নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা; পূর্বের কথা।।

০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৪:০৩











একদিন পথে নেমে দেখি বেমালুম ভুলে গেছি

শামুকের নিবাস, চারপাশে শুধু মৃত পাখিদের পদচি‎‎‎হ্ন,

মাথার দু হাত উপরে সূর্য, আমার চুলও

ক্যামন ভাসছে তপ্ত বাতাসে,

অবাধ্য

আমার চুল; বড় হয় গাছের মতো

আমার চুল; ওরা বেড়ে ওঠে মৃত্যুর প্রয়োজনে,

কাল রাতের পরেই হুট করে মধ্যাহ্ন নেমেছে,

আসো,

তুমি আর আমি মিলে প্রতিবর্তে একটা ঝড় সৃষ্টি করি-

তারপর একসময় অন্ধকার হবে পৃথিবী,

একটি সূর্যের অপমৃত্যু দেখার জন্য

আর কতোকাল বসে থাকবো

অশান্ত চোখ নিয়ে,

তোমাকে যদি পাই,

আমি চলে যেতে চাই, তারপর যেতে চাই মরে

আমার অশান্ত চোখ, তার ঘোরাফেরা দেয়ালে দেয়ালে,

আমার অশান্ত চোখ, উন্মত্ত সমুদ্রের ঢেউ এ

আমার অশান্ত চোখ, এক টুকরো জ্বলন্ত কাঠ এ

আমার অশান্ত চোখ, তোমার দেহের প্রতিটা বাক এ

আবদ্ধ বলয়,

যেতে যেতে আর একবার ফিরে এলাম,

ম্যান্ডোলিন;

ধুলো মাখা যৌথ স্বপ্ন তোমার আমার,

গর্তে বাসা বেঁধেছে সৌরকুচি, আমি কি খুঁজি,

আহা, চারপাশে জমে আছে গভীর নেশাময় রৌদ্র,

বইছে তপ্ত বাতাস, পুড়ছে আমার দেহ,

কতো শত রৌদ্র-রঙের ভিড়ে

শামুকের রঙও নাকি প্রতিমুহূর্তেই পরিবর্তিত হয়,

শুনেছি-

যদিও দেখিনি কখনো, তবে অনেকটা পথ ফিরে এসে



একটি সূর্যের অপমৃত্যুর অপেক্ষায় আছি।































(অপেক্ষা; পূর্বের কথাঃ

দ্রোনদের প্রেতাত্মা, ভালোবাসা, অথবা আত্মহত্যা বিষয়ক কথকতা এর পূর্বাংশ।)

মন্তব্য ৪৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৩

জাকারিয়া মুবিন বলেছেন:
চমৎকার লাগলো।

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:৪৬

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, পাঠের জন্য।

ভালো থাকা হোক, মুবিন ভাই।

২| ০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

হাসান মাহবুব বলেছেন: মুগ্ধপাঠ!

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:৫৩

ইনকগনিটো বলেছেন: শুনে খুব ভাল্লাগলো।

ধইন্যা, ভ্রাতা!

৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকার লিখেছেন, মুগ্ধ হলাম,,,,,,,,

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:০২

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ, লায়লা আপা।

ভালো থাকা হোক। শুভকামনা।

৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:০৫

মুনসী১৬১২ বলেছেন: দুর্দান্ত

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:০৭

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, মুনসী।

ভালো থাকা হোক।

৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:২৮

মাক্স বলেছেন: আরো অনেক পড়ালেখা করতে হবে আমার।
শুধু এটুকুই বুঝলাম।

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৩৫

ইনকগনিটো বলেছেন: আমারও অনেক পড়ালেখা করতে হবে। লেখালেখি ছাইড়া দেওয়া লাগবে। নাইলে ক্যারিয়ার গোল্লায় যাবে। /:) /:) /:)


ধইন্যা পাঠের জন্য, মাক্স ভাই। পোস্ট দিসেন দেখলাম। পড়া হয়নাই, পড়ে নিবো সময় করে।

ভালো থাকবেন।

৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:৫৪

সায়েম মুন বলেছেন: সুন্দর। অনেক ভাললাগা!

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৩৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, কবি।

শুভেচ্ছা।

৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:০১

আরজু পনি বলেছেন:

গতকাল কেন যেন মনে হচ্ছিল, যেদিন ইনকগনিটো পোস্ট দিবে সেদিনই যেন লেখাটা আমি নগদ নগদ পড়তে পারি...যাই হোক পেয়ে গেলাম :-B

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৪১

ইনকগনিটো বলেছেন: এহ! আর আমিও খুশি হয়ে গেলাম!


ধন্যবাদ, প্রিয় আরজুপনি।

ভালো থাকুন সবসময়। অনেক ভালো। :)

৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৩১

স্বপনবাজ বলেছেন: অসাধারণ কবি !

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৪২

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ, ভাই।

শুভেচ্ছা। হ্যাপি ব্লগিং।

৯| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:১৬

গ্রাম্যবালিকা বলেছেন:


তোমাকে যদি পাই,
আমি চলে যেতে চাই, তারপর যেতে চাই মরে
আমার অশান্ত চোখ, তার ঘোরাফেরা দেয়ালে দেয়ালে,
আমার অশান্ত চোখ, উন্মত্ত সমুদ্রের ঢেউ এ
আমার অশান্ত চোখ, এক টুকরো জ্বলন্ত কাঠ এ
আমার অশান্ত চোখ, তোমার দেহের প্রতিটা বাক এ

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:২৯

ইনকগনিটো বলেছেন: আবদ্ধ বলয়,
যেতে যেতে আর একবার ফিরে এলাম।

১০| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৩

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: একবার নয়, বেশ কয়েক বার পড়লাম। অসাধারন!

০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৩২

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ।

শুভ সকাল।

১১| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০২

মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: অসাধারন!!!!!!!!!!!!!!!!!!!

০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ। :)

১২| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৮

শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা ভাইয়া!

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৪

ইনকগনিটো বলেছেন: ধইন্যা!

১৩| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৩

অদ্বিতীয়া আমি বলেছেন: সুন্দর ! পড়তে অনেক ভাল লেগেছে ।

০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে, অদ্বিতীয়া আমি।

ভালো থাকবেন।

১৪| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৮

shfikul বলেছেন: +++

০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

১৫| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৬

বৃতি বলেছেন: সুন্দর!

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:২১

ইনকগনিটো বলেছেন: রুপা।

১৬| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১২

অদৃশ্য বলেছেন:




ইনকগনিটো

লিখাটি বেশ ভালো লাগলো আমার...


শুভকামনা...

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২১

ইনকগনিটো বলেছেন: শুনে খুব ভালো লাগলো।


ভালো থাকবেন ভাই। শুভকামনা।

১৭| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৮

একজন আরমান বলেছেন:
চমৎকার।

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

১৮| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৫

আমিনুর রহমান বলেছেন: +++

১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

১৯| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:

+++ চেষ্টা করেছিলাম প্লাস দিব না কিন্তু না দিয়ে পারছিনা। ;)

১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

ইনকগনিটো বলেছেন: আহারে!

থাক, ধন্যবাদ নিন। দিয়েই যখন ফেলসেন।

ভালো থাকবেন। :)

২০| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

শুকনোপাতা০০৭ বলেছেন: খুব সুন্দর কবিতা :)

১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভাই :)

২১| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মুগ্ধপাঠ।

১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভাই। :)

২২| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৩

বোকামন বলেছেন: +++

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৬

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.