নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

।--আমি এখন আর বেঁচে নাই--।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৯







আমরা সাধারন বাঙালী,

শীত-গ্রীষ্মে চাদর পড়ি,

কচ্ছপের খোলার নীচে

বসে বসে গান গাই,

নিবিষ্ট চিত্তে প্রেমিকার ছবি আকাই,

কেউ কেউ ঘাস খাই,

রাস্তা ঘাটে সুশীলতা মাড়াই,

তবে,

কারো কারো

শরীরে জেগে থাকে কিউবিক রক্তের বীজ,

দ্রোহ;

১০টি বৃত্তের গঠন সুত্র,

অনুলিখন-

ডিএনএ তে লিপিবদ্ধ, অসমাপ্ত-

কবিতার মতো;

বাতাসে খেলা করে অদ্ভুত হলুদ!

আমি বুঝি আর বেঁচে নাই,

পিনপতন-

এলোমেলো-

আলোড়ন,

বাতাসের কাঁপন,

ধীরে,



ধীরে,

আমাকে-

জড়িয়ে-

মুড়িয়ে-

নিবিড়ে-

এক ধরনের প্যাঁচানো,

ঢেউ খেলানো;

জলে ভেজানো;

বিস্ময় মাখানো;

মৃত্যুর জন্ম দেয়,

মেইন স্ট্রিমের বাইরে এসে

সারাক্ষন ওদের কাটাকুটি দেখি,

এফোঁড়-ওফোঁড়;

আর

হাসাহাসি,

দেখি রাস্তায়

চার হাত-পায়

ওরা

খুঁটি পোতায়,

দ্রোহের সীমানায়,

কোত্থেকে ঝরে-এক পশলা রক্তমাখা বিদ্রুপ,

অথবা,

ঠাট্টা- উপহাস, আর্তনাদ

তারপর-

হঠাৎ,

পিনপতন নীরবতা নামে

অবেলায়,

নিরালায়।



আমি বুঝি এখন আর বেঁচে নাই।

মন্তব্য ৩৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৫

আরজু পনি বলেছেন:

আমি বুঝি এখন আর বেঁচে নাই।.... :|

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯

ইনকগনিটো বলেছেন: আপু, ভাল্লাগেনা কিচ্ছু।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯

অদৃশ্য বলেছেন:




ইনকগনিটো

লিখাটি দূর্দান্ত হয়েছে....

______________

শুধুমাত্র একটি শব্দের পরিবর্তে অন্যকোন শব্দ চাচ্ছি.... যদিও সেই শব্দটা এই কবিতার সাথেই যাচ্ছে তার পরেও .... শব্দটার কিছুটা রুপ বদলালে হয়তো লিখাটি সৌন্দর্য আরো বহুগুন বেড়ে যেত.... একান্তই আমার মতামত..

আবারো বলছি লিখাটি দূর্দান্ত হয়েছে...

শুভকামনা...

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩

ইনকগনিটো বলেছেন: আমি আসলে এর চেয়ে কোন ভালো শব্দ পাচ্ছিনা।

আচ্ছা, যাই হোক, পরিবর্তন করার চেষ্টা করছি।


ভালো থাকবেন ভাই।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১

খুব সাধারন একজন বলেছেন: ---ডিভাইড এন্ড রুল---

আমরা সত্যর পক্ষে আবেগের আন্দোলন করি অরা দেয় দাবা-পাশা খেলার গুটির চাল। আমরা বিচার চাই আর অরা নানা দিকে দৃষ্টি ঘোরায়- গাঁজা, গান বাজনা, নাস্তিকতা, সাগর রুনী, ছাত্রলীগ, ধর্মীয় অবমাননা, বিশ্বজিৎ, চাউলের দাম, সীমান্ত, 'আর সব'যুদ্ধাপরাধী... এখনো আজো একাত্তুরেও।

রাজীব থাবা বাবা হওয়ায় মারা গেলে অনেক আগে যেত। সে মারা গেছে শাহবাগে যাওয়ায়। সে মারা গেছে বাংলাদেশে একাত্তর সালে যারা ৩০ লাখ খুন, ৪ লাখ নারীকে ধর্ষণ, এখনো মুক্তিযুদ্ধাদের প্রকাশ্যে লাথি দেয়, গৃহযুদ্ধের ঘোষণা দেয় আর একাত্তরের খুনীদের রক্ষা করতে প্রতিদিন আটশো কোটি টাকা গচ্চা দেয় হরতাল দিয়ে সেই জামাতির বিচার চাইতে গিয়ে।

রাজীবের জানাযার কথা ভোলেন। মূল প্রসঙ্গে আসো বাংলাদেশের মানুষ। রাজীব নাস্তিক এইজন্য খুন হয় নাই। রাজীব শাহবাগে যায় তাই খুন হয়েছে।

প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, একজন মুসলমানের পাঁচটি কর্তব্য। তার মধ্যে এক কর্তব্য হল, যখন কোন লাশ যায়, তার যা বিশ্বাসই হোক না কেন, সম্মান দেখিয়ে উঠে দাঁড়াবে।

বাংলার মানুষ, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। দশটা কথার জবাবে একটা কথা হলেও বল। বাংলাদেশ সবার দেশ। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীষ্টান-নাস্তিক-বাংগালী-চাকমা-মারমা সবাই একাত্তুরে খুন হয়েছে পাকিস্তানিদের হাতে। মনে রেখ, তোমার শত্রু তোমাকে চেনে বাংগালী বাংলাদেশী হিসাবে, কিন্তু মুখে বলে, নাস্তিক-আওয়ামী-শাহবাগী

কয়দিন পরে বলবে, খুন হইসে ভাল হইসে, ঠিকই তো করসে, ওই পোলা সিগারেট খায় জিন্সের পেন্ট পড়ে।
এক পলকে একাত্তর---এভাবে দেখাও---এবং এভাবে---পাকিস্তানে উল্লাস---চাই সতর্কতা,---ইনডাইরেক্টলি,---ভিন্নখাত

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১

গ্রাম্যবালিকা বলেছেন: তারপর-
হঠাৎ,
পিনপতন নীরবতা নামে
অবেলায়,
নিরালায়।

আমি বুঝি এখন আর বেঁচে নাই।

:( :(

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

ভালো আছেন?

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭

অদৃশ্য বলেছেন:




হঠাৎ,
পিনপতন নীরবতা নামে
অবেলায়,
নিরালায়।

আমি বুঝি এখন আর বেঁচে নাই।

___________


শুভকামনা....

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

ইনকগনিটো বলেছেন: শব্দটা পরিবর্তন করে দিলাম, ভাইয়া।

ধন্যবাদ। ভালো থাকবেন।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১

নস্টালজিক বলেছেন: বেঁচে আছি দ্রোহে, বেঁচে আছি শাহাবাগে!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯

ইনকগনিটো বলেছেন: স্যালুট। গর্ব, অহংকার।

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

হাসান মাহবুব বলেছেন: হঠাৎ আমরা জেগে উঠেছি বেঁচে উঠেছি বলে মৃত্যুও তৎপর এখন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

ইনকগনিটো বলেছেন: হঠাৎ এক জীবন্ত আকাশে,
ক্যামন করে মৃত্যুর গন্ধ ভাসে।

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩

অদ্বিতীয়া আমি বলেছেন: সুন্দর
ভাল লাগল

হঠাৎ,
পিনপতন নীরবতা নামে
অবেলায়,
নিরালায় ..

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

লাবনী আক্তার বলেছেন: আমি বুঝি এখন আর বেঁচে নাই।

ভুত হয়ে গেছেন নাকি?? :P :P


খুব সুন্দর কবিতা!! ভালোলাগা রইল।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

ইনকগনিটো বলেছেন: মরেই তো আছি।


ধন্যবাদ, ভালো থাকবেন।

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

রাতুল_শাহ বলেছেন: সুন্দর কবিতা ভাই।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, রাতুল।

ভালো থেকো, ভাইয়া।

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৪

গ্রাম্যবালিকা বলেছেন:


ভালো আছি
আছি আনন্দে
হোক সকাল বা
নিঝুম সন্ধ্যে! :)

আনন্দে থাকুন
ছদ্মবেশী। :)
গদ্য না, লিখুন
পদ্য বেশি! :P

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩

ইনকগনিটো বলেছেন: গদ্য না, লিখুন
পদ্য বেশি!



খুশি হয়ে গেলাম! :)

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০১

স্বপনবাজ বলেছেন: বেচে নেই , লাশ হয়ে হাসি , লাশ হয়ে ঘুরি ! আর অবিশ্বাসের ঘোর থেকে বেরিয়ে এসে প্রশান্তির ছায়া চাই !

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।


বেঁচে থাকুক বাঙালী, বেঁচে থাকুক চেতনা।

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২১

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:

নস্টালজিক বলেছেন: বেঁচে আছি দ্রোহে, বেঁচে আছি শাহাবাগে!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬

ইনকগনিটো বলেছেন: :)

১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

রেজোওয়ানা বলেছেন: আসলেই কিছু ভাল লাগে না, কিছু একটা ভাংচুর হোক সব কিছু প্রবল ঝাকিতে নাড়িয়ে দিয়ে যাক!


ভিন্ন প্রসঙ্গ......বই এর জন্য অভিনন্দন

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, আপুমনি।

ভালো থাকা হোক নিরন্তর।

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

মাক্স বলেছেন: আমি বেঁচে আছি :P

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫

ইনকগনিটো বলেছেন: B-) B-) B-)

১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

একজনা বলেছেন: আমি বুঝি এখন আর বেঁচে নাই। অবাক হয়ে দেখি শ্বাসখানি তবু চলছে ঠিকই!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

ইনকগনিটো বলেছেন: জীবিত থেকেও যে মৃত, তাকে জীবন্মৃত বলা হয়।



অনেক ধন্যবাদ, একজনা। দীর্ঘজীবী হয়ে পৃথিবীতে ছড়িয়ে দিন আপনার আলো। শুভকামনা।

১৭| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:১০

কান্ডারি অথর্ব বলেছেন:


++++++++++++++++++++++++++++++++++++++

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:২৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

১৮| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৪

আমিনুর রহমান বলেছেন: অসাধারণ +++

১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.