নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

।---ফেরা---।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬







কে যেন একবার ছুয়েছিলো মন,

গুনে গুনে পা ফেলে

আবারো

সরে আসি আলগোছে,

দেখতে দেখতে কেটে গেছে

কতো

রৌদ্রকাল; সকাল বিকা্‌ল,

মধ্যরাতের কবিতা-সুর-গান,

রজনীগন্ধা,

তোমার ঘ্রানমাখা চুল, খোঁপা;

আর

মায়া-

ছোটে

পুলকে পুলকে,

আমার পিছে,

রাত নেমে গ্যাছে,

মলিন স্ট্রিটলাইট তবু জ্বলে;

স্বপ্নেরা

স্পুটনিক-

কেন ওড়ে,

আমার

কালো

আকাশে,

এপাশে ওপাশে,

থ্যালামাসে

গুপ্তচরবৃত্তি, জানে না কারা অরণ্যবাসী।

আমি একা প্রাণী

মাঝে মাঝে মনের ভুলে লোকালয়ে চলে আসি,

তারপর

তোমার বুকে মুখ ঘষি,

ওখানে পুরনো

মাটির

গন্ধ,

আর

কয় মুহূর্তের শান্তি জমে থাকে।





মন্তব্য ৪৪ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

লাবনী আক্তার বলেছেন: Nice!! ভালো লাগা রইল!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।


ভালো থাকবেন।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮

মাক্স বলেছেন: ৩য় ভালোলাগা!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

ইনকগনিটো বলেছেন: দ্বিতীয় ধন্যবাদ!! :)

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

একজন আরমান বলেছেন:
ভালো লাগলো।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।


ভালো থাকবেন। শুভকামনা।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮

বিবর্ণসত্তা বলেছেন: ৬ষ্ঠ ভালোলাগা

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

shfikul বলেছেন: +++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

আরজু পনি বলেছেন:

মুগ্ধ হয়ে ভালো লাগা জানিয়ে গেলাম আর






---------
ফেসবুক ডিএ্যাকটিভেট করা আছে :|

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫

ইনকগনিটো বলেছেন: হ্যা, সেটা আমি জানি। কারনটা আমি পরে বলবো। :| :|

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

স্বপনবাজ বলেছেন: সত্যি অসাধারণ !

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে।


ভালো থাকবেন ভাই।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

নুর ফ্য়জুর রেজা বলেছেন: মুগ্ধতায় ডুবে গেলাম কবি !! ভালো থাকুন আর লিখতে থাকুন আরও। ++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ ভাই। আপনাকে দেখে ভালো লাগলো।

ভালো থাকবেন, সারাক্ষন।

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

মামুন রশিদ বলেছেন: পুরোনো মাটির গন্ধ সবাইকেই টানে ।


সুন্দর । কবিতায় ভালোলাগা ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভাই।


একুশের শুভেচ্ছা, একরাশ ভালবাসা।

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৯

অদৃশ্য বলেছেন:




ইনকগনিটো

সুন্দর হয়েছে লিখাটি.... খুব ভালোলাগা জানালাম


শুভকামনা...

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

ইনকগনিটো বলেছেন: অদৃশ্য ভাই,

আপনার উপস্থিতি আমাকে সবসময় প্রেরণা যোগায়।

শ্রদ্ধা জানবেন। ধন্যবাদ পাঠের জন্য।


ভালো থাকবেন ভাই।

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০১

সায়েম মুন বলেছেন: খুব ভাললাগা রইলো।

অট. আপনার বইটা হাতে পেয়েছি। সুন্দর প্রচ্ছদ। আস্তে আস্তে সব গল্প পড়বো। :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, কবি।


প্রচ্ছদ পছন্দ হয়েছে শুনে ভালো লাগলো। গল্প পড়ে কেমন লাগলো অবশ্যই জানাবেন। অবশ্য সম্ভবত কিছু কিছু গল্প আগেই পড়েছেন।


ভালো থাকবেন, শুভকামনা।

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০

শুকনোপাতা০০৭ বলেছেন: অসাধারন :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, শুকনোপাতা।


ভালো থাকুন। শুভকামনা।

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮

ইনকগনিটো বলেছেন: ধইন্যা, ভ্রাতা। :)

১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৪

দূর্যোধন বলেছেন: ধনাত্মক !

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

ইনকগনিটো বলেছেন: একটা বড়সড় ধন্যবাদ।

একুশের শুভেচ্ছা।

১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

রাতুল_শাহ বলেছেন: বেশ ভাল লাগলো।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভাইয়া।

১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০২

ফালতু বালক বলেছেন: আমি একা প্রাণী
মাঝে মাঝে মনের ভুলে লোকালয়ে চলে আসি

লাইন খানা চরম লাগছে ভাই।
আপনের কবিতাও দেখি ঝাক্কাস। ;)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২

ইনকগনিটো বলেছেন: ধইন্যাপাতা। :)

১৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

একজনা বলেছেন: বাহ! ভাল লাগা রইল।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, একজনা।


ভালো থাকবেন। একুশের শুভেচ্ছা।

১৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫

নক্ষত্রচারী বলেছেন: সুন্দর !

ভালো থাকবেন ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, নক্ষত্র থেকে নক্ষত্র ভ্রমণকারী।

ভালো থাকবেন।

১৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭

জাকারিয়া মুবিন বলেছেন: কবিতায় ভাললাগা জানিয়ে গেলাম।


অনুসারিত।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে।


ভালো থাকা হোক।

২০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

আমি সাজিদ বলেছেন: ভালো লাগলো,ছদ্মবেশী ভাইয়া।

আপনার তুলনা আপনি নিজেই।:)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ , সাজিদ।


ভালো থাকা হোক, সারাক্ষন।

২১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৫

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

২২| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৮

আমিনুর রহমান বলেছেন: দেখতে দেখতে কেটে গেছে
কতো
রৌদ্রকাল; সকাল বিকা্‌ল,
মধ্যরাতের কবিতা-সুর-গান,


চমৎকার।

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৭

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, আমিনুর রহমান।

ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.