নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

।।--অপেক্ষা; দ্বিতীয় খণ্ড--।।

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৮









আবারো রাত হলে ফিরে আসা হয়

আমার ডেরায়, অপলক চোখ উঠে এসে ঝুলে থাকে

জানালায়, নির্ঘুম রাত; বলি-অন্যসব কাজকর্ম

ফেলে এইখানে রুমের কোনা চষে বেড়াও, ছাগলের বাচ্চা

জানো না আমি এমনিতেই ব্যাধিগ্রস্ত? জানি ক্যানো ঘুরো ফিরো,

এখন নয়,

একদিন খবর দিলে এসে নিয়ে যেয়ো

হলুদ চাদরে মোড়ানো,

প্যাঁচানো,

একটা খর্ব- কৃশ, ক্লিষ্ট দেহ,

এক ছাঁচে পঁচিশটা

গোলাপি কাঁচ-খণ্ড রেখে একটা আগুন জ্বালাবো,

সেই আগুনে আমার চাদর পুড়িয়ো।

মন্তব্য ৪২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪০

কালোপরী বলেছেন: :)


+++++++++

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

২| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪২

বোকামন বলেছেন: একদিন খবর দিলে এসে নিয়ে যেয়ো

ভালো লাগলো .....

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৫

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, বোকামন।

৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লাগল। :)

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৫

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভাই।

৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৯

সোনালী ডানার চিল বলেছেন:
অপেক্ষার বিবশ বিষন্নতা ভালোলাগলো খুব!!

শুভকামনা...............

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ বন্ধু।

ভালো থাকা হোক।

৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩০

শুঁটকি মাছ বলেছেন: গোলাপি কাঁচ-খণ্ড রেখে একটা আগুন জ্বালাবো,
সেই আগুনে আমার চাদর পুড়িয়ো।
সুন্দর হয়েছে !!!!!!!

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, শুঁটকি!

৬| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৩

স্বপনবাজ বলেছেন: সুন্দর !

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ২:৩৬

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৯

জাকারিয়া মুবিন বলেছেন:
ভাল্লাগছে।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৩

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৬

মুনসী১৬১২ বলেছেন: ভালো লাগা

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৬

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৫

মামুন রশিদ বলেছেন: এক ছাঁচে পঁচিশটা
গোলাপি কাঁচ-খণ্ড রেখে একটা আগুন জ্বালাবো,
সেই আগুনে আমার চাদর পুড়িয়ো।


কবির এতো আয়োজন করে চাদর পুড়ানো ভালো লাগলো ;)

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৮

ইনকগনিটো বলেছেন: পাঠকের মন্তব্যও ভালো লাগলো ;) ;)


ধন্যবাদ মামুন ভাই, ভালো থাকবেন।

১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: আমাদের বর্তমান কবিতা জগতে অপবাস্তবতার পদচারণা বেশ সশব্দ, কান না পাতলেও শোনা যাচ্ছে। এখনকার কবিতা গুলো কোন নিয়মে বাধা থাকে না, তাই মগ্ন হওয়া যায় খুব সহজে, তেমনি মোহ টুটে যেতেও সময় লাগে না। নিখুঁত প্লেজার রিডিং উইদআউট এনি ডেপথ।

তবে নিশ্চয়, প্রতিভাবানেরা তাঁদের স্বাক্ষর রাখছেন অবলীলায়, তাঁদের কথা আলাদা। আপনার কবিতাও, ভাল লাগলো।

+

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪২

ইনকগনিটো বলেছেন: আমাদের কবিতা ধারা পরিবর্তিত হচ্ছে অনেক বেশি। এই পরিবর্তন আমার ভালোই লাগে। কবিতা জিনিসটা আগের মতো আর গৎবাধা নেই।


খুব ভালো লাগলো আপনার মন্তব্য, প্রোফেসর শঙ্কু । ভালো থাকা হোক।

১১| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৬

মহামহোপাধ্যায় বলেছেন: ভালো লাগলো।

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

১২| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নাইস ওয়ান কবি।

শুভেচ্ছা।

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৭

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, কবি।

শুভকামনা আপনার জন্য।

১৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৭

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

ইনকগনিটো বলেছেন: ধইন্যা, ভাই।

১৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৯

একজন আরমান বলেছেন:
সেই আগুনে আমার চাদর পুড়িয়ো।
ভালো লাগলো।

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৮

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

১৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০১

নাজিম-উদ-দৌলা বলেছেন: অস্থির!

০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভাই।

ভালো থাকবেন।

১৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫০

রহস্যময়ী কন্যা বলেছেন: গোলাপি কাঁচ-খণ্ড রেখে একটা আগুন জ্বালাবো,
সেই আগুনে আমার চাদর পুড়িয়ো।
১০ম ভালোলাগা ভাইয়া... :) :) :) :)

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, আপু।

ভালো থাকা হোক।

১৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৩

টাইলুং বলেছেন: কবিতা কঠিন লাগে।

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৫

ইনকগনিটো বলেছেন: :) পড়ার জন্য ধন্যবাদ।

১৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৯

ভিয়েনাস বলেছেন: পড়তে চমৎকার লাগলো ব্রো :)

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভিয়েনাস।

শুভকামনা আপনার জন্য। :)

১৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


+++++++++++++ !

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, রাজকন্যা।

২০| ১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

নক্ষত্রচারী বলেছেন: শব্দের কারুকাজ ভাল্লাগসে কবিতাটিতে ।

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৭

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভাই।

ভালো থাকবেন।

২১| ১৫ ই মে, ২০১৩ বিকাল ৫:২৮

আমিনুর রহমান বলেছেন:

ভালো লাগলো +++

০১ লা জুন, ২০১৩ বিকাল ৩:০৩

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.