নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছন্নছাড়ার আবোল-তাবোল

ইমরান নিলয়

পকেটে কিছু খুচরো স্বপ্ন নিয়ে নিজেকে জানার চেষ্টায় আছি। মাঝে মাঝে শব্দ দিয়ে দাগাদাগি করি। অসামাজিক।

ইমরান নিলয় › বিস্তারিত পোস্টঃ

খবরটবর: \'৫ সন্তানের হত্যাকারী বাবার প্রাণ ভিক্ষা চাইলেন মা\'

২১ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩৬

নিজের ৫ সন্তানকে খুন করেছে। তবুও আদালতের কাছে স্বামীর প্রাণ ভিক্ষা চাইলেন মা।

অ্যাম্বার কায়সার সাউথ ক্যারোলিনার আদালতে বলেন, আমার স্বামী আমার বাচ্চাদের কোন দয়া দেখায়নি, অথচ তারা তাকে ভালোবাসতো।

গত মে মাসে তার স্বামী মিলন ফোর্ড (৩৭) ৫ সন্তানকে খুনের দায়ে দোষী সাব্যস্ত হন। ২০১৮ সালের ২৮ আগস্ট মিলন ফোর্ড লেক্সিংটন এ নিজের বাড়িতে ১ থেকে ৮ বছর বয়সী পাঁচ সন্তানকে হত্যা করেন।

মিলন ফোর্ডকে ফাঁসি দেয়া হবে নাকি যাবজ্জীবন তা নিয়ে আদালত শুনানি পরিচালনা করছে।

'আমি শুনেছি আমার বাচ্চারা কিসের ভেতর দিয়ে গেছে এবং তারা কতটুকু কষ্ট সহ্য করেছে।' বলতে গিয়ে অ্যাম্বার কায়সার আদালতে কান্নায় ভেঙে পড়েন।

'একজন মা হিসেবে আমি যদি পারতাম তবে তার মুখ টেনে ছিঁড়ে ফেলতাম।'

মিসেস কায়সার আদালতে বলেন, তিনি সারাজীবন মৃত্যুদণ্ডের বিপক্ষে বলেছেন।

তিনি আরো বলেন, প্রচলিত বিচারব্যবস্থা হয়তো মিলন ফোর্ডকে ফাঁসির আদেশ দেবে কিন্তু তিনি তার প্রাক্তন স্বামীর মৃত্যুদণ্ডের পক্ষে নন।

'সে আমার সন্তানদের কোনভাবেই ক্ষমা প্রদর্শন করেনি। কিন্তু বাচ্চারা তাকে ভালোবাসতো। বাচ্চাদের হয়ে যদি কথা বলি আমার শুধু এটাই বলার আছে।'

মিসেস কায়সার এটাও যোগ করেন, আদালত যে সিদ্ধান্ত দেবে সেটাই তিনি মেনে নেবেন।

২০০৪ সালে শিকাগো এলাকায় শিশুদের একটি পার্কে তাদের দেখা হয় যেখানে তারা দুজনই চাকরি করতেন। এর ছয় সপ্তাহ পরে তারা বিয়ে করেন।

মিসেস কায়সার মে মাসে আদালতে সাক্ষ্য দেন যে, তাদের বিয়ে একটা বিপর্যয়ে রূপ নেয় যখন তার স্বামী ধর্মীয় ভাবে গোড়া হয়ে ওঠে আর এটা বলতে থাকে যে মেয়েদের পর্দা করা উচিত যেন তাদের অন্য কেউ দেখতে বা শুনতে না পারে।

১৩ বছর পরে যখন তারা ডিভোর্স নেয় তখন মিসেস কায়সার ছেলেমেয়েদেরকে স্বামীর কাস্টডিতে দেয়- যেহেতু তার বছরে ৮০ হাজার ডলারের ইন্টেল কম্পিউটার ইঞ্জিনিয়ার এর একটি চাকরি ও গাড়ি ছিলো।

প্রতি শনিবার তিনি তার সন্তানদের সাথে একটি স্থানীয় রেস্টুরেন্টে দেখা করতেন।

কোর্টের শুনানিতে বলা হয়, যেদিন ফোর্ড বাচ্চাদের খুন করে সেদিন ৬ বছর বয়সী নাথান প্লাগ ও সকেট নিয়ে তাদের বাড়িতে খেলছিল।

মিলন শিশুটিকে খুন করে তারপর বাকি চার সন্তান এলানি (১), গ্যাব্রিয়েল (২), ইলিয়াস (৭) ও মিরা (৮) কে গলায় দড়ি পেঁচিয়ে হত্যা করে।

শুনানিতে বলা হয়, মিলন ফোর্ড মৃতদেহ গুলোকে প্লাস্টিক দিয়ে ঢেকে গাড়ির পেছনে রেখে প্রায় ৯ দিন ধরে গাড়ি চালায় ও আলাবামার কাছের গ্রামে দেহাবশেষ গুলো রেখে পালিয়ে যায়।

তাকে মিসিসিপির একটা ট্রাফিক স্টপ থেকে গ্রেপ্তার করা হয় যখন একজন পুলিশ অফিসার তার গাড়ি থেকে আসা মৃতদেহের গন্ধ পায়।

মিলন ফোর্ডের আইনজীবী তাকে পাগল দাবি করে তার দণ্ড মওকুফের আবেদন করেন।

তার আইনজীবী বলেন যে সে সিজোফ্রেনিয়া নামক মানসিক রোগে আক্রান্ত যেটা কিনা তার মায়েরও ছিল।

তারা বলেন, মিলন হঠাৎ করে ভেঙে পড়েন যখন তার স্ত্রী প্রতিবেশী এক টিনএজার ছেলের সাথে তাকে রেখে চলে গিয়েছিলো।


// অনেক খবর আছে যেগুলো শুধু খবর না। সেগুলার প্রতি একটা ব্যক্তিগত আগ্রহবোধ থেকে তাদেররে ফিকশনাইজ করার একটা চেষ্টা এই জনরা। অনেকটা 'মকুমেন্টারি'র মতো 'মকুনিউজ'। যদিও এই নিউজটাতে তেমন বেশি ফিকশনাইজ করার দরকারই পড়ে নাই।

US mum seeks mercy for dad who killed five children

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২৬

সোনাগাজী বলেছেন:


এতগুলো বাচ্চা রেখে পালিয়ে যাওয়াটা একটি বড় সমস্যার সৃষ্টি করেছে।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:০৫

রিফাত হোসেন বলেছেন: সোনাগাজী বলেছেন:


এতগুলো বাচ্চা রেখে পালিয়ে যাওয়াটা একটি বড় সমস্যার সৃষ্টি করেছে

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:২৩

আল আমিন হাসান সাদেক বলেছেন: মালদ্বীপ । পর্যটকদের স্বর্গরাজ্য । দুরবীন বাংলা । Maldives । DURBEEN BANGLA

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: এরকম নিউজ আমাকে বড় কষ্ট দেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.