নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

।।--শীতের রাত্রিটা শেষে ঝিরিঝিরি বৃষ্টি নেমেছিলো--।।

১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৭







রাতের জন্য একটা হলুদ চাদর কিনেছি ঠিকঠাক

শীতের রাত;

ঘুমায় তোমাদের শহর- গভীর ঘু্‌ম,

দুঃখগুলো কোথায় যেন পালিয়ে গেছে হঠাৎ,

অচেনা এক বাতাস দেখি-

নিশ্চুপে বয়ে এসে,

আমার হলুদ চাদরটা গেলো ছুঁয়ে

আর,

পাতাগুলো ঝরে গেলো,

দীর্ঘশ্বাসের মতো।

একটি পাতা বুকে তুলে নিয়ে

আমি হেঁটেছি, হেঁটেছি তোমাদের শহর,

শীতের রাত;

ঘুমায় ওরা-শান্তির ঘুম,

কেন যেন

রাতের আকাশ তবু জেগে ছিলো,

কেউ জানেনা

শীতের রাত্রিটা শেষে ঝিরি ঝিরি বৃষ্টি নেমেছিলো।

মন্তব্য ৭২ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৬

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর! সুন্দর!!


কেউ জানেনা
শীতের রাত্রিটা শেষে ঝিরি ঝিরি বৃষ্টি নেমেছিলো।


প্রথম ভালো লাগা জানিয়ে গেলাম।

ভালো থাকবেন।

১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৮

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ ৎঁৎঁৎঁ ।

ভালো থাকুন আপনিও।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৩

মাহবু১৫৪ বলেছেন: আমি হেঁটেছি, হেঁটেছি তোমাদের শহর,
শীতের রাত;
ঘুমায় ওরা-শান্তির ঘুম,
কেন যেন
রাতের আকাশ তবু জেগে ছিলো,
কেউ জানেনা
শীতের রাত্রিটা শেষে ঝিরি ঝিরি বৃষ্টি নেমেছিলো।


খুব সুন্দর

২য় ভাল লাগা

+++++

১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪

ইনকগনিটো বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ , ভাই।


ভালো থাকবেন অনেক।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩১

সমানুপাতিক বলেছেন: মুগ্ধ হলাম!

১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫

ইনকগনিটো বলেছেন: ধন্য হলাম!

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১২

সায়েম মুন বলেছেন: ভাললাগা রইলো।

১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, মুন।

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫

জিদনী বলেছেন: রাতের জন্য একটা হলুদ চাদর কিনেছি ঠিকঠাক
শীতের রাত;
ঘুমায় তোমাদের শহর- গভীর ঘু্‌ম,
দুঃখগুলো কোথায় যেন পালিয়ে গেছে হঠাৎ,


অনেক ভালো লাগলো :) :)
মুগ্ধ হলাম!

ভালো থাকুন।

১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, জিদনী।

ভালো থাকবেন।

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪

শায়মা বলেছেন: অনেক ভালো লাগা ভাইয়া!

১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, শায়মা। পাঠের জন্য অনেক ধন্যবাদ। :)

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

কেতকী বলেছেন: জানিনা লেখাটা পড়ে মনটা কেমন খারাপ হয়ে গেল :(

১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮

ইনকগনিটো বলেছেন: ওহ :(

ভালো থাকবেন।

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪

রীতিমত লিয়া বলেছেন: ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর! সুন্দর!!


কেউ জানেনা
শীতের রাত্রিটা শেষে ঝিরি ঝিরি বৃষ্টি নেমেছিলো।

১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১

ইনকগনিটো বলেছেন: রীতিমতো ধন্যবাদ, লিয়া!

ধন্যবাদ, রীতিমত লিয়া!:P

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১

মেহেরুন বলেছেন: খুব ভালো লাগলো +++

১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, মেহেরুন,
ভালো থাকুন।

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২

নস্টালজিক বলেছেন: রাতের জন্য একটা হলুদ চাদর কিনেছি
ঠিকঠাক
শীতের রাত;
ঘুমায় তোমাদের শহর-
গভীর ঘু্‌ম,
দুঃখগুলো কোথায় যেন পালিয়ে গেছে হঠাৎ!




ভালো লাগলো শীতের রাতের পংতিমালা!


শুভেচ্ছা, কগনিটো!

ভালো থাকুন নিরন্তর!

১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩

ইনকগনিটো বলেছেন: নষ্টালজিক ভাই, ধন্যবাদ।

ভালো থাকবেন ভাই।

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২

এবং ব্রুটাস বলেছেন: কবিতায় ভালো লাগা রইল।

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ব্রুটাস।

শুভকামনা।

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪

আরজু পনি বলেছেন:

রাতের আকাশ তবু জেগে ছিলো,
কেউ জানেনা
শীতের রাত্রিটা শেষে ঝিরি ঝিরি বৃষ্টি নেমেছিলো।

বেশ সুন্দর!

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপু।

ভালো থাকবেন আপনি, অনেক অনেক ভালো।

১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

শের শায়রী বলেছেন: হৃদয় ছুয়ে গেল। ভাল থাকবেন।

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ব্লগার।

আপনার পোস্টগুলো আমার বেশ ভালো লাগে। শুভকামনা রইলো।

১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০১

নেক্সাস বলেছেন: বাহ ! খুব সুন্দর

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ নিন, নেক্সাস সাহেব।

ভালো থাকুন প্রতিদিন। :)

১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর কাব্য যেমনি রচনা
ভাষা শৈলী ভাল
শুভকামনা

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, পরিবেশ বন্ধু। :)

শুভকামনা।

১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুন্দর! বেশ লাগলো পড়তে।

কবিকে শুভেচ্ছা।

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১

ইনকগনিটো বলেছেন: আপনাকেও শীতের শুভেচ্ছা কবি।

ভালো থাকবেন।

১৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫

হাসান মাহবুব বলেছেন: সুন্দর। বৃষ্টি দেখতে ইচ্ছা করতেসে। তবে এই শীতে না!

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩

ইনকগনিটো বলেছেন: শীতের বৃষ্টিতে ভিজতে মজা। নামলে খারাপ হইতো না।

ধইন্যা, হামা ভাই।

১৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

তন্ময় ফেরদৌস বলেছেন: ঝিরি ঝিরি বৃষ্টিটা কাপিয়ে দিলো একেবারে ।

সুন্দর।

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ তন্ময় ব্রো। কাল এসেছিলেন নাকি হাসপাতালের দিকে? দেখা হলো না।

ভালো থাকবেন।

১৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

সোমহেপি বলেছেন: পাতা ঝরার ব্যপারটি এখানে খাপ খাচ্ছে না।

সুন্দর কবিতা।

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩০

ইনকগনিটো বলেছেন: কেন? শীতে কি পাতা ঝরে না নাকি?


ধন্যবাদ।

২০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: আগেও পড়েছি আপনার লেখা। সামু 'তে না অবশ্যই, ফেবু'তে ... অনেক ভালো লেখেন আপনি। শুভেচ্ছা ...

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ, মৃত রাজকন্যা।

ভালো থাকবেন। শুভকামনা।

২১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

রাতুল_শাহ বলেছেন: রাতের আকাশ তবু জেগে ছিলো

এই লাইনটা খুব বেশি ভাল লাগলো।

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

ইনকগনিটো বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ। :)

২২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

মুনসী১৬১২ বলেছেন: সুন্দর

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ মিঃ ১৬১২। ভালো থাকা হোক।

২৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

ভিয়েনাস বলেছেন: রাতের আকাশ তবু জেগে ছিলো,
কেউ জানেনা
শীতের রাত্রিটা শেষে ঝিরি ঝিরি বৃষ্টি নেমেছিলো .... চমৎকার লাগলো।

আপনার কবিতা পড়ে যদি এই শীতের রাতে ঝাক বেধে বৃষ্টি চলে আসে তাহলে আপনার খবর আছে :D

কবিতায় ভালো লাগা রইলো।

১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪

ইনকগনিটো বলেছেন: রাতে নামলে তো টের পাবেন না, আচ্ছা, আপনাকে খবর দিবো নে। :P :P

অনেক ধন্যবাদ ভিয়েনাস। ভালো থাকবেন সবসময়।

২৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

মামুন রশিদ বলেছেন: শীতের রাত্রিটা শেষে ঝিরি ঝিরি বৃষ্টি নেমেছিলো।



শীত-বৃষ্টিতে জবুথবু কবিতা । কবিতা পড়ে আমার আরও শীত লাগতে শুরু করেছে । :)

১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮

ইনকগনিটো বলেছেন: গায়ে একটা কম্বল দিয়ে নিতেন, মামুন ভাই। :P


পাঠের জন্য ধইন্যা!!

২৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

দানবিক রাক্ষস বলেছেন: খুবই সুন্দর ভ্রাতা।+++

১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভ্রাতা।

আপনার জন্য শুভকামনা।

২৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৯

মর্গের লাশ বলেছেন: চমৎকার লিখেছেন ভাই।

১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, মর্গের লাশ।

আমার ব্লগে স্বাগতম।

২৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫

জুন বলেছেন: কবিতা ভালো কি খারাপ বলতে পারবো না কারন শীত আমি দুই চোক্ষে দেখতে পারি না X((
তায় আবার বৃষ্টির কথা বলছেন :-&

অটঃ খুব সুন্দর লাগলো কবিতা সত্যি কিন্ত ইনকগনিটো।
+ দিয়ে আনলাকি ১৩টাকে ১৪ করে দিয়েছি :)

১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১

ইনকগনিটো বলেছেন: আপু, মেয়ে দেখলে মেয়ে কে বইলেন, শীতের বৃষ্টিতে তাকে নিয়ে ভিজবো :P :P

রোমান্টিক হবে না? :#> :#>


আর কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। B-) B-) B-)

২৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯

নক্ষত্রচারী বলেছেন: সুন্দর !

ভালো লাগা অনেক ।

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, নক্ষত্রচারী।

আপনিও ভালো থাকুন। সবসময়। :)

২৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭

মাহী ফ্লোরা বলেছেন: এই বৃষ্টি কি কুয়াশার আত্মীয়!

ভাল লেগেছে কবিতা।শুভকামনা।

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১

ইনকগনিটো বলেছেন: না মনে হয়। কুয়াশা তো দেখি নি। এমনিই নেমেছে। :)


ধন্যবাদ প্রিয় কবি। ভালো থাকবেন।

৩০| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮

সালমাহ্যাপী বলেছেন: উরি বাবাহ !!!!!!!! অনেক সুন্দর তো !!!!!

শিরোনামটার জন্যই আপনাকে প্লাস দিলাম /:)

নইলে দিতাম না !!!

আপনার পোস্টেই আসতাম না। রাগ রাগ অনেক রাগ X((

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

ইনকগনিটো বলেছেন: আমার উপরে রাগ ক্যান? আমি তো কারো সাতে পাচে না থাকা একজন নগন্য মানুষ।

নগন্য মানুষদের উপর রাগ করতে হয়না।

৩১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২

বটবৃক্ষ~ বলেছেন: পাতাগুলো ঝরে গেলো,
দীর্ঘশ্বাসের মতো।
একটি পাতা বুকে তুলে নিয়ে
আমি হেঁটেছি, হেঁটেছি তোমাদের

:( :(
খুব দারুন অনুভুতির প্রকাশ

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, বটবৃক্ষ।

ভালো থাকবেন।

৩২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২

বটবৃক্ষ~ বলেছেন: পাতাগুলো ঝরে গেলো,
দীর্ঘশ্বাসের মতো।
একটি পাতা বুকে তুলে নিয়ে
আমি হেঁটেছি, হেঁটেছি তোমাদের

:( :(
খুব দারুন অনুভুতির প্রকাশ

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

ইনকগনিটো বলেছেন: :)

৩৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২

বটবৃক্ষ~ বলেছেন: পাতাগুলো ঝরে গেলো,
দীর্ঘশ্বাসের মতো।
একটি পাতা বুকে তুলে নিয়ে
আমি হেঁটেছি, হেঁটেছি তোমাদের

:( :(
খুব দারুন অনুভুতির প্রকাশ

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

ইনকগনিটো বলেছেন: ভালো থাকবেন।

৩৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪

অদৃশ্য বলেছেন:



_______ সুন্দর _______



শুভকামনা...........

২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

ভালো থাকবেন অনেক।

৩৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

সোহাগ সকাল বলেছেন: বরাবরের মতই… (y)

২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

ইনকগনিটো বলেছেন: ধইন্যা পাতা। :)

৩৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

নীলঞ্জন বলেছেন: ভালোলাগা।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.