নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

জাতীয় পরিচয় পত্র সংশোধন নিয়ে এ কি বললেন নাহল তরকারি, পড়লে চরম মিস।

০৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৩২

এই ব্লগ এর পূর্বসূরী। এটা না পড়লে বর্তমান ব্লগ বুঝবেন না।

বর্তমানে জাতীয় পরিচয় পত্র একজন নাগরিকের জন্য গুরুত্বপূর্ন দলিল। এই জাতীয় পরিচয় পত্র সিস্টেম চালুন করেন ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবাধায়ক সরকার।

এখন, আমার নানা এসএসসি পাশ করেছে ১৯৬৯ সালে। আর আমার মামা এসএসসি পাশ করেছে মনে করেন ১৯৮৮ সালে। সে সময় তো জাতীয় পরিচয় পত্র ছিলো না। এখন আমার মামা যদি তখন বুদ্ধি করে আমার নানার এসএসসি সার্টিফিকেটে যেভাবে তার নাম লিখেছেন, আমার মামাও যদি পিতার নাম সেভাবে লিখতেন তাহলে আজ আমার মামার জাতীয় পরিচয় পত্রে ভুল হতো না। আমি বলতে চাচ্ছি কিছু ক্ষেত্রে আমাদের সচেতনতার অভাব আছে।

যেভাবে জাতীয় পরিচয় পত্রে ভুল এরানো যায়ঃ
০১। বাপ মা তাদের নাম জাতীয় পরিচয় পত্রে লিখেছেন, সেভাবেই আমার জাতীয় লিখতে হবে। অনেকে বলবেন “আমার জাতীয় পরিচয় পত্র ও এসএসসি সার্টিফিকেটে আমার আম্মুর নাম খাদিজা আক্তার। আর আমার আম্মার ন্যাশনাল আইডি কার্ডে খাদিজা খাতুন। আমার তো সব ঠিক আছে। আমি কেন ঠিক করবো?”

আপনি যেহেতু এসএসসি রেজিস্ট্রেশন এর সময় আপনার বাপ মা এর জাতীয় পরিচয় পত্র দেখে বাপ মা এর নাম যেহেতু ফিলাপ করেন নাই। তাই ভুল করেছেন। এই ভুলের মাশুল তো দিতেই হবে। এখন বাপ মা এর ন্যাশনাল আইডি কার্ডে বাপ মা এর নাম যেভাবে লিখা আছে, সেবাবে এসএসসি সার্টিফিকেট, ও নিজের এনআইডি কার্ডেও লিখতে হবে।

০২। আর যার যার ভোটার নিবন্ধন সে সে পূরন করবে।

০৩। বাপ মা এর নাম ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে লিখা আছে, হুবাহু সব ফরমে একই ভাবে লিখতে হবে।

০৪। সচেতনতা বাড়াতে হবে।

০৫। জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন ও পাসপোর্ট সব কিছুর ফরম এখন অনলাইন বেইস। এখাসে সব কিছু সাবধানে লিখবেন।
০৬। আপনার প্রতিবেশীর তথ্য কেই চাইলে আপনি তাকে দিবেন না। তথ্য সংগ্রহকারীকে বলবেন “আমি তার ইনফরমেশন ভালো ভাবে জানি না। এই নেন মোবাইল নম্বর তার তথ্য তার কাছে চান”

০৭। বিভিন্ন পাবলিক পরীক্ষার রেজিষ্ট্রেশনের সার্ভাবের মানে বিভিন্ন শিক্ষা বোর্ড এর সাথে এনআইডি ও জন্মনিবন্ধন সার্ভারের লিংক থাকতে হবে।

০৮। এখন জন্ম নিবন্ধন নাম্বার বা জাতীয় পরিচয় পত্র নম্বার দিলেই যাতে আমার বেসিক তথ্য অটোমেটিক ফরম ফিলাপ হয়ে যায় সেই সিস্টেম করতে হবে।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমারটায় ৪ টা ভুল ছিল।
অনলাইনে আবেদন করে ৩৪৫ টাকা ফি দিয়ে ৩ টা সংশোধন করতে পেরেছি।
বাকিটা মনে হয় করা কঠিন হবে।

০৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫১

নাহল তরকারি বলেছেন: আপনার পিতা মাতার জাতীয় পরিচয় এ যেভাবে তাদরে নাম লিখেছেন, সেভাবে নাম লিখেছেন তো?

২| ০৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৪১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বেশি ভুল হয়েছে কম্পিউটার অপারেটরের গাফিলতির কারণে।

০৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫১

নাহল তরকারি বলেছেন: আপনার পিতা মাতার জাতীয় পরিচয় এ যেভাবে তাদরে নাম লিখেছেন, সেভাবে নাম লিখেছেন তো?

৩| ০৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫০

নতুন বলেছেন: আমার আবেদনে নাম ঠিকই আছে কিন্তু কার্ডে ভুল করেছে.:(

এখন আমাকেই টাকা দিয়ে সময় নস্ট করে সংশোধন করতে হবে।

০৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫২

নাহল তরকারি বলেছেন: আপনার পিতা মাতার জাতীয় পরিচয় এ যেভাবে তাদরে নাম লিখেছেন, সেভাবে নাম লিখেছেন তো?

৪| ০৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হ্যাঁ সেভাবে লেখা হয়েছিল কিন্তু অপরেটররা রহিমার জায়গাতে মহিমা, মোহাম্মাদের জায়গাতে মোঃ লিখেছে, আব্দুরের জায়গাতে আব্দুল লিখেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.