নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

।--পুতুল--।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২





আমি মাটির পুতুল হতে চাই
রাতে বেঘোরে ঘুমিয়ে, সকালে সূর্যের সাথে উঠবো,
সারাদিন কাজ করে সন্ধ্যায় ঘরে ফিরবো;
আমি কাঠের পুতুল হতে চাই, পুতুলের দুঃখ কষ্ট নেই
পুতুলেরা শোনেনি কখনো পাখিদের গান-
ঝর্নার শব্দ; পুতুলেরা চোখ মেলে কখনোই দেখেনি
ঘন সবুজ অরন্য, পুতুলেরা শেখেনি বাজাতে পাতার বাঁশি,
পুতুলদের জীবন শুধু ছকে আঁকা, গণ্ডিবদ্ধ স্বর্গে বসবাস করে ওরা,
আমি পুতুল হতে চাই, কারণ পুতুলেরা জানে না
প্রতিবাদী হতে, ওদের স্বর্গে তো কোনো পাপই নেই,
ওরা কিভাবে প্রতিবাদী হবে? পুতুলেরা শুধু শিখেছে সুতোর টান,
কল-কাঠি নাড়া ওদের প্রভুদের আনুগত্য, ওরা সঁপেছে
নিজেদের হাত-পা, দেহ খানি; ওদের প্রান-মন কখনোই ছিলো না
অথবা কোনো একদিন ওগুলোকে দিয়েছিলো কবর চাপা,
কেউ জানে না;
খবর রাখে নি কেউ, এইখানে এই ছোট স্বর্গে সবাই খুব বেশি ব্যস্ত
সারাদিন কাজ করে সন্ধ্যায় ঘরে ফেরে,
ওরা কখনো মাথা উচু করে দেখেনি আকাশ, দেখতে জানে না;
অথবা,
ওদের স্বর্গে কোনো আকাশই নেই, নেই কোনো ধানক্ষেত, পাখিদের প্রাণ,
কি হয় আকাশ দেখে? শুনে বনের গান?
ভাবি তাই- আমিও পুতুল হবো,
অন্ধ,বধীর,স্বর্গবাসী;
পৃথিবীকে জ্বালিয়ে বানাবো এক মহাশ্মশান।



মন্তব্য ৬২ টি রেটিং +২২/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর!! অনেক ভালো লাগা।



কি হয় পৃথিবীর আকাশ দেখে? শুনে বনের গান?
ভাবি তাই-আমিও পুতুল হবো,

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ৎঁৎঁৎঁ ।

আপনার প্রো-পিক এ ওগুলো কি? পুতুল নাকি? :)

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪

ৎঁৎঁৎঁ বলেছেন: নাচুনে দরবেশ !!! ওরাও পুতুল, ওরাও ঘুরে ঘুরে নেচে চলে ... :) :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

ইনকগনিটো বলেছেন: বাহ! মিলেছে দেখি।

ভালো থাকবেন ৎঁৎঁৎঁ। অনেক ভালো। পুতুলের মতো ভালো।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

আরজু পনি বলেছেন:

পুতুলদের যে বোধই নষ্ট হয়ে গেছে :(

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪

ইনকগনিটো বলেছেন: পুতুলদের মাঝেও বেঁচে থাকুক আপনাদের মতো গুটিকতক মানুষ।

ভালো থাকবেন, আপা।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

রুদ্র মানব বলেছেন: অনেক ভাল লাগলো , যদিও এই লিখাটা ফেসবুকে আপনার আইডিতেই আগে পড়েছি । ++++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

ভালো থাকবেন। শুভকামনা।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬

রীতিমত লিয়া বলেছেন: সুন্দর

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, রীতিমত লিয়া।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬

মুনসী১৬১২ বলেছেন: চমৎকার

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ১৬১২।

শুভকামনা।

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৫

মাক্স বলেছেন: ভাবি তাই-আমিও পুতুল হবো,
স্বর্গবাসী,
পৃথিবীকে জ্বালিয়ে বানাবো মহাশ্মশান। ++++++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ ভাই।

ভালো থাকবেন অনেক।

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

রাতুল_শাহ বলেছেন: ওরা কখনো মাথা উচু করে দেখেনি আকাশ, দেখতে জানে না;
অথবা,
ওদের স্বর্গে নেই কোন আকাশ, নেই কোন ধানক্ষেত, নেই পাখিদের প্রান,
কি হয় পৃথিবীর আকাশ দেখে? শুনে বনের গান?




অনেক সুন্দর লাগলো।

অনেক অনেক ভাল লাগা রইল।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভাইয়া।

ভালো থেকো সবসময়।

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

নক্ষত্রচারী বলেছেন: পিউনি পাপেট !

ভালো লাগলো অনেক ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, নক্ষত্রচারী সাহেব!

ভালো থাকবেন অনেক।

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

দূর্যোধন বলেছেন: সুন্দর ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭

ইনকগনিটো বলেছেন: টেলিভিশন কই??? কই???

আমি দেখছি, কিন্তু আপনার রিভিউ এর জন্য ওয়েট করতেসি।

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০

তানিয়া হাসান খান বলেছেন: সুন্দর!! ভাল লেগেছে খুব। +++++++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, তানিয়া হাসান খান।


ভালো থাকবেন।

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

স্বপ্নবাজ শোয়েব বলেছেন: আমি রোবট হইতে চাই যার ব্রেন আছে মন নাই।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭

ইনকগনিটো বলেছেন: ব্রেন ইজ মাইন্ড। :)

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৬

মনিরা সুলতানা বলেছেন: মনে র কথা মাঝে মাঝে খুব ইচ্ছে করে পুতুল হতে :(

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

ইনকগনিটো বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ।


ভালো থাকবেন, মনিরা সুলতানা। শুভকামনা :)

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৩

স্বপনবাজ বলেছেন: অনেক ভালো লাগলো ! আমরা সবাই নিয়তির পুতুল !

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩

ইনকগনিটো বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ।


ভালো থাকুন সবসময় :)

১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

ভালো থাকবেন।

১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো লাগলো খুব।

অটঃ প্রথম লাইনে আমিও না লিখে আমি লিখলে ভালো হতো মনে হচ্ছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭

ইনকগনিটো বলেছেন: ঠিক করে দিলাম।


অনেক ধন্যবাদ, কবি। ভালো থাকবেন। :)

১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০

মামুন রশিদ বলেছেন: কি হয় পৃথিবীর আকাশ দেখে? শুনে বনের গান?
ভাবি তাই-আমিও পুতুল হবো,
স্বর্গবাসী,
পৃথিবীকে জ্বালিয়ে বানাবো মহাশ্মশান।


খুব ভালো লেগেছে কবিতা ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ , মামুন ভাই।


ভালো থাকুন। :) আপনার ভালো লেগেছে শুনে আমারও ভালো লাগলো।

১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১০

গ্রাম্যবালিকা বলেছেন: আমিও পুতুল হতে চাই, কাচের পুতুল।
ভেঙ্গে গেলে আর যেন জোড়া লাগানো না যায়।
:(

অনেক বেশি সুন্দর। ভালোলাগা। ++

আমি আজো ভালো আছি। জিজ্ঞাসা করলে আবার উত্তর দিবো! আমি কি ভয় পাই নাকি?! হা হা হা :!>

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮

ইনকগনিটো বলেছেন: এহ! আগেই তো ভয় পাইসেন :P জানি জানি।

আর যাতে না জিজ্ঞাসা করি, তাই আগে ভাগেই উত্তর দিয়ে রাখসেন। :O


বালিকা দিন দিন চালাক হৈয়া যাইতেছে!!!!!

১৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

সায়েম মুন বলেছেন: ভাল লাগলো ইনকগনিটো।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, কবি।


ভালো থাকুন প্রতিটিক্ষণ।

২০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১২

আমিনুর রহমান বলেছেন: সুন্দর। ভালো লাগলো +++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ , আমিনুর রহমান।


ভালো থাকবেন।

২১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯

shfikul বলেছেন: +++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, শফিকুল।


ভালো থাকবেন সবসময়।

২২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

phAnUs বলেছেন: আপনার মুখোশ গল্পটা পরে আপনার ভক্ত হয়েছিলাম।সাথে সাথে আপনাকে বুকমার্ক করে রাখি।তারপর থেকে প্রতি সপ্তাহে একবার হলেও আপনার ব্লগে ঘুরে যাই। আপনার লেখার হাত ভাল।চালিয়ে যান

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮

ইনকগনিটো বলেছেন: অনেকদিন পরে আপনার মন্তব্য দেখলাম।


ভালো থাকবেন ব্রো। ধন্যবাদ।

২৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮

চয়নিকা আহমেদ বলেছেন:
অসাধারণ কবিতা!!!

মন স্পর্শ করল।

ভালো থাকবেন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, চয়নিকা।

আপনার কবিতাটাও ভালো লেগেছে।


ভালো থাকবেন।

২৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩

অদৃশ্য বলেছেন:



ইনকগনিটো

লিখাটি ভালোলেগেছে আমার.... সুন্দর বক্তব্য ও প্রকাশ

ভাবছিলাম লিখাটিতে যদি আরও কিছুটা সময় দিতেন তবে এর সৌন্দর্য হয়তো আরও কিছুটা বাড়তো... এটা কিন্তু শুধুই আমার ভাবনা

ভালো থাকুন সর্বদা...

শুভকামনা...

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭

ইনকগনিটো বলেছেন: আমি কবিতার ব্যাপারে বড্ড বেশি অযত্নবান।


ঠিকই বলেছেন ভাই, আরেকটু সময় দিলে ভালো হতো কবিতা। কি করবো, বলুন, অযত্নবানদের দিয়ে কিচ্ছু হয় না।

অনেক ভালো লাগলো আপনার উপস্থিতি। আপনার একটা পংক্তি নিজের প্রোফাইল ডেসক্রিপশনে দিয়েছি।

ভালো থাকবেন, শুভকামনা!

২৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

সোমহেপি বলেছেন: হ পুতুল হলেই ভালো।পুতুল যুগ চলছে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪

ইনকগনিটো বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ, সোমহেপি।

ভালো থাকবেন।

২৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১০

বটবৃক্ষ~ বলেছেন: ভাবি তাই-আমিও পুতুল হবো
ওয়াও!!
+++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

ইনকগনিটো বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ, বটবৃক্ষ।

শুভকামনা রইলো।

২৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৬

নীলফরিং বলেছেন:


সারাদিন কাজ করে সন্ধ্যায় ঘরে ফেরে,
ওরা কখনো মাথা উচু করে দেখেনি আকাশ, দেখতে জানে না;
অথবা,
ওদের স্বর্গে নেই কোন আকাশ, নেই কোন ধানক্ষেত, নেই পাখিদের প্রান,
কি হয় পৃথিবীর আকাশ দেখে? শুনে বনের গান?


সুন্দর।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ, কবি।


ভালো লাগলো আপনার মন্তব্য। ভালো থাকবেন।

২৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

ভিয়েনাস বলেছেন: তাইলে আমিও পুতুল হতে চাই :)

পুতুল নাচ অনেক ভালো লাগলো :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫

ইনকগনিটো বলেছেন: দেখছেন? কবিতা আর স্লিম ফিগারের নাই, মোটা হয়ে গেছে। :-/ :-/


:P :P

২৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৭

একজন আরমান বলেছেন:
চমৎকার।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, আরমান সাহেব।


ভালো থাকুন।

৩০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

ডানাহীন বলেছেন: নিজেকে ভালো করে খেয়াল করে দেখেন তো .. কিছু একটা বোধহয় নজর এড়িয়ে যাচ্ছে ..

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২

ইনকগনিটো বলেছেন: কি সেটা?


৩১| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:


+++++++++++++++++++++++++++++

১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.