নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

দ্রোনদের প্রেতাত্মা, ভালোবাসা, অথবা আত্মহত্যা বিষয়ক কথকতা।।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮







ঘরে একটা মৃতদেহ পড়ে আছে। মেয়েটার ঠিক বিশ্বাস হয় না। ক্যানো য্যানো ভাবে ছেলেটা ঘুমিয়ে আছে। ও বিস্ফোরিত চোখে আরও একবার তাকায়। কে বলবে, এই ছেলেটা কাল রাতে তাকে স্বর্গ দেখিয়েছিলো। ছেলেটার ডান পাশে পড়ে আছে ম্যাণ্ডোলিনটা। অবিরল রক্তের ধারা বুঝি স্বর্গস্রোত। সুরেরা ভেসেছিলো কাল, আজও হয়তো আশেপাশেই আছে। বাতাসের নেশায় চুর হয়ে আছে।



মেয়েটা এগিয়ে আসে। ছেলেটার চোখদুটো খোলা। ক্যামন য্যানো ঘোলা। মেয়েটা তো কালও ওখানে স্বপ্ন দেখেছিলো। ছেলেটাকে শেষ পর্যন্ত ভালবেসেছিলো।



ও ছিলো সুরের কারিগর। তারে বাঁধা জীবন। সেই তারের মাঝেই বসবাস ছিলো মেয়েটার, সঙ্গোপনে। মেয়েটার সজোরে হাঁটু ভেঙে আসে। উষ্ণ ঠোটটা ছুঁয়ে যায় শীতল ঠোটখানা। পাগলের কাণ্ডকারখানা। উষ্ণতা ছড়াতে চেয়েছিলো, ও গ্রহণ করেনি। ও বরং মৃত্যুকে গ্রহণ করেছে। কি অবলীলায় জীবনটাকে একটা প্রহেলিকা বানিয়েছে, ভেবে পায়না সে।



একবার ছেলেটার হাত তুলে নেয় মেয়েটা। ওখানে নেই কোন স্পর্শের টান, ওটা আর ঘুরে ফিরে খোঁজে না ওর শরীরের ভাঁজ। কোন এক শান্ত নদী ছিলো ছেলেটার বুক। সেই নদীতে এখন কোন ঢেউ নেই। নদী শুকিয়ে গেছে। মেয়েটা চমকায়। মাত্র এক রাতে রুপকথার সেই নদী কোথাকার কোন যেনো মরুভূমি হয়ে গেছে।



ছেলেটা আধপাগলা। খামখেয়ালী। কি সব বলতো আবোল তাবোল। একদিন হাসি ঠাট্টায় বলেছিলো- কারো ভালোবাসা পেলে না বলে কয়ে কোথায় যেনো চলে যাবে। এই ছিলো মনে! মেয়েটাও যে আবেগী। ছেলেটাকে ভালোবাসা ছাড়া তার কোন উপায় কখনোই ছিলো কি?



টেবিলের উপরে পড়ে আছে লাল মলাটের গানের খাতা। জীবনের মতো ওটারও পাতা সব শেষ। ভরে গেছে আঁকিবুঁকি আর প্রলাপে। অর্থহীন সংলাপে। মেয়েটা পাতা উল্টায়। যদি বা ছেলেটা কিছু বলে যায়!



একটি পাতা বিবর্ণ। কে জানে, কিভাবে ওটা থেকে রঙ উঠেছিলো। ওটা এতোদিন খালি ছিলো। কি অদ্ভুত! ছেলেটা ভালোবাসা পেয়ে আত্মহত্যা করেছিলো! পাতা কাল রাতে শেষ পর্যন্ত ভরেছে। পূর্ণতা। লেখা যেটা আছে ওটা আসলে কি? কবিতা, গান না চিঠি?



পাতায় লেখা-



"গতকাল রাতে তুমি যাওয়ার পর আমি বসে ছিলাম এক ফাঁপা নলের ভিতর

গুটিসুটি মেরে, তারপর দেখি-

মেঘেরা উড়ে গেছে পাতিহাঁস হয়ে, এখনো পড়ে আছে তোমার গন্ধ,

কোত্থেকে

মাটি ফুঁড়ে একরাতে জন্মেছে ইউক্যালিপটাস অরণ্য,

আহা, আর একবার বাজাতে চাই

আমার ম্যান্ডোলিন,

এক রাতের পর বাজবে না কখনো আর,

উঁচু হয়ে আছে মন,

এই বুঝি ছুঁয়ে দিলো

অ্যাস্ট্রোমিটার,

আমার বুকে ভর করেছে দ্রোনদের প্রেতাত্মা,

দ্রোনদের চেনো?

একবার খোঁজ নিও,

অথবা লেমিঙদের দলের সাথে

কখনো

দেখা হলে জিজ্ঞাসা করো, ওরা দেবে ঠিকানা;

বাতাসের কান্না

দীর্ঘ,

ফোলা

ও ফাঁপা,

নলের ভেতর বসে থেকে আমি দেখেছি গোলাকার

না না,

একটা সরলরেখার চাঁদ,

আমি কি বদ্ধ উন্মাদ? হতে পারি,

বলেছিলাম- একবার কেউ যদি ভালবাসে, করবো আত্মহত্যা,

তখনো জানতাম না, মৃত্যু অবশ্যম্ভাবী।

তোমার স্পর্শে এক অদ্ভুত উন্মত্ততা,

আমাকে বেঁধে রাখো, জ্বলন্ত

ইউফোরিয়া,

ঘামে ভিজেছে বিছানা,

তোমার শরীরের গন্ধ ওখানে লেগে ছিলো অনেকক্ষণ,

অথবা

মৃত্যুর আগে

ইউক্যালিপটাসের গন্ধে করেছি আরেকবার

হস্তমৈথুন,

তারপর মরচে পড়া ছুরিটায় শান দিয়েছি,

রোদে পোড়া ছুরি,

চাদে পোড়া ছুরি,

তাম্রশালা,

তোমাকে ভেবে, এই যে এমনই

কেটে যাবে

আমার মৃত্যুকাল, তার পরে

যদি কোন কাল থেকে থাকে-

মইঅলা,

তারও পরে,

অনেক পরে,

আরও একটা বহুকাল।

আমি একজন সুখী মানুষ, জানো

তুমি অকস্মাৎ ডান হাতের তর্জনী ঘষে ঘষে

বদলে দিয়েছো অনেক কিছু

অপেক্ষায় পুড়েছে কতো সূর্য,

গ্রহ-তারা-নক্ষত্র কারো জন্য,

তারপর-

অকস্মাৎ

তুমি এলে আর আমি,

ভালোবাসা পেয়ে ছুরি দিয়ে ক্যারোটিড কেটে

করছি আত্মহত্যা,

আহা কি সুখ, অদ্ভুত; তুমি জানো না!

আমার বুকে ভর করেছিলো দ্রোনদের প্রেতাত্মা।

কখনো আর হবে না দ্যাখা, অনেকটা

চুরি করেই নিয়ে নিলাম তোমার প্রেমের উষ্ণতা,

পৃথিবীতে রয়ে গ্যালো আমার একটু খানি

খামখেয়ালীপনা,

আর

কয় আকাশ পূর্ণতা।"

মন্তব্য ৫১ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

সোহাগ সকাল বলেছেন: পড়তেছি। আশা করছি চরম লাগবে। :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

ইনকগনিটো বলেছেন: পড়ো। :)

আশা ভাঙলে আমার দোষ নাই।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

robi82 বলেছেন: অনেক আজাইরা পোস্টের মাঝে একটা চরম কিছুর স্বাদ পাইলাম। ধইন্যা..

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

ইনকগনিটো বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।


ভালো থাকবেন। শুভকামনা।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

সোহাগ সকাল বলেছেন: যা ভেবেছিলাম।
কষ্ট! :(

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

ইনকগনিটো বলেছেন: কষ্ট, কবিতার একটা অংশ।

পাঠের জন্য ধন্যবাদ সোহাগ, ভালো থাকা হোক, আনন্দে থাকা হোক।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

জাকারিয়া মুবিন বলেছেন: অদ্ভুত লাগলো।

পরিনত, সহজবোধ্য, শৈল্পিক লেখা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, জাকারিয়া মুবিন সাহেব। ভালো লাগলো আপনার মন্তব্য।


ভালো থাকবেন। শুভকামনা আপনার জন্য।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৫

ভুল উচ্ছাস বলেছেন: ডাক্তার সাহেব আপনি সব সময়ই স্পেশাল লিখেন। দুর্দান্ত থিম আর সেই সাথে বর্ণনার প্রকাশ, শব্দ চয়ন, কবিতা কাব্য চিঠি, সব মিলিয়েই কাটাছেড়া করে দেখলাম এইটা একটা অসাধারন লেখা।

আচ্ছা এক রাতের ভালোবাসা নিয়েই কেউ চলে যেতে পারে? এরকম অদ্ভুত খামখেয়ালীপনা। অসাম।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

ইনকগনিটো বলেছেন: হয়তো এইটুকুই পাওয়া বাকি ছিলো। পাওয়া শেষ, চলে গেছে সে।

মানুষ পৃথিবীতে অপূর্ণতা নিয়ে বেঁচে থাকে। সারাজীবন পূর্ণতার পিছে ছুটে চলে বলে তাকে বেঁচে থাকতে হয়।

ধন্যবাদ, ভুল উচ্ছ্বাস। ব্লগে স্বাগতম। ভালো থাকা হোক নিরন্তর।

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৪

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: অদ্ভুত... কি যেন বাকি রয়ে গেলো...

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

ইনকগনিটো বলেছেন: বালকের অনেক কথাই বলার ছিলো। বলতে আর ইচ্ছা করলো না হয়তো।


বাউন্ডুলে সাহেব, ধন্যবাদ। ভালো থাকবেন অনেক।

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৬

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: অদ্ভুত সুন্দর।
+++++++

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ, স্বপ্নবাজ সাহেব।


শুভকামনা আপনার জন্য। ভালো থাকবেন।

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

সায়েম মুন বলেছেন: টাচি একটা লেখা!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪

ইনকগনিটো বলেছেন: কবির মন স্পর্শ করলো লেখাটা তাহলে? শুনে ভালো লাগলো।


অনেক শুভকামনা কবির জন্য। ভালো থাকা হোক সবসময়।

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০১

শের শায়রী বলেছেন: কি অসাধারন লেখা। শিরোনামেই চোখ আটকে গিয়েছিল। এক নিশ্বাসে পড়ে ফেললাম। অভিনন্দন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫

ইনকগনিটো বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ, প্রিয় ব্লগার।

ভালো থাকবেন। শুভরাত্রি।

১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১

স্বপনবাজ বলেছেন: অদ্ভুত সুন্দর।
+++++++

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ পাঠের জন্য, স্বপনবাজ সাহেব।


শুভেচ্ছা এবং শুভরাত্রি।

১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

বৃতি বলেছেন: অনেক ভাল লিখেন আপনি । যন্ত্রশহরে কিছুটা মানবিকতা খুঁজে পাই ।
কেমন আছেন?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

ইনকগনিটো বলেছেন: অনেকদিন কেউ এভাবে জিজ্ঞাসা করেনি, কেমন আছি।
উত্তরে কি বলবো ঠিক বুঝতে পারছি না। ভালোই, কারন বেঁচে থাকা আসলে অনেক বড় কিছু।

আপনাকে এখানে দেখে ভালো লাগছে।

১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

ইনকগনিটো বলেছেন: ধইন্যা, প্রিয় বড় ভাই। (হার্ট সাইন দেওয়া যায় না সামুতে)

ভালো থাকা হোক সবসময়।

১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫

একজনা বলেছেন: টাচি কিন্তু মন খারাপ করা। একরাত ভালোবাসা তারপর মৃত্যুকে আলিংগন!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫

ইনকগনিটো বলেছেন: মৃত্যু একটা খুব ছোট প্রক্রিয়া। আমরা সবসময় বড় ভাবি।

পাঠের জন্য ধন্যবাদ।


ভালো থাকবেন।

১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৬

মাক্স বলেছেন: আপনার এইবারের পোস্ট দিতে বোধহয় একটু বেশীই দেরি হয়ে গেল?
তবে এইরকম একটা লেখা পড়ার পরে আর দেরীটাকে বেশী মনে হচ্ছে না। আসাধারণ লিখেছেন+++++

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

ইনকগনিটো বলেছেন: পোস্ট দেওয়ার মতো অনেক লেখাই জমে আছে। তবে মাঝে মাঝেই দিতে ইচ্ছা করেনা।


ভালো থাকবেন মাক্স ভাই। অনেক ভালো।

১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪

অথৈ সাগর বলেছেন:
ভিন্য মাত্রার অসাধারন লেখা ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ অথৈ সাগর।

ভালো থাকা হোক নিরন্তর।

১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

জাকারিয়া মুবিন বলেছেন:


অ: ট: কিছু মনে করবেন না। ছোট হোক বা বড়, "সাহেব" বলার চেয়ে "ভাই" বললে আপন মনে হয়। "সাহেব" শব্দটা কেমন যেন দুরে সরিয়ে দেয়।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

ইনকগনিটো বলেছেন: আমার কাছে কিন্তু ভালোই লাগে।

তবু আচ্ছা, ঠিক আছে মুবিন ভাই। আপনার কথাই থাকলো।

ভালো থাকবেন। শুভেচ্ছা।

১৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: মন খারাপ হয়ে গেল ত.........।

অসাধারন লেখা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, মেহেদী।


ভালো থাকা হোক।

১৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭

মুনসী১৬১২ বলেছেন: চমৎকার

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ মুনসী। :)

শুভকামনা।

১৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮

লেজকাটা বান্দর বলেছেন: এক রাতের প্রচণ্ড ঝড়ের পর
ছেলেটা চলে গেল না ফেরার দেশে
মৃত্যুর আগে
ঠিক আগে
তার ক্যানো যেন মনে হচ্ছিল
এই ভালোবাসা এই শরীরের উন্মত্ততা এই মধুর তিক্তমধুর স্মৃতি
একবার যদি হারিয়ে যায়
একবার যদি ছেলেটা বুঝতে পারে একবার যদি সে দেখতে পায়
ভালোবাসা বলে কিছু নেই
সহ্য করা সম্ভব নয় এমন অসম্ভব অথচ কি প্রচণ্ডভাবে সম্ভব সত্য
তাই তো
কাউকে না বলে
এক রাতের সুধায় তৃপ্ত পরিতৃপ্ত ছেলেটা
নিজেই বেছে নিল নিজের মৃত্যুকে।

০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:০৫

ইনকগনিটো বলেছেন: হম।

২০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৯

আত্নভোলা বলেছেন: ডক, মেডিকেলের এত কড়া পড়াশুনার পরেও আপনি সৃষ্টিশীলতার যে ফুলঝুরি ছোটান তাতে অভিভূত না হয়ে পারা যায় না. বিষন্ন ভালোলাগা!

০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:১৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, আত্মভোলা।


ভালো থাকা হোক। শুভকামনা।

২১| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৫৩

মামুন রশিদ বলেছেন: অস্থির সময়ের ভেতর দিয়ে হাঁটছি । হঠাৎ যেন ঘোর লাগা মায়াবী আবেশে ভরে গেলো মন ।



সত্যিই অসাধারন হয়েছে :)

০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:০৬

ইনকগনিটো বলেছেন: এখন অস্থির সময়,
তারপর হঠাৎ করেই কি যেন হয়।

মন খারাপ, মন ভালো , শান্ত মন অথবা বিদ্রোহ, ঢেউ এর মতো।


ধন্যবাদ মামুন ভাই, ভালো থাকবেন সবসময়।

২২| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১:১৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ভাল লাগলো

০২ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৪৭

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, মাসুম আহমদ।

ভালো থাকবেন।

২৩| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৪৫

গ্রাম্যবালিকা বলেছেন:


আমি কি বদ্ধ উন্মাদ? হতে পারি,
বলেছিলাম- একবার কেউ যদি ভালবাসে, করবো আত্মহত্যা,
তখনো জানতাম না, মৃত্যু অবশ্যম্ভাবী।

ছেলেটা মরে গেলো?! উহু :( ভালোবাসা পেয়ে মরবে কেন?!! :( খুব কষ্ট লাগছে পড়ে।

আজ জিজ্ঞাসা করলে বলবো, আমি ভালো নেই, কবিতা পড়ে কষ্ট লাগছে। /:)

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৫৮

ইনকগনিটো বলেছেন: লেখক বলেছেন: একমাত্র ভালবাসারই অভাব ছিলো বোধ হয়। পেয়ে গেছে, তাই মরে গেছে। :|


মাঝে মাঝে কষ্টে থাকা ভালো। শুনে ভাল্লাগতেসে। B-) B-)

২৪| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:০১

গ্রাম্যবালিকা বলেছেন: তাহলে কেউ যেন ছেলেটাকে ভালোনাবাসে, তবু সে বেঁচে থাকুক। :)


ইভিল ইনকগনিটো! মানুষের কষ্ট শুনে মজা পায়! হুহ X( X(( /:) :( :((

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:০৪

ইনকগনিটো বলেছেন: ক্যান, ছেলেটাকে একটু ভালবাসলে কি হয়? /:) /:) /:) কারো তো কোন ক্ষতি নাই।


খালি শয়তানি! খালি আমি একাই ইভিল না। সাথে আরও দেখতেছি! B-)) B-)) B-))

২৫| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৩

কাওছার০ বলেছেন: চমতকার
:)

১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৭

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

২৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৯

আমিই আমিমুল বলেছেন: যতবার পড়ি, অবাক হয়ে যাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.