নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইমরোজ সুমন

আমি একজন নাবিক ।

ইমরোজ সুমন › বিস্তারিত পোস্টঃ

তিন টাকার বাঙালির নয় টাকার ফুটানি !!!!

২৪ শে মে, ২০১৫ সকাল ৮:২৩



এই গরীব দেশে আর কিছু থাকুক বা নাই থাকুক, জাত ভাইদের ফুটানি ভালই আছে ।

যার দুই টাকা আছে সে তিনটাকা খরচ কইরা একটাকা ওয়ালারে বুঝাবে "ব্যাটা তুই আমার লেভেলের না। না কখনও ছিলি ; না কখনও হবি।" ... আর যার একটাকা আছে সে পঞ্চাশ পয়সা ওয়ালারে ......এ দেশে বিত্তবানদের নোংরা বিত্তবৈভবের প্রদর্শনী আসলেই খুব উত্কট ।

আপনার লেটেস্ট মডেলের গাড়ি আছে বুঝলাম, কিন্তু ভাই লেটেস্ট মডেলের রাস্তা কই ??? একটু দূরে গাড়ীটা থামিয়ে বাচ্চাদের ২/ ৩ মিনিটের পথ হাঁটিয়ে স্কুলের ভিতর ঢুকালে কি সমস্যা ?? তাতে যে যানজট টা কমে আর কমে অন্যদের ভোগান্তি । কিন্তু বাস্তবতা হচ্ছে , পারলে আপনি একবারে ক্লাসরুমের ভিতর গাড়ি ঢুকিয়ে বাচ্চা নামাতে পারলে যেন হাফ ছেঁড়ে বাঁচেন। এমন ভাব, এই রাস্তার পদধূলিতে আপনার ওভাল্টিন ডিজুস বাচ্চা নামলেই জীবানুক্রান্ত হবে ।

অভিভাবক দিবসে এক উদ্বিগ্ন মালদার অভিভাবক স্কুল ম্যানেজমেন্টকে অভিযোগ জানালেন, আপনাদের স্কুলের আউটডোর গেমস এত বেশী কেন ?? ম্যানেজমেন্ট একটু অবাক হয়েই বললেন "তাতে অসুবিধা কি ? আউটডোর এক্টিভিটিস তো বাচ্চাদের মানসিক বিকাশকেই ত্বরান্বিত করে । !!
বাবা মা দুজনেই মাথা নাড়িয়ে বললেল " তা না হয় বুঝলাম ; কিন্তু আপনাদের আউটডোরে তো এসি নেই !! "

হুম্ম ম্মম কি বুঝলেন ??? আই থিঙ্ক, দিস ইজ কলড ''আলগা ফুটানি '।

এই গরীব দেশে আপনি ছাপ্পড় ফাইড়া মাল কামাই করছেন, তাই বাচ্চাকে অর্থ বিত্ত আর আরাম আয়েশের কাঁচের জারে বড় করতাছেন । বাংলাদেশে থাইকা তারে ভার্চুয়াল আমেরিকায় রাখছেন !!
ভাল কথা !! কিন্তু ! এই বাচ্চা বড় হয়ে আপনার বৃষ্টির দিনে কি আপনার জন্য ছাতা ধরবে ?? মনে হয় না ??
কেননা আপনি যে তাকে আমিময় জগতে বড় করে দিনে দিনে মানসিক আর নৈতিক ভাবে পঙ্গু করছেন ।

নচিকেতার সুরেই বলি

ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্লাটে যায়না দেখা,
আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম, একমাত্র আমি,
ছেলের আমার, আমার প্রতি, অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই, বৃদ্ধাশ্রম ।।

মন্তব্য ১৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৫ সকাল ১০:০৩

সরদার হারুন বলেছেন: বাস্তবতা আছে । ধন্যবাদ

২৪ শে মে, ২০১৫ বিকাল ৩:১২

ইমরোজ সুমন বলেছেন: এটা আসলেই দুঃখজনক । আপনাকে ধন্যবাদ ।

২| ২৪ শে মে, ২০১৫ সকাল ১০:২৬

আমি মিন্টু বলেছেন: অসাধারণ বাস্তবতা তুলে ধরেছেন ।

৩| ২৪ শে মে, ২০১৫ সকাল ১১:২১

েরজাউল বারী বলেছেন: একটি বাস্তবধর্মী পোস্ট

২৪ শে মে, ২০১৫ বিকাল ৩:১৬

ইমরোজ সুমন বলেছেন: আপনাকে ও ধন্যবাদ ।

২৪ শে মে, ২০১৫ বিকাল ৩:২৫

ইমরোজ সুমন বলেছেন: আমি মিন্টু ...... আপনাকে ধন্যবাদ ।

৪| ২৪ শে মে, ২০১৫ বিকাল ৩:২৩

ইমরোজ সুমন বলেছেন: ভাই মোফিজ দুঃখিত । আমি মন্তব্যের জবাব দিতে গিয়ে আপনার মন্তব্যটি মুছে দিয়েছি । এই ব্লগে নতুন তো তাই আরও শিখতে হবে ।

৫| ২৪ শে মে, ২০১৫ বিকাল ৪:২২

ক্রান্তী সৌরভ বলেছেন: যদের জন্য লিখছেন, তাদের কোনদিন টনক নরবে না। তাই জীবানুমুক্ত ঘরে ঘুমিয়া রইলাম।

২৪ শে মে, ২০১৫ রাত ৮:২৯

ইমরোজ সুমন বলেছেন: না, নাড়া দিতে শুরু করুন । টনক নড়তেও পারে । আপনাকে ধন্যবাদ ।

৬| ২৪ শে মে, ২০১৫ বিকাল ৪:৫৭

সাহসী সন্তান বলেছেন: যদি কোন সন্তান তার মা-বাবাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে রাখার কথা চিন্তা করে তাহলে, এই ধরনের ননির পুতুলরাই থাকবে তাদের মধ্যে প্রথম। ধন্যবাদ সুন্দর একটা পোস্ট দেওয়ার জন্য!!

২৪ শে মে, ২০১৫ রাত ৮:৩০

ইমরোজ সুমন বলেছেন: ঠিক বলেছেন । এদের রাখার সম্ভাবনাই বেশী । আপনাকে ধন্যবাদ

৭| ২৪ শে মে, ২০১৫ বিকাল ৫:১৪

দৃষ্টিসীমানা বলেছেন: উপকারি পোস্ট দেয়ার জন্য অনেক ধন্যবাদ । ভাল থাকুন ।

২৪ শে মে, ২০১৫ রাত ৮:৩০

ইমরোজ সুমন বলেছেন: আপনাকে ও ধন্যবাদ।

৮| ২৪ শে মে, ২০১৫ রাত ১০:২৮

সুলতানা রহমান বলেছেন: ভাল ই লিখেছেন।

২৫ শে মে, ২০১৫ সকাল ৯:৫২

ইমরোজ সুমন বলেছেন: ধন্যবাদ ।

৯| ২৫ শে মে, ২০১৫ রাত ১০:৫৯

আজকের বাকের ভাই বলেছেন: ভালো হয়েছে +++++

১০| ২৫ শে মে, ২০১৫ রাত ১১:৩০

অপু দ্যা গ্রেট বলেছেন: এখন এটাই স্বাভাবিক । আমাদের মত মধ্যবিত্ত পরিবারের সন্তানরা সব জায়গাতেই নিজেদের মানিয়ে নিতে পারি । আর পারিবারিক বন্ধন বলুন আর মা বাবা কি জিনিস সেটাই বলুন আমাদের মধ্যে ছোট বেলা থেকেই গড়ে উঠে ।

আমি মনে করি এই দিক থেকে মধ্যবিত্তরা পুরস্কার পাবার যোগ্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.