নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

অন্ধকারে খুঁজে যাওয়া সাইরেনদের গান, বাক্সবন্দী দুঃখ অথবা কিছু অনুসঙ্গ।

২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০







প্রতিদিন কল্পনাতে একবার করে তোমাকে হত্যা করি। কি আশ্চর্য! তারপরেও বারবার ফিরে আসো। ছ'হাজার ছ'শ একচল্লিশ বার, নাকি তারও বেশি; আমি খুন করেছি? আর কতো বার খুন করলে তুমি আর আসবে না বলতে পারো?



হেটে বেড়ায় একটা শুঁয়োপোকা ঘাসের উপর। কাঠের বাড়ির প্রাচীন ওক কাঠের দরজা। দরজাটা খোলা রেখেই চলে গেছে পুরনো বেহালার সুর। শুঁয়োপোকা, তুমি হয়ে যাও প্রজাপতি। নর্তকী আবারো পড়বে নূপুর।



প্রতিদিন একবার করে তোমার জন্য কবর খুঁড়ি। তারপরেও তুমি উঠে আসো। কি আশ্চর্য, ঘুম নেই? ঘুমাও না ক্যানো? রুপোর কাঠি ছুঁয়েছি ন'হাজার তিনশ তেপ্পান্ন বার। কোন কাঠিতে ছুঁয়ে দিলে ঘুম আসবে তোমার, বলো তো?



একটা কাঠঠোকরা এসে বসে কাঠের বাড়ির উপর। শুঁয়োপোকাদের চোখে তখন প্রজাপতির স্বপ্ন, আনমনে তারা উড়ে বেড়ায়- নিরন্তর। শুধু তোমার চোখে কোন স্বপ্নই দেখিনি। অন্ধ কি আমি- নাকি নীল পাথরের চোখ তোমার? অন্ধকারে খুঁজে বেড়াই সাইরেনদের গান, বাক্সবন্দী দুঃখ আমার।







প্রতিদিন একবার করে আমি তোমায় ভুলি। তবু যে ক্যানো আমি ভালো থাকি না।

মন্তব্য ৩৮ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

hasin82 বলেছেন: প্রথম কমেন্ট আমিই দিলাম।

এত চমৎকার লিখেন কেমনে?

আশ্চর্য হয়ে যাই।

২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

ইনকগনিটো বলেছেন: লিখতে পারিনা অতো আমি, কবিও নই, তবে মাঝে মাঝে গল্প লিখতে ভালো লাগে।

আর মন খারাপ হলে কবিতা আসে।


ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে।

২| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

সোহাগ সকাল বলেছেন: চমৎকার কুশু ভাই!
বরাবরের মতই… :D

২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, সোহাগী। :D

ভালো থেকো।

৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

মামুন রশিদ বলেছেন: শুঁয়োপোকা, তুমি হয়ে যাও প্রজাপতি। নর্তকী আবারো পড়বে নূপুর।

বারবার ফিরে আসে না চাওয়া দুপুর ।

কবি'র সাথে একটু ছন্দ মিলিয়ে নিলাম । :P
প্রথম ভালো লাগা ।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৩

ইনকগনিটো বলেছেন: হে হে, ধন্যবাদ, মামুন ভাই।


ভালো থাকুন আজীবন। :)

৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০০

মুনসী১৬১২ বলেছেন: চমৎকার থেকেও চমৎকার

শব্দগুলো প্রজাপতি হয়ে গেছে

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ১৬১২।

শুভকামনা রইলো।

৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

ভিয়েনাস বলেছেন: অন্ধকারে খুঁজে বেড়াই সাইরেনদের গান, বাক্সবন্দী দুঃখ আমার :(

২য় ভালো লাগা :)

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভিয়েনাস।

কেমন আছেন? নিশ্চয়ই ভালো। :)

৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

hasin82 বলেছেন: প্লাস দিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে গেলাম।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৯

ইনকগনিটো বলেছেন: আবারো ধন্যবাদ।

৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

তন্ময় ফেরদৌস বলেছেন: আপনার লেখা অনেক ভালো লাগে।

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৭

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, তন্ময় ভাই।

ভালো থাকবেন সবসময়।

৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৯

অক্টোপাস পল বলেছেন: ভালো লাগলো ডাক্তার সাহেব।

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, অক্টোপাস সাহেব।

শুভকামনা।

৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯

সায়েম মুন বলেছেন: প্রতিদিন একবার করে আমি তোমায় ভুলি। তবু যে ক্যানো আমি ভালো থাকি না।
---সুন্দর লিখেছেন।

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, কবি।

ভালো থাকবেন।

১০| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১

হাসান মাহবুব বলেছেন: দারুণ বিমূর্ত দ্বান্দ্বিক রহস্যময় ভালোবাসার অনুভূতি।

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ, হামা ভাইয়া। :)

১১| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪

মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: এক কথায় অসাধারন !!!!!!!!!

২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভাইয়া।

ভালো থেকো।

১২| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

ভিয়েনাস বলেছেন: সব কিছু মিলিয়ে আছি ভালো :)

আপনি??

২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২১

ইনকগনিটো বলেছেন: এইতো, আছি আরকি।

ভালো থাকবেন। :)

১৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪

আপেক্ষিক বলেছেন: ভালো লাগসে ভাইয়া...... অনেক ভালো

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ, আপেক্ষিক।

ভালো থেকো।

১৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

নক্ষত্রচারী বলেছেন: সুন্দর !

অনুভূতির তীব্রতা, শব্দশৈলী সবমিলিয়ে একটি চমৎকার মুক্তগদ্য !

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ , ভাই।


শুভকামনা।

১৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২

স্বপ্নবাজ শোয়েব বলেছেন: এক কথায় অপূর্ব! এতো ভাল একটা পোষ্টে এত কম ভিজিট আর কমেন্ট দেখে মন টাই খারাপ হয়ে গেল। আপনি কি ফেসবুকে আছেন?

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, পাঠের জন্য, ভাই। :)


হ্যা, ফেসবুকে আছি।

১৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭

স্বপ্নবাজ শোয়েব বলেছেন: fb তে add করতে পারি?

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮

ইনকগনিটো বলেছেন: অবশ্যই।

http://www.facebook.com/incognitorulz

১৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭

অদৃশ্য বলেছেন:




অনুভবে বিদ্ধ হলো..... সুন্দর হয়েছে লিখাটি...


শুভকামনা.....

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভাই।


ভালো থাকুন। শুভকামনা।

১৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৮

সমানুপাতিক বলেছেন: কি আশ্চর্য, ঘুম নেই? ঘুমাও না ক্যানো? রুপোর কাঠি ছুঁয়েছি ন'হাজার তিনশ তেপ্পান্ন বার। কোন কাঠিতে ছুঁয়ে দিলে ঘুম আসবে তোমার, বলো তো?

ন'হাজার তিনশ তেপ্পান্ন বার কাঠি দিয়ে গুঁতো দিলে ঘুম থাকবে বলে আপনি মনে করেন? :-& :-& :-& :-& :-&

ভাল লেগেছে । :) :)

৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

ইনকগনিটো বলেছেন: হাহাহাহা!


দারুন মন্তব্য! =p~ =p~ =p~

ভালো থাকবেন, ভাই।

১৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

সোমহেপি বলেছেন: ভালো লাগলো কাব্য কথন।

৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, সোমহেপি।

ভালো থাকা হোক নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.