে
বেরসিক ঘুম ভেঙ্গে গেছে।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৬ সকাল ৯:৩১

হাসান মাহবুব বলেছেন: দারুণ লাগলো।

১৮ ই জুন, ২০১৬ রাত ১১:৩২

ইমরান নিলয় বলেছেন: ধন্যবাদ প্রিয় হামা ভাই।

২| ১৮ ই জুন, ২০১৬ দুপুর ১:৫৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: এটা ভাল ছিল। দ্বিতীয় প্লাস।

১৮ ই জুন, ২০১৬ রাত ১১:৩৬

ইমরান নিলয় বলেছেন: দুইজন কমেন্ট করলো। দুইজন প্লাস দিলো। তবে দুইটারই ভার আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.