নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইমরোজ সুমন

আমি একজন নাবিক ।

ইমরোজ সুমন › বিস্তারিত পোস্টঃ

ট্রাফিক জ্যাম !!

১৭ ই জুন, ২০১৫ বিকাল ৩:৩৮

তোরা যে যা বলিস ভাই, মেইন রাস্তার পাশেই আমার দোকান/ বাড়ি চাই ।

তাই দুই পাশের দোকানের মাইনকা চিপায় পড়ে রাস্তাও সেই রকম চওড়া । দুই গাড়ী পাশাপাশি যেতে হলে কান প্রায় ছুঁইছুঁই । সেই রাস্তায় জ্যাম লাগলে বিপরীত লেন খালি দেখে আপনিও সপাটে ০০৭ টাইপে গাড়ি টান দিলেন ? ভাই এতে কি জ্যাম খুলবে ? নাহ আপনি তাড়াতাড়ি যেতে পারবেন? এইটা বোঝার জন্য কোন গাণিতিক সুত্রের প্রয়োজন নাই । এমনকি মাথায় ঘিলু না থাকলেও চলে । তবু এই কাজটা আমরা বেহায়ার মত করি ।
জানি ! আপনি বলবেন এইগুলি গরু ছাগল চেনা অশিক্ষিত ড্রাইভার রা করে । কিন্তু ভাই ড্রাইভারের পিছনে তো আমি আপনি শিক্ষিত লোক বসে আছি ? কিন্তু আগে যাবার লোভে উট পাখি হয়ে নিশ্চুপ বসে আছি ।

রাস্তার মোড়েই আমার গাড়ীতে উঠতে হবে । এক/দুই মিনিট হেঁটে বাস স্টেশনে যাওয়ার সময় কই ??? তাই মোড়ে বাস /টেম্পু কোনাইচ্যা রেখে যাত্রী তোলার অশুভ প্রতিযোগিতায় সুবিধাটা আমি ই প্রথমে নিচ্ছি ।

উত্তরার হাউস বিল্ডিং এর চার রাস্তার মোড়ে ওভার ব্রিজ নাই বলে কত অভি্যোগের ফেনাই না তুলেছি। অথচ ওভারব্রিজ যখন হল; তখন দুই/ তিন মিনিট হাঁটতে হয় বলে সেই ওভারব্রিজকে টা টা বলে চার মোড়ের রাস্তায় যেমন খুশি তেমন দিকে সুইসাইড মিশনের মত হাঁটা দিচ্ছি । গাড়ির ধাক্কা যে আপনার গায়ে লাগেনা এইটাই আসলে অস্বাভাবিক ।
উত্তরা থেকে মতিঝিল যেতে ৩/৪ ঘন্টা কেন লাগে তার জন্য আপনার অভিযোগ নামা দিস্তার পর দিস্তা ।
কিন্ত ভাই শুধু সরকার/ প্রশাসনের পিণ্ডি চটকালে হবে ? নিজেদের পিণ্ডিও চটকান ।
কারন আমাদের মত উট পাখিদের জন্য ও কিন্তু ৫ মিনিটের জ্যাম ঘণ্টার পর ঘনটায় শেষ হয়না ।

"আমি আর আমরা" ছাড়া শুধু অন্যদের ধোঁয়া তুলসি পাতা হতে হবে ...
এই মনোভাবে দেশ এগোবে না ...সমাজও বদলাবে না ।
Charity (Read Rule) begins at home.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.