নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইমরোজ সুমন

আমি একজন নাবিক ।

ইমরোজ সুমন › বিস্তারিত পোস্টঃ

প্রথম রোজা !!!

২০ শে জুন, ২০১৫ দুপুর ২:১৭

আচ্ছা , প্রথম রোজা রাখাটার কথা কি মনে আছে ???
মধ্যবিত্ত পরিবারে অভিজ্ঞতাটা বোধহয় সবারই কম বেশী একই রকম !! তাই না ??

বড়দের শেষ রাতে সেহরি খাওয়া , সন্ধ্যায় ইফতারী তারপর মসজিদে তারাবীর সুযোগে অনেকক্ষণ বাড়ীর বাইরে থাকা ...অন্য এক রুটিন । আমি তাতে খুব পুলকিত । আর সবার মত আমারও রোজা রাখার খুব শখ । সবাই সেহ্‌রী করছে, শুধু আমরা ছানারা কেন বাদ পড়েছি...এই নিয়ে আমার অভিযোগের অন্ত নাই । কিন্তু মা জননীর বাগড়ায় রোজা রাখা হত না । বলতেন আরও বড় হতে হবে ।

আমি গিয়ে পাড়ার আরবী পড়ার হুজুরকে জিজ্ঞেস করলাম "রোজা রাখতে হলে কত বড় হতে হবে হুজুর ? " হুজুর বলেন যেদিন থেকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারবি , সেদিন থেকেই রোজা শুরু করবি ।

ক্লাস টু তে থাকতে রোজায় নানা বাড়িতে গেলাম । নানাকে ধরলাম রোজা রাখব । নানার সম্মতিতে অবশেষে রোজা রাখার অনুমতি মিলল । জুন মাসের গরমের রোজা । সেহরি খেয়ে দুপর পর্যন্ত ভালই কাটল । কিন্ত বিকাল থেকে আর সময় কাটেনা । পানির পিপাসা সময়ের সাথে বাড়ছে আর বাড়ছে । মামা খালা রা আমার খোঁজ নিচ্ছে । সে এক মহা নাটক ।

কেউ কেউ বলছে ...পানি খেলে রোজা ভাঙে না ;)

আবার কেউ কেউ বলছে... দশ বছরের নীচে হলে বিকালে পানি খাওয়া যায় ;)


আমি পিপাসায় কনফিউজড । তাই নানার কাছে গেলাম । নানা হেসে বলল... কস্ট তো একটু হবেই । সেজন্য কি তীরে এসে তরী ডুবাবি ???
আমি কি বুঝলাম জানি না । তবে পানি আর পান করলাম না ।
৫ মিনিট পর পর ঘড়ির সময় জিজ্ঞেস করতে করতে বাকী সময়টা পার করলাম । ইফতারিতে রূহ আফরোজার শরবত খেয়ে সেদিন যে তৃপ্তি পেয়েছিলাম তা জীবনেও ভোলবার নয় ।

আজ ...আমার মেয়ে প্রথম রোজা রাখল । তার দাদীর অনুরোধে তার মায়ের সম্মতি । বিকালে পানি পিপাসায় সে একটু কাতর । কিন্তু আমার মত কোন নাটক করল না ।
মেয়েদের সহ্যশক্তি আর সংযম টা বোধহয় প্রকৃতিগত ভাবেই ছেলেদের চেয়ে অনেক অনেক বেশী ।
যাই হোক আমি নস্টালজিকতায় আমার মেয়ের প্রথম রোজা রাখাটা উপভোগ করলাম । সময় আসলে কত দ্রুতই না চলে যায় !!!

আল্লাহ মাহে রমজানের এই মাসে সবাইকে সত্যিকার ভাবে সংযম সাধনার তওফিক দান করুন । আমীন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.