নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

থাকে শুধু চুম্বনেরা।।

২৭ শে মে, ২০১৩ দুপুর ২:১০




মাঝরাতে ঘুম ভেঙে গেলেই
তোমাকে মনে পড়ে খুব বেশি,
তখন আমার কি যে হয়, সম্ভবত
তৃষিতের মতো তোমার ঠোঁটখানা
খুঁজে বেড়াই; মনে পড়ে, ওই ঠোঁটে একদিন
এঁকেছিলাম রৌদ্রের অনেক নেশায়
বিভোর হয়ে যাওয়া একটি গভীর চুম্বন।

তুমি বলেছিলে-এটা প্রেম, আর প্রেমেরা বর্ণিল হয়
কিন্তু এখন নিশ্চয়ই জানো
প্রেমেরাও একদিন রঙ হারায়; এমনকি স্মৃতিতেও,
তবে কখনোই হারায়নি চুম্বনেরা
আমি তাই প্রেমে বিশ্বাস করি না
এখন আর, আগে বিশ্বাস করতাম
এখন জানি,
মিথ্যেরা সত্যি,
প্রেমেরা মিথ্যা,

প্রেমেরা থাকে না চিরকাল; থাকে শুধু চুম্বনেরা।

মন্তব্য ৭৫ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৭৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৩ দুপুর ২:২০

এন ইউ এমিল বলেছেন: :(

২৭ শে মে, ২০১৩ দুপুর ২:২২

ইনকগনিটো বলেছেন: মন খারাপ?

২| ২৭ শে মে, ২০১৩ দুপুর ২:২৪

অপর্ণা মম্ময় বলেছেন: অবশেষে সবই হারিয়ে যায় !
ব্লগ থেকে হারাইয়া যাচ্ছ কেন ?

২৭ শে মে, ২০১৩ দুপুর ২:৪৬

ইনকগনিটো বলেছেন: সবই যে হারায় যায়, ওই কারনেই।

৩| ২৭ শে মে, ২০১৩ দুপুর ২:৪৪

আদার ব্যাপারি বলেছেন: প্রেমেরা থাকে না চিরকাল; থাকে শুধু চুম্বনেরা।

২৭ শে মে, ২০১৩ দুপুর ২:৪৬

ইনকগনিটো বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ।

৪| ২৭ শে মে, ২০১৩ দুপুর ২:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ১ম পেরার প্রেমে পড়ে যাচ্ছি কবি ! ২য় ভালোলাগা আমার !

২৭ শে মে, ২০১৩ দুপুর ২:৪৮

ইনকগনিটো বলেছেন: প্রেম তো চিরকাল থাকে না। :)


পাঠের জন্য ধন্যবাদ। শুনে ভালো লাগলো। ভালো থাকবেন।

৫| ২৭ শে মে, ২০১৩ দুপুর ২:৪৮

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ভাল লাগলো

সুন্দর

২৭ শে মে, ২০১৩ দুপুর ২:৪৯

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ। অনেকদিন পর এলেন।

ভালো আছেন?

৬| ২৭ শে মে, ২০১৩ দুপুর ২:৫৪

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আলহামদুলিল্লাহ।

মন মেজাজ ঠিক থাকলেই কমেন্ট করি, নৈলে আপনার পোষ্ট পড়া হয় মাঝে মাঝে

২৭ শে মে, ২০১৩ দুপুর ২:৫৭

ইনকগনিটো বলেছেন: তার মানে মন মেজাজ এখন ভালো। গুড। :)

মন মেজাজ সবসময় ভালো থাকা হোক।

৭| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:০৮

শশী হিমু বলেছেন: "মিথ্যেরা সত্যি,
প্রেমেরা মিথ্যা,"

তাহলে কী প্রেমেরা সত্যি?

২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:১৪

ইনকগনিটো বলেছেন: মিথ্যেরা একটা সত্যি, যে তারা মিথ্যা।

মিথ্যাও এক ধরনের সত্যি।

৮| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৫

সায়েম মুন বলেছেন: ভাললাগা রইলো ইনকগনিটো।

২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৮

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ, মুন ভাই।

ভালো থাকা হোক।

৯| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৮

যুলকারনাইন বলেছেন: :( :(

২৭ শে মে, ২০১৩ রাত ৯:৫০

ইনকগনিটো বলেছেন: ভালো থাকা হোক।

১০| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:০৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুবই সুন্দর হয়েছে,,,,,,,,,,,,ভাল লাগলো খুব

২৭ শে মে, ২০১৩ রাত ১০:১৭

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

১১| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:১৫

মামুন রশিদ বলেছেন: প্রেমেরা থাকে না চিরকাল; থাকে শুধু চুম্বনেরা। ;)



এই লাইন প্রবচনসম, সর্বাংশে সত্যি হাহাহা ।


গল্প কবে পাবো ???

২৭ শে মে, ২০১৩ রাত ১০:৩০

ইনকগনিটো বলেছেন: আহ! লাইনটা একজন অন্তত বুঝলো :)

কেমনাছেন মামুন ভাই?

গল্প খুব তাড়াতাড়ি একটা দিবো।

ভালো থাকবেন।

১২| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:২২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: প্রেমেরা থাকে না চিরকাল; থাকে শুধু চুম্বনেরা।

এটাকেই সত্য মনে হয়!!!

২৮ শে মে, ২০১৩ রাত ১২:৩৬

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

ভালো লাগলো মন্তব্য। ভালো থাকবেন।

১৩| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:২৯

আশিক মাসুম বলেছেন: প্রেমেরা থাকে না চিরকাল; থাকে শুধু চুম্বনেরা।

সুন্দর।

২৮ শে মে, ২০১৩ রাত ১১:১৮

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ , আশিক মাসুম।

ভালো থাকা হোক।

১৪| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

মুনসী১৬১২ বলেছেন: কবিতাও থাক প্রেমের মতো

২৮ শে মে, ২০১৩ রাত ১১:১৯

ইনকগনিটো বলেছেন: কবিতাও থাকে না। হারিয়ে যায়।

১৫| ২৭ শে মে, ২০১৩ রাত ৮:১৩

লেজকাটা বান্দর বলেছেন: একদিন আমি মইরা যামু
মাটির সাথে মিশ্যা যামু
আমারে সবাই ভুলে যাবে
চুম্বন শুধু সবার মনে
অমর হয়ে রয়ে যাবে।

২৮ শে মে, ২০১৩ রাত ১১:২২

ইনকগনিটো বলেছেন: লেজকাটা বান্দর ঝুলে থাকতো কোনো এক বনে
একদিন এক চুমু দিয়ে চলে এলো কোন প্রেয়সীর মনে।

১৬| ২৭ শে মে, ২০১৩ রাত ৯:৪৫

রাতুল_শাহ বলেছেন: সুন্দর

২৮ শে মে, ২০১৩ রাত ১১:২৬

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভাইয়া।

১৭| ২৭ শে মে, ২০১৩ রাত ৯:৫৫

সালমাহ্যাপী বলেছেন: বাহ বাহ বাহ


সুন্দর সুন্দর সুন্দর :)

২৯ শে মে, ২০১৩ রাত ১২:০৯

ইনকগনিটো বলেছেন: ধইন্যাপাতা। :)

১৮| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:০৭

সোহাগ সকাল বলেছেন: বেশ অনিয়মিত হয়ে যাচ্ছেন।

২৯ শে মে, ২০১৩ রাত ১২:১১

ইনকগনিটো বলেছেন: কবে নিয়মিত ছিলাম?

১৯| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:২১

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: +++++++++++++++++++++++++

২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ। কেমন আছেন?

ভালো থাকবেন অনেক।

২০| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:২৯

বটবৃক্ষ~ বলেছেন: এখন নিশ্চয়ই জানো
প্রেমেরাও একদিন রঙ হারায়; এমনকি স্মৃতিতেও,
:(:(:(
তবুও ভালোবাসা ঝরে পড়ে না.....


মনটা খুব খারাপ ছিলো...আরো হয়ে গেলো......

২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

ইনকগনিটো বলেছেন: দুঃখিত :(

২১| ২৭ শে মে, ২০১৩ রাত ১১:৫১

সাকিব-আল-নাহিয়ান বলেছেন: কত প্রেমের কথা মনে পরে গেল...

২৯ শে মে, ২০১৩ রাত ৮:১১

ইনকগনিটো বলেছেন: :P :P

২২| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:১৭

ঘুড্ডির পাইলট বলেছেন: অনুসরন করলাম :)

২৯ শে মে, ২০১৩ রাত ৮:৩০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ। :)

২৩| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাল লাগছে ++

২৯ শে মে, ২০১৩ রাত ৮:৫৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

ভালো থাকবেন।

২৪| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:৫১

এরিস বলেছেন: যতোবার আমি প্রেম খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

২৯ শে মে, ২০১৩ রাত ৯:০৬

ইনকগনিটো বলেছেন: চেঞ্জটা ভালো ছিলো!

২৫| ২৮ শে মে, ২০১৩ রাত ৩:৫১

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: বিষণ্ণ সুন্দর!

অনেকদিন পর ইনকগনিটো :)

২৯ শে মে, ২০১৩ রাত ৯:৩৩

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ, কষ্ট করে পড়বার জন্য।

স্বপ্নবাজ বাউন্ডুলে :)

২৬| ২৮ শে মে, ২০১৩ সকাল ৮:০৬

একজন আরমান বলেছেন:
অনেক দিন পর !

শেষ লাইনটা কেমন যেন একটু খটকা লাগলো।

২৯ শে মে, ২০১৩ রাত ৯:৩৫

ইনকগনিটো বলেছেন: খটকা কেন? আই মিন- কোন দিক থেকে?


পড়বার জন্য ধন্যবাদ।

২৭| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:১৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: আপনার কবিতা পড়ে সমস্যায় পড়ে গেলাম। এরকম একটা লাইনের কবিতা পড়েছিলাম অনেকদিন আগে, এবং বেশ বিখ্যাত কবির কবিতা সেটা। মনে আসছে না। এজন্য অস্থির লাগছে।

কবিতা ভালো। প্লাস।

২৯ শে মে, ২০১৩ রাত ৯:৩৯

ইনকগনিটো বলেছেন: মনে করেন। এবং করে আমাকে জানান। কারন আমারও এখন কবিতাটা পড়ার কৌতূহল হচ্ছে। :-/ :-/ :-/

২৮| ২৮ শে মে, ২০১৩ রাত ১০:০৪

হাসান মাহবুব বলেছেন: রৌদ্রের লাইনটা আর শেষটা বাদ দিলে টোটালি অর্ডিনারি একটা কবিতা :-<

২৯ শে মে, ২০১৩ রাত ৯:৪১

ইনকগনিটো বলেছেন: হু পুরাই অর্ডিনারি। অনেক ফ্ল্যাট।

২৯| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৬

মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: ভাল হইছে।

লেখায় কয়েকটা +++++

অনেক দিন পর। কেমন আছেন।

২৯ শে মে, ২০১৩ রাত ৯:৪৩

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, মেহেদী।

আছি একরকম আরকি। তুমি?

ভালো থেকো।

৩০| ২৯ শে মে, ২০১৩ রাত ৮:০৫

রোজেল০০৭ বলেছেন: ছোট্ট কবিতার গভীরতা অনেক বিশাল।

কবিতায় +++

আর

শুভকামনা।

২৯ শে মে, ২০১৩ রাত ৯:৪৩

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।


ভালো থাকবেন। :)

৩১| ৩০ শে মে, ২০১৩ রাত ৩:৩০

নস্টালজিক বলেছেন: ভালো লাগে নাই, কগনিটো!

কি খবর তোমার?

ভালো থেকো নিরন্তর!

৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৪

ইনকগনিটো বলেছেন: ঘুরে ফিরে এই অর্ডিনারি কবিতাটাই চোখে পড়লো আপনার, নস্টালজিক ভাই।


আছি আরকি একরকম। আপনার খবর কি?

তারপরেও আমার বাড়িতে আসছেন, ভাল্লাগতেসে :)

৩২| ৩০ শে মে, ২০১৩ রাত ৩:৩১

নস্টালজিক বলেছেন: ভালো লাগে নাই, কগনিটো!

কি খবর তোমার?

ভালো থেকো নিরন্তর!

৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৬

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভাই!

৩৩| ৩০ শে মে, ২০১৩ সকাল ১১:৩৯

সোহাগ সকাল বলেছেন: আগে ছিলেন। এখন কমেন্ট করলে এক সপ্তাহ পর রিপ্লাই পাওয়া যায়।

৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৫

ইনকগনিটো বলেছেন: ব্লগ থেইকা মন উইঠ্যা গেলে আমি কি করমু? X(( X((

৩৪| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:৪৯

নাজিম-উদ-দৌলা বলেছেন: প্রেমেরাও একদিন রঙ হারায় লাইনটা সবচেয়ে ভাল লেগেছে আমার। কবিতা পড়ে তাহসানের নেই গানটার কথা মনে পরে গেল।

৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।


ভালো থাকবেন অনেক। শুভকামনা।

৩৫| ৩১ শে মে, ২০১৩ রাত ১:২১

শ্রাবণ জল বলেছেন: ভাল লাগল কবিতা।
আপনার প্রশংসা শুনেছি অনেকের মুখেই।

ভাল থাকুন।

৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, শ্রাবন জল।

ভালো থাকুন আপনিও। শুভকামনা রইলো।

৩৬| ৩১ শে মে, ২০১৩ সকাল ১০:২৩

রহস্যময়ী কন্যা বলেছেন: প্রেম কি তাহলে মিথ্যা?? :|:|

৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

ইনকগনিটো বলেছেন: প্রেম শেষ হয়ে যায় একদিন।

৩৭| ০৬ ই জুন, ২০১৩ সকাল ৯:২৪

অদৃশ্য বলেছেন:




আমি বলি সেই চুম্বনটা কি প্রেম হীন বা ভালোবাসাহীন ?

যদি তাই হয় তবে সে চুম্বন আসলে চুম্বন নয় অন্য কিছু হবে... তবে শেষত্বক চুম্বন নয়, প্রেম ভালোবাসাই থেকে যাবে...

লিখাটি ভালো লেগেছে...

ইদানিং সময় দিচ্ছেন কম... মাঝে মাঝে সময়দিন ... মাঝে মাঝে লিখা দিন...


শুভকামনা...

০৬ ই জুন, ২০১৩ রাত ৮:৫১

ইনকগনিটো বলেছেন: নাহ, চুম্বন ভালোবাসাহীন কেন হবে? তবে একটা ভালোবাসার স্মৃতি ফিকে হয়ে গেলেও চুম্বনের স্মৃতির রেশ থাকে তার চেয়ে বেশি।

ধন্যবাদ, ভাই। ইদানীং ব্লগে তেমন আসা হয়না। আসার চেষ্টা করবো নিয়মিত।

ভালো থাকবেন।

৩৮| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৮

মাক্স বলেছেন: প্রেমেরাও একদিন রঙ হারায়; এমনকি স্মৃতিতেও!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.