নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

।---বিভ্রম---।

০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৮







একটা অদ্ভুত পৃথিবীতে বড় হোয়ে উঠি।সারাক্ষন একটা শূন্য বেঞ্চি, আর কেউ কি পড়তে পারে নেমে আসা একরাশ ঝাঁকরা চুলের মাঝে বিষণ্ণ চোখ? চোখ মেলে নিঃস্ব হয়েছি, আর এখানের আকাশটা একটা ছাই রঙা ঝুড়ির মতো। কারন ছাড়াই ওটা শূন্যে ঝুলে আছে। পড়ে গেলে এখানের দমবন্ধ ভাবটা একটু কমে যেতো। এখানে কেউ নেই। নেই নেই নেই। আর আমি এখানের থেমে থাকা নিস্তব্ধতা দেখেই মুগ্ধ হই।



তারপর,

আমার মতোই একে একে বেড়ে ওঠে এখানের প্রতিটা ঘাস,

এমনকি টের পেয়ে কোত্থেকে দেখি, শনশন শব্দ তুলে

এসেছে ঠাণ্ডা বাতাস, আকাশটা তখনও একটা তলাহীন ঝুড়ির মতো

এবং আমি অনীহা বশত,

বসে থাকি চুপচাপ, আমি চাইলে চিৎকার করতে পারতাম,

ভেবেছিলাম, একদিন প্রাণ খুলে একটা চিৎকার করবো-

আর বিদীর্ণ হবে এই পৃথিবী, কেউ কি জানে আমি কতোকাল থেমে আছি

একটা পুরনো, এবড়ো খেবড়ো পাথরের মতো

প্রাণহীন, শুধু জ্যান্ত হোয়ে আছে আমার দুই চোখ

বিষণ্ণ, তোমার জন্য,

এবং আমি শুধু তোমাকেই দেখি



___________তোমাকে

_______________দেখি

_________________ছাই রঙা আকাশে

_________________এক চৈত্র মাসে

_________________এলোমেলো, লম্বা হয়ে ক্রমশ নুয়ে পড়া ঘাসে



_______________তোমাকে

______________দেখি

________আমার ব্রহ্মাণ্ডে

____কোন বিদ্যুৎ চমকে,

______এক চিলতে

_________আলোকে,

____________পুলকে,

_______________ছলকে,



_আবার

___তোমাকে

_______দেখি,



________তোমাকে

___________দেখি

_____________ মুগ্ধ হোয়ে



__তারপর

______থেমে

_________থাকি,



আবারো

বিষণ্ণ চোখে।

একটা পাথর হোয়ে।

একগাদা কষ্ট নিয়ে।

একটা আটকে পড়া চিৎকার নিয়ে।



তুমি আমার বিভ্রম। তবু তোমাকে দেখি। এখানে তুমি নেই। এখানে কেউই নেই।



মন্তব্য ৬৮ টি রেটিং +২২/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

স্বপনবাজ বলেছেন: মুগ্ধ ++

০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

২| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২০

সোনালী ডানার চিল বলেছেন:
আমি এখানের থেমে থাকা নিস্তব্ধতা দেখেই মুগ্ধ হই।

আর আমি আপনার লেখায় মুগ্ধ হলাম।।

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ বন্ধু।

ভালো থাকা হোক।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৫

মামুন রশিদ বলেছেন: _______________তোমাকে
______________দেখি
________আমার ব্রহ্মাণ্ডে
____কোন বিদ্যুৎ চমকে,
______এক চিলতে
_________আলোকে,
____________পুলকে,
_______________ছলকে,

_


একটা গল্প পড়ার মানসিক প্রস্তুতি নিয়েছি এবং পড়তে শুরু করেছি । গল্পের ভূমিকা পুরোটা পড়ার আগেই হঠাৎ নিজেকে আবিষ্কার করি কবিতার মুগ্ধতায় । দারুন ;)

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০২

ইনকগনিটো বলেছেন: একরাশ ধইন্যাপাতা, ভাই। :) :)

৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৮

জাকারিয়া মুবিন বলেছেন:
অন‍্যরকম ভাললাগা।

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভাই।

ভালো থাকবেন।

৫| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০২

তন্ময় ফেরদৌস বলেছেন: ++++++++

ওয়ারফেইজের তোমাকে গানটার কথা মনে পড়ে গেলো।

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪০

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ, তন্ময় ব্রো।

ভালো থাকা হোক সবসময়।

৬| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩১

হাসান মাহবুব বলেছেন: সুন্দর +++

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৬

ইনকগনিটো বলেছেন: ধইন্যাপাতা ভাই।

৭| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২০

একজন আরমান বলেছেন:
ভেবেছিলাম, একদিন প্রাণ খুলে একটা চিৎকার করবো-
আর বিদীর্ণ হবে এই পৃথিবী, কেউ কি জানে আমি কতোকাল থেমে আছি
একটা পুরনো, এবড়ো খেবড়ো পাথরের মতো
প্রাণহীন, শুধু জ্যান্ত হোয়ে আছে আমার দুই চোখ
বিষণ্ণ, তোমার জন্য,
:| :| :|

১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৩

ইনকগনিটো বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ।

৮| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৮

আরজু পনি বলেছেন:

:|

১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৭

ইনকগনিটো বলেছেন: কেমন আছেন?

৯| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: মুগ্ধ হয়ে পড়লাম! দারুণ!!
খুব সুন্দর! :)

১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৩

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

১০| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩২

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর!!!

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

ভালো আছেন?

১১| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৭

সায়েম মুন বলেছেন: তুমি আমার বিভ্রম। তবু তোমাকে দেখি। এখানে তুমি নেই। এখানে কেউই নেই।
----মাঝে মাঝে অনেকের এরকম হয় বোধয়। ভাল লাগলো লেখাটা।

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৭

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভাই।

ভালো থাকবেন।

১২| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৭

শুকনোপাতা০০৭ বলেছেন: তুমি আমার বিভ্রম। তবু তোমাকে দেখি। এখানে তুমি নেই। এখানে কেউই নেই।
অনেক ভালো লাগল... :(

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, শুকনো পাতা।

শুভকামনা।

১৩| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৭

আশিক মাসুম বলেছেন: হুম ভালো।

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

১৪| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৪

মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: বরাবরের মত অসাধারন।

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, মেহেদী।


ভালো থাকা হোক।

১৫| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৫

অপর্ণা মম্ময় বলেছেন: ভেবেছিলাম গল্প , পড়ে দেখি অন্যকিছু।

চিৎকার সীমানাভেদী হোক। পাথরে প্রাণ ফিরে আসুক।

শুভেচ্ছা ছদ্মবেশীর জন্য ।

১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপু।

অনেক শুভকামনা থাকলো।

১৬| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৭

স্নিগ্ধ শোভন বলেছেন:

পাঠে মুগ্ধ ।

+++++++++++++++


এখন থেকে অনুসারিত। দেখা হবে ।

১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ। শুনে ভালো লাগলো। ভালো থাকবেন।

১৭| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৭

রাতুল_শাহ বলেছেন: ++++++

১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৭

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

১৮| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৫

বোকামন বলেছেন: বিভ্রম !!!! ....
+++

১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

১৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: বিভ্রান্ত কবির বিভ্রান্ত কবিতা ভালো লেগেছে।

আচ্ছা, (উত্তর না দেবার অপশন আছে), কবিরা কি সবসময় নতুন আবেগের সন্ধান করেন?

(প্রশ্নটা আমার এক কবিবন্ধুকে করেছিলাম। সে আমার বোনের সাথে সম্পর্ক টেনে একটা বিশেষণ দিয়ে বলল, কোলরিজ-পার্সিরা কি হুদাহুদি গাঁজা টানতেন?)

১১ ই মে, ২০১৩ বিকাল ৫:২৩

ইনকগনিটো বলেছেন: :P :P :P

২০| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৪

বৃতি বলেছেন: সেই আদি ও অকৃত্রিম ইনকগনিটীয় লেখা । চমৎকার!
নববর্ষের শুভেচ্ছা - অনেক ভাল থাকুন ।

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ, যদিও অনেক দেরি হয়ে গেলো ধন্যবাদ দিতে। :(


ভালো আছেন, বৃতি?

২১| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৭

নক্ষত্রচারী বলেছেন: লেখায় অন্যরকম ভালো লাগা ।

শুভকামনা রইল ।

২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:০৮

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভাই।

ভালো থাকা হোক।

২২| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৫

এরিস বলেছেন: কথা নাই।

২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:১৭

ইনকগনিটো বলেছেন: ক্যান?

২৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৬

নাজিম-উদ-দৌলা বলেছেন: ুগ্ধ হলাম লেখাটা পড়ে।

সময় করতে পারলে এই গল্পটা একটু দেখবেন। ব্রিজরক্ষক

২৮ শে মে, ২০১৩ রাত ৮:০২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

গল্পটা দেখবো অবশ্যই :)

ভালো থাকবেন।

২৪| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস ওয়ান

২৮ শে মে, ২০১৩ রাত ৮:০৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ। :)

ভালো থাকবেন।

২৫| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৫

অদৃশ্য বলেছেন:




ইনকগনিটো

সুন্দর হয়েছে.... খুবই ভালো লাগলো আমার


শুভকামনা...

২৮ শে মে, ২০১৩ রাত ৮:২৯

ইনকগনিটো বলেছেন: শুনে অনেক ভালো লাগলো অদৃশ্য ভাই।

কেমন আছেন? নিশ্চয়ই ভালো।

উত্তর দিতে একটু দেরি হয়ে গেলো।

ভালো থাকবেন।

২৬| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৭

সোহাগ সকাল বলেছেন: "বসে থাকি চুপচাপ, আমি চাইলে চিৎকার করতে পারতাম,
ভেবেছিলাম, একদিন প্রাণ খুলে একটা চিৎকার করবো"

অসাধারণ!

২৮ শে মে, ২০১৩ রাত ৮:৪১

ইনকগনিটো বলেছেন: ধইন্যা, সোহাগ সকাল।

ভালো থাকা হোক।

২৭| ১২ ই মে, ২০১৩ রাত ১০:৩৯

রহস্যময়ী কন্যা বলেছেন: খুব সুন্দর লেখাটা।ভাল লাগলো অনেক

২৮ শে মে, ২০১৩ রাত ৮:৪৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, রহস্যময়ী কন্যা।

২৮| ১৬ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

চানাচুর বলেছেন: দীর্ঘশ্বাস :(

২৮ শে মে, ২০১৩ রাত ৮:৪৯

ইনকগনিটো বলেছেন: শুনতে পাচ্ছি।

২৯| ২০ শে মে, ২০১৩ দুপুর ১২:০৪

সমানুপাতিক বলেছেন: প্রিয় ইনকগনিটো, অনেকদিন লিখছেন না । ব্যস্ত ?

২৮ শে মে, ২০১৩ রাত ৯:০৬

ইনকগনিটো বলেছেন: লিখেছি অনেক। ব্লগে আপলোড দেওয়া হয় না আরকি।

ভালো আছেন?

৩০| ২৬ শে মে, ২০১৩ ভোর ৫:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই চমৎকার। +

২৮ শে মে, ২০১৩ রাত ৯:৫৩

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভাই।

৩১| ২৬ শে মে, ২০১৩ ভোর ৫:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই চমৎকার। +

৩২| ২৬ শে মে, ২০১৩ ভোর ৫:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই চমৎকার। +

৩৩| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:১৬

ফারজানা শিরিন বলেছেন: তুমি আমার বিভ্রম। তবু তোমাকে দেখি। এখানে তুমি নেই। এখানে কেউই নেই।


: (

২৮ শে মে, ২০১৩ রাত ১০:০৮

ইনকগনিটো বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ।

৩৪| ২৮ শে মে, ২০১৩ রাত ৯:১৫

রোজেল০০৭ বলেছেন: অদ্ভুত চমৎকার।

২৮ শে মে, ২০১৩ রাত ১০:১৫

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

শুভকামনা আপনার জন্য।

৩৫| ৩০ শে মে, ২০১৩ রাত ২:৪৮

মাহমুদ০০৭ বলেছেন: আসলেই বিভ্রমে ফেলেছেন ।
পড়তে আসলুম গল্প , দিলুন কবিতা । !
বিভ্রমে পইড়া সব কিছুই ভালা লাগছে ।
+++++++++্ দিলুম ।

ভাল থাকবেন ।


৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৭

ইনকগনিটো বলেছেন: শুনে আমারও ভাল্লাগলো।

ভালো থাকবেন মাহমুদ। গল্প দিবো একটা খুব তাড়াতাড়ি, পড়ে নিয়েন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.