নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

।--জাগরণ--।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫




জেগেছে বাঙালীর প্রান, ঘুমিয়ে থাকা প্রহরীরা আজ
আবার জেগেছে;
জেগেছে একাত্তর, জেগেছে মুক্তিযুদ্ধ,
চেয়ে দ্যাখ- ঐ জ্বলছে শাহবাগ, জ্বলছে আগুন;
দু হাত মুষ্টিবদ্ধ,
বজ্রের মতো কণ্ঠ- ওরা তরুন,
ওরা নির্ভীক, ওদের রক্ত আবার জেগেছে
চেয়ে দ্যাখ, ওরা আবার তোদের নষ্টামির ছবি এঁকেছে।

চেয়ে দ্যাখ, কতোদিন ঘুমায়নি শাহবাগ,
কতোদিন ঘুমায়নি প্রজন্ম চত্বর,
ঘুমাবেনা ওরা আর,
কখনো-
যতদিন হবে না বিচার, ওরে রাজাকার,
ওরা অপেক্ষা করে আছে,
তোরা কবে হবি নির্বংশ, বল,
কবে হবি তোরা ছারখার।

চেয়ে দ্যাখ, ওরে রাজাকার
নষ্ট-নিকৃষ্ট-নচ্ছাড়
জ্বলছে মশাল,
ওরা,
সেই
অগ্নিসন্তানেরা
আগুনেরই শপথ করেছে গ্রহণ,
চোখ খুলে রাখ,
ঐ চেয়ে দ্যাখ, আসছে তোদের পতন।

মন্তব্য ১৯ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: অনেক ভালো লাগলো !

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, রাজকন্যা।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৫

স্বপনবাজ বলেছেন: অগ্নিসন্তানেরা
আগুনেরই শপথ করেছে গ্রহণ,
চোখ খুলে রাখ,
ঐ চেয়ে দ্যাখ, আসছে তোদের পতন।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

রেজোওয়ানা বলেছেন:
অগ্নিসন্তানেরা
আগুনেরই শপথ করেছে গ্রহণ,
চোখ খুলে রাখ,
ঐ চেয়ে দ্যাখ, আসছে তোদের পতন।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, আপু।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

আইউটি(IUT)-The Red Heaven বলেছেন: ভালো লাগলো

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১১

কিংশুক নীল বলেছেন: ভালো লাগলো।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৮

স্পাইসিস্পাই001 বলেছেন: অগ্নিসন্তানেরা
আগুনেরই শপথ করেছে গ্রহণ,
চোখ খুলে রাখ,
ঐ চেয়ে দ্যাখ, আসছে তোদের পতন।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২২

নক্ষত্রচারী বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম কবি ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, কবি।

ভালো থাকবেন।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৫

অদৃশ্য বলেছেন:



দেখো মহাশূন্য থেকে নেমে এলো তরুন যুবা নক্ষত্র সব, প্রজ্বলিত
শাহবাগ আলোকিত

________

চমৎকার হয়েছে...


শুভকামনা....

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভাই।


ভালো থাকবেন।

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অগ্নিসন্তানেরা
আগুনেরই শপথ করেছে গ্রহণ,
চোখ খুলে রাখ,
ঐ চেয়ে দ্যাখ, আসছে তোদের পতন।

+++

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভাই।

১০| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫১

আমিনুর রহমান বলেছেন: ওরা,
সেই
অগ্নিসন্তানেরা
আগুনেরই শপথ করেছে গ্রহণ,
চোখ খুলে রাখ,
ঐ চেয়ে দ্যাখ, আসছে তোদের পতন।



চমৎকার +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.