নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

--একুশে বইমেলায় আমার প্রথম বই।--

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭





একুশে বইমেলায় এবার আমার প্রথম বই প্রকাশিত হয়েছে। বইটির নাম "গল্প সমগ্র-১"। এটি মুলত ছোট গল্পের সংকলন।

বইটি প্রকাশ করেছে "শ্রাবণ প্রকাশনী"।

স্টল নং- ২০৬, ২০৭।



প্রথম বই, তাই অনুভূতিটাও একটু অন্য রকম। সবাই দোয়া করবেন আমার জন্য। আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। ভালো থাকুক সামহোয়্যার ইন ব্লগ। ভালো থাকুক ব্লগারেরা।



শুভকামনা রইলো সবার জন্য।



জয় বাংলা।

মন্তব্য ৪৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯

বোকামন বলেছেন: ক্রয় তালিকায় সংযুক্ত করা হল

ধন্যবাদ

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০

ইনকগনিটো বলেছেন: আপনাকেও ধন্যবাদ।


ভালো থাকুন। শুভকামনা।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯

আমিনুর রহমান বলেছেন: প্রতিটা দিনই শাহবাগে যাচ্ছি কিন্তু বইমেলায় যাওয়া হচ্ছে না :(

আপনার বইটি কিনবো অবশ্যই। ভালো থাকবেন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২

ইনকগনিটো বলেছেন: আমারও থাকা হয় শাহবাগে,
সময় পেলে যেয়েন।


ভালো থাকবেন, আমিনুর রহমান।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০

পরিবেশ বন্ধু বলেছেন: বই মানুষের পরম বন্ধু
একুশ জাতীর চেতনা
বইমেলা পাঠকের প্রেরনা
শুভকামনা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভাই।

ভালো থাকুন সবসময়।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫

শাকিল ১৭০৫ বলেছেন: শুভ কামনা রইল ভাইয়া

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ , ভাইয়া।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬

সুলতানা শিরীন সাজি বলেছেন:
নামটা লিখে রাখলাম। দেশে আসলে সংগ্রহ করবো।
চার বছর আগে আজকের দিনে আমার প্রথম বই"এক জোছনায় তুমি আর আমি" বের হয়েছিল।

অনেক শুভকামনা আর অভিনন্দন রইলো।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ।

কোন প্রকাশনী থেকে বের হয়েছিলো, বলতে পারবেন কি?

শুভকামনা রইলো আপনার জন্য।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

নক্ষত্রচারী বলেছেন: কংগ্রেটস ! #:-S

যাক, অবশেষে বই বের করে ফেললেন । সংকলনগুলো কি ব্লগের?

শুভকামনা রইল ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভাই।

হ্যা, অবশেষে ১২ টি গল্প নিয়ে একটা বই বের হলো। ব্লগের গল্প আছে , সাথে নতুন গল্পও রেখেছি একটা। আনপাবলিশড।


ভালো থাকবেন। আবারো ধন্যবাদ।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

সায়েম মুন বলেছেন: অভিনন্দন রইলো। বইটা অবশ্যই সংগ্রহ করবো।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৫

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, কবি।

আপনার বই বের হলে জানাবেন।

শুভকামনা।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

ডানামনি বলেছেন: তালিকা বাড়ল। আপনাকে শুভকামনা। কারন আরও বই যেন পাই। :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

এতো ব্যাস্ত হয়ে যাবো, সামনে লেখালেখি ছেড়ে দিতে হবে নাকি, ভাবছি।

ভালো থাকবেন।

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

হাওড়ার যোগী বলেছেন: ভাই, বই বের করতে খরচা পাতি কেমন পরলো? বেচা বাট্টা কেমন চলছে??

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

ইনকগনিটো বলেছেন: আমার পড়ছে অল্প কিছু। প্রকাশনী কন্ট্রিবিউট করছে।

বেচা বিক্রি আছে মোটামুটি।


ভালো থাকবেন।

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৬

শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!!!

শুভকামনা!! তোমার বই এর নাম লিখে রাখলাম!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৮

ইনকগনিটো বলেছেন: আসলে বইলো। আমি তোমার অটোগ্রাফ নিবো । :P :P

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অভিনন্দন ব্রো।
২০ বা ২১ তারিখ মেলায় আসবো।বই তো কিনবোই সাথে অটোগ্রাফ দিতে হবে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ব্রো।

আশা করি, দেখা হবে। :)

তবে অটোগ্রাফ দিতে পারবো না, কারন ওটা বড় লেখকদের কাজ। :-/ :-/ :-/ :-/

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

ৎঁৎঁৎঁ বলেছেন: সাবাস বাঙ্গালী!!! কি সুন্দর একটা খবর শোনালেন ভাই! অজস্র শুভকামনা রইলো।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, খণ্ড ৎ :) :) :)


ভালো থাকবেন। শুভেচ্ছা।

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২০

স্বপনবাজ বলেছেন: আমিনুর রহমান বলেছেন: প্রতিটা দিনই শাহবাগে যাচ্ছি কিন্তু বইমেলায় যাওয়া হচ্ছে না :(

আপনার বইটি কিনবো অবশ্যই। ভালো থাকবেন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ ভাই।

ভালো থাকবেন।

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২

মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: বইত অব্যশই কিনব।
অটোগ্রাফও দিতে হবে সাথে মিষ্টিও খাওয়াইতে হবে। কিন্তু আপনার দেখা পামু কই?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০১

ইনকগনিটো বলেছেন: বিকেলের দিকে থাকি মাঝে মাঝে বইমেলার দিকে।


আসলে দেখা হয়েও যেতে পারে।

তবে অটোগ্রাফ দিতে পারবো না, বিব্রত লাগে।

ধন্যবাদ , মেহেদী হাসান। শুভকামনা।

১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

কালা মনের ধলা মানুষ বলেছেন: অনেক অনেক অনেক অভিনন্দন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

ইনকগনিটো বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, ভাইয়া।

শুভকামনা।

১৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪০

স্বপ্নবাজ শোয়েব বলেছেন: ঢাকায় থাকি না তাই বই মেলায় যেতে পারতেছি না। বই কেমনে পাব বুদ্ধি দেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০

ইনকগনিটো বলেছেন: রকমারি ডট কম এ ফোন করে অর্ডার করলে পেয়ে যাওয়ার কথা।

কারন ওরা ঢাকার বাইরে বই পাঠায়।

১৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৩

সমানুপাতিক বলেছেন: অভিনন্দন আর অনেক অনেক শুভকামনা ইনকগনিটো । বইটা সংগ্রহে রাখার ইচ্ছে থাকল ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২

ইনকগনিটো বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ, সমানুপাতিক।

ভালো থাকবেন।

১৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

মামুন রশিদ বলেছেন: খুব চেষ্টা করে যাচ্ছি একবারের জন্য হলেও যেন বইমেলায় যেতে পারি । ইচ্ছে আছে বইমেলায় প্রকাশিত ব্লগারদের বই সংগ্রহের ।


প্রথম প্রকাশিত গল্পের বইয়ের জন্য শুভকামনা ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১

ইনকগনিটো বলেছেন: আপনার সাথে দেখা হলে ভালো লাগবে।


ধন্যবাদ , ভাইয়া। শুভকামনা।

১৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৭

মাক্স বলেছেন: শুভকামনা!!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ। :)

২০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভ্রাতা।

২১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১০

নুর ফ্য়জুর রেজা বলেছেন: অভিনন্দন কবি !! কিন্তু আপনি যে গল্পকারও তা জানতাম না !! শুভকামনা রইল।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩

ইনকগনিটো বলেছেন: আমি একজন গল্পকার ই। কবি নই। :P


ধন্যবাদ, অনেক ধন্যবাদ।

২২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০২

মেহেরুন বলেছেন: এখনো যেতে পারিনি, কিন্তু যাবো অবশ্যই। আর গেলে আপনার বইখানা কিনতে ভুল হবে না। শুভকামনা রইলো।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

ইনকগনিটো বলেছেন: আপনার জন্যও অনেক শুভকামনা রইলো।

২৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

মাহী ফ্লোরা বলেছেন: :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৯

ইনকগনিটো বলেছেন: B-) B-) B-)

২৪| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:২৫

রুদ্র জাহেদ বলেছেন: আমি পড়তে চাই,
কীভাবে সংগ্রহ করতে পারি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.