নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

।--লুকোচুরি--।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০০






আপনি কবিতার ব্যাপারে বড্ড বেশি অযত্নবান।
জানেন বুঝি?
হ্যাঁ, তা তো জানি। নিজের প্রতিও কি বেখেয়ালী?
কি জানি! মনের খবর তো রাখি নি।
বুঝা যায়। প্রেয়সীও ছেড়ে চলে গেছে নাকি?
কিভাবে বুঝলেন?
কবিতার যত্নই নিতে জানেন না, প্রেয়সীর যত্ন কিভাবে নেবেন?
তা ঠিক। বইটা নিন। রঞ্জু আসলে ওকে দেবেন।
চা খাবেন? এনে দেই?
আজ থাক। অন্য কোনোদিন।
একবার গেলে আসেন না আর। কতোদিন পর এলেন, জানেন?
কতোদিন?
চার মাস ছয় দিন।
আচ্ছা- আজ তবে চলি।
একটা অনুরোধ করবো?
করুন।
নাহ থাক। আপনার কাছে কোনো অনুরোধ নেই।
যাই, ভালো থাকবেন।
আবার কবে আসা হবে?
বলতে পারছি না।
শুনুন,
বলুন।
এতো তাড়া কেন আপনার? একটু দাঁড়ানো যায় না?
দাঁড়িয়েছি তো। কিছু বলবেন?

না না, থাক- কিছু বলার নেই, কিছু না।

মন্তব্য ৬৭ টি রেটিং +২০/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫

লেখোয়াড় বলেছেন:
nihato sanglaap
++++++++++++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, লেখোয়াড় সাহেব।


ভালো থাকুন সবসময়।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯

তামজিদা সুলতানা বলেছেন: ভালো লাগলো :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ :)


ভালো থাকবেন।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫

মাক্স বলেছেন: অতৃপ্তি রয়ে গেল+++++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

ইনকগনিটো বলেছেন: জীবনটাই তো শুধু অতৃপ্তি আর অতৃপ্তিতে ভরা, ভাই, কি আর হবে।


ভালো থাকবেন। আপনাকে দেখে ভালো লাগছে।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭

গ্রাম্যবালিকা বলেছেন: কবি এতো লাজুক ক্যান! কিছু তো শুনতেই চেয়েছিলো মেয়েটা। ;)

কবিতা অনেক ভালোলেগেছে ছদ্মবেশী। :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

ইনকগনিটো বলেছেন: একটু ভুল হয়েছে,
মেয়েটা কিছু শুনতে না, বলতে চেয়েছে
বলতে আর পারলো না। কবির বড় তাড়া,
ধন্যবাদ আপনাকে, গ্রাম্যবালিকা।

:)

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১

শায়মা বলেছেন: মজার!!:)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, কনিষ্ঠপ্রেমিকের সেই প্রেমিকা!


শুভকামনা!

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

সালমাহ্যাপী বলেছেন: আগেও পড়েছিলাম !


সুন্দর :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

ইনকগনিটো বলেছেন: ধইন্যা।

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

আমিভূত বলেছেন: মাক্স বলেছেন: অতৃপ্তি রয়ে গেল।

কথোপকথনের কবিতা আমার বরাবরই বেশি ভালো লাগে ,কবিতায় ++ :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

ইনকগনিটো বলেছেন: ভালো লেগেছে শুনে আমারও ভালো লাগলো।


ধন্যবাদ। ভালো থাকবেন।

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫

সাহিদা আশরাফি বলেছেন: না বলা কথাগুলো শোনার ইচ্ছা রয়ে গেল।

ভালো লেগেছে অনেক।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

ইনকগনিটো বলেছেন: অন্য কোন দিন হয়তো হবে বলা,
হয়তো হবে না।


ধন্যবাদ, সাহিদা আশরাফি। ভালো থাকবেন।

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬

মুনসী১৬১২ বলেছেন: সুন্দর তো অন্যরকম

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, মুনসী সাহেব।

শুভকামনা। :)

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯

মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: ফেবু তে পড়ছি ।
কিছু একটা বলা উচিত ছিল।আফসোসটা রয়ে গেল..
কবিতায় কয়েকটা ++্

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ , মেহেদী হাসান।

ভালো থেকো ভাইয়া।

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কথোপকথনের ঢঙ্গে গদ্যকবিতা। পড়তে ভালো লাগলো।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ নিবেন, কবি। আপনার প্রতিও ভালো লাগা জানবেন।


১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২

নেক্সাস বলেছেন: শেষ হয়েও হইলনা শেষ....

সুন্দর

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ, নেক্সাস সাহেব।

নতুন লেখার অপেক্ষায় রইলাম। :)

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন:
না না, কিছুই বলার নেই, কিচ্ছু না


ভালো লাগা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, আলোয় ভরা খণ্ড ত!

ভালো থাকুন সব সময়।

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

রাতুল_শাহ বলেছেন: সুন্দর।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভাইয়া।


সবসময় আসো, পড়ো, খুব ভালো লাগে।

১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

শায়মা বলেছেন: হা হা ভাইয়া তোমার রিপলাই দেখে হাসছি!!!!!!!!!!!:P

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

ইনকগনিটো বলেছেন: আমি কিন্তু সিরিয়াসলি বলসি। :P

১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আরে!!! শেষ হয়ে গেল নাকি??? আরো কিছুতো মনে হয় বাকি আছে। :-B

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

ইনকগনিটো বলেছেন: A poem is never finished, only abandoned.

-Paul Valery (French critic & poet)



ভালো থাকবেন ভাই। পাঠের জন্য ধন্যবাদ।

১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

তাসজিদ বলেছেন: হুম্মম্মম, কবিতা। এই জীবনে কবিতা লেখার ডেবু হল না এখনও

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

ইনকগনিটো বলেছেন: বসে পড়েন। লেখা হয়ে যাবে।

পাঠের জন্য ধন্যবাদ।

১৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

অংকনের সাতকাহন বলেছেন: কেমন যেন একটা আবেশ! সফল লেখা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ গ্রহন করবেন।


ভালো থাকুন। শুভকামনা।

১৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৭

স্বপ্নবাজ শোয়েব বলেছেন: আমার সাথে কেউ লুকোচুরি করেনা ক্যান

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

ইনকগনিটো বলেছেন: আমার সাথেও করেনাই। /:) /:) /:)

২০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২০

মামুন রশিদ বলেছেন: কবিতায় কথোপকথন দারুন হইছে । ;)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

ইনকগনিটো বলেছেন: ধইন্যা, মামুন ভাই! :)

২১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: দারুণ লেগেছে !

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, তিতির আপা।

বইমেলা কেমন চলছে আপনার? :)

২২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

ভিয়েনাস বলেছেন: কিছু তো বলে যেতে পারতেন :D

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১০

ইনকগনিটো বলেছেন: হা হা হা,
ভিয়েনাস আপা!

এটা শুধুই কল্পনা!

২৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

কয়েস সামী বলেছেন: দোতলায় ল্যান্ডিং মনে পড়ে গেল! ভাল হইসে!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

ইনকগনিটো বলেছেন:
পাঠের জন্য ধন্যবাদ, কায়েস সাহেব।


ভালো থাকবেন।

২৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

কালোপরী বলেছেন: ++++++++++++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, কালোপরী।

২৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

স্বপনবাজ বলেছেন: না না, কিছুই বলার নেই, কিচ্ছু না।
++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭

ইনকগনিটো বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ।


ভালো থাকবেন, স্বপ্নবাজ।

২৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬

হাসান মাহবুব বলেছেন: সংলাপ ভালোই লাগলো।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, হামা ভাই।

২৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

অদৃশ্য বলেছেন:





ভালো লেগেছে লিখাটি ..... মাঝে মাঝে ভিন্নতা প্রয়োজন আছে... জানার জন্য বুঝার জন্য...


শুভকামনা...

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ নিবেন, অদৃশ্য ভাই।


খুব ভালো লাগলো আপনার উপস্থিতি।

আপনার জন্যও শুভকামনা।

২৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

আমি ইহতিব বলেছেন: ছোট গল্পের মতো মনে হলো, শেষ হইয়াও হইলোনা শেষ।

আরেকটু লিখলে হয়তো একটা মিষ্টি গল্প পাওয়া যেতো।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

ইনকগনিটো বলেছেন: গল্প তো লিখতে চাইনি, লিখেছি কবিতা। :P

যাই হোক, ধইন্যাপাতা।

৩০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩

সোহাগ সকাল বলেছেন: আমারে কেও কিছু বলতে চাইলোনা কুনুদিন।। :(

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

ইনকগনিটো বলেছেন: আমাকেও বলেনাই।

৩১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭

নক্ষত্রচারী বলেছেন: এই ধরনের কবিতায় নেপথ্যের গল্পটাই বেশি ভালো লাগে ।

শুভকামনা কবি ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভাই।


ভালো থাকবেন।

৩২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮

শ্রাবণ জল বলেছেন: এমন সংলাপ আমার খুব ভাল লাগে।
লেখায় ভাল লাগা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ , শ্রাবণ জল।

ভালো থাকবেন।

৩৩| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫০

আমিনুর রহমান বলেছেন: কথাপোকথন +++

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ। :)

৩৪| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: মজার তো!!!!!!!!

+++++++++++

:) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.