নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

গোপন কথা।।

১১ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৩







এইভাবে থেমে থাকে অনেক নির্লিপ্ততা

যেভাবে মলিন রৌদ্রেরা- খেলা করে আমার শরীরে

তোমাকে ভুলে, জলের নিচে আছে এক বিশাল আকাশ

আমি মাথা তুলে একবার তাকাই

আর মাছেরা উড়ে বেড়ায়

______________অগোচরে



তারপর, অদ্ভুত শব্দ করে

কোত্থেকে নেমে আসে একরাশ নীল,

____________________অনেক গাঢ়

_____________________ অন্ধকারের মতো



মহুয়া প্রভাবে



ক্যানো তাকে নেশা নামে অভিহিত করা হবে?



কোথাও কোন নেশা নাই

______________ নাই কোথাও

চোখ মেলে কোথাও দেখিনাই,

য্যামন, তোমার কথাই ধরো

তুমি তো আমার নেশা নও, তবু

দেখা নাই অনেক দিন

এমন আরও আছে অনেক অদৃশ্য

তোমার (কাছে)

________ মুগ্ধতা

_____________অথবা

_______তার সাথে একাকার হয়ে যাওয়া

_______আমার রক্তে লুকানো অনেক গভীর সত্য।





তুমি জানো না কিছুই, আমি বলেছি অনেক কম

এইভাবে এলেবেলে, দিক নাই-পাল নাই

হলুদ-নীল আলো ঠেলে

নৌকাটা ডুবিয়ে

আরও একটা দিন

যদি পার করে দেওয়া যেতো,

তবে আরেকটু গাঢ় হতো

আমার চাঁদিতে জমাটবদ্ধ অনেক বিভ্রম

ওখানে, জলের নিচে একটা বিশাল আকাশ;

স্বচ্ছ নীল;

মাছেরা উড়ে বেড়ায়;

রৌদ্রেরা খেলা করে;

মাঝে মাঝে তুমি আসো,

মেঘ হয়ে;

তবে

জানো না ত্যামন কিছুই, কারন আমার

সব সত্য লুকিয়ে থাকে রক্তের গভীরে।

মন্তব্য ৫৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৩ দুপুর ২:৫২

একজন আরমান বলেছেন:
শুরুটা পড়ে একটু আউলাই গিয়েছিলাম।
পরে মহুয়ার কথা পড়ে বুঝতে পারলাম।

কুয়াকাটার বিখ্যাত মহুয়া। :P
মিস করি।

জানো না ত্যামন কিছুই, কারন আমার
সব সত্য লুকিয়ে থাকে রক্তের গভীরে।


সত্যিই কি রক্তের গভিরে সত্য লুকিয়ে থাকে?

১১ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৫

ইনকগনিটো বলেছেন: কিছু সত্য তো থাকে অবশ্যই।

ধন্যবাদ, পাঠের জন্য।

২| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৫

ৎঁৎঁৎঁ বলেছেন: অসাধারন! অনেক ভালো লাগা!

১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:২২

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ ৎঁৎঁৎঁ ।

ভালো থাকা হোক।

৩| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৯

অপর্ণা মম্ময় বলেছেন: আমার চাঁদিতে জমাটবদ্ধ অনেক বিভ্রম

-- নিজস্ব ভুবনের চাঁদ এটা ? মানে আমি বুঝতে পারিনি ।

মাছেরাও আজকার উড়ে বেড়ায় ! বাহ

তবে কবিতার শেষ লাইনটা খুব সুন্দর !

আমার
সব সত্য লুকিয়ে থাকে রক্তের গভীরে। :) খুব সুন্দর লাইনটা ।

১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৭

ইনকগনিটো বলেছেন: চাঁদি মানে মাথা। করোটি।

জল যদি হয় বাতাস, তাহলে তো মাছেরা উড়ে বেড়াবেই।

রক্তের গভীরে আছে অনেক গোপন কথা। কেউ জানে না, কেউ জানে না।

ধন্যবাদ, পাঠের জন্য।

৪| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪১

অপর্ণা মম্ময় বলেছেন: মাথা হলে তাহলে চাদিতে হবার কথা।

সে যাই হোক ধন্যবাদ । ভালো থেকো ।

১১ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৩

ইনকগনিটো বলেছেন: নাহ, মাথা হচ্ছে চাঁদি। চাদি না।

আপনিও ভালো থাকবেন।

৫| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: রক্তের গভীর থেকে ভালোলাগা জানবেন ! আপনারা লিখেন বলেই এই ব্লগটাতে আসি নিয়ম করে !

১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

ইনকগনিটো বলেছেন: নিয়মিত আসবেন, এবং লিখবেন। ব্লগিং হচ্ছে সুস্থধারার এন্টারটেন্টমেণ্ট এর একটি অন্যতম মাধ্যম। নিজেরাও লিখবেন, ভালো লাগবে।


অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

৬| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: 'য্যামন', 'ত্যামন' একটু অন্যরকম লাগল.....

ঘোলাটে আনন্দ পেলাম জলজ কবিতা পড়ে। ভালো লেগেছে।

১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১১

ইনকগনিটো বলেছেন: ঘোলাটে জলজ আনন্দ। সাউন্ডস নাইস!

ধন্যবাদ, প্রোফেসর সাহেব। :)

৭| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:

স্বপ্নবাজ অভি বলেছেন: রক্তের গভীর থেকে ভালোলাগা জানবেন ! আপনারা লিখেন বলেই এই ব্লগটাতে আসি নিয়ম করে !


সহমত অভির সাথে।

১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, পাঠের জন্য।

শুভকামনা থাকলো অনেক।

৮| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৮

সোহাগ সকাল বলেছেন: রক্ত বের করে সত্যের রঙ দেখতে হবে।

ভালো লাগলো ভাই।

১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

ইনকগনিটো বলেছেন: সত্যের কোন রঙ নেই।

ধন্যবাদ, সোহাগ।

৯| ১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১০

মামুন রশিদ বলেছেন: এমন আরও আছে অনেক অদৃশ্য
তোমার (কাছে)
________ মুগ্ধতা
_____________অথবা
_______তার সাথে একাকার হয়ে যাওয়া
_______আমার রক্তে লুকানো অনেক গভীর সত্য।



দারুন । +++

১১ ই জুন, ২০১৩ রাত ৮:০৫

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ, মামুন ভাই।

:) ভালো থাকা হোক আপনার নিরন্তর।

১০| ১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০০

রহস্যময়ী কন্যা বলেছেন: ভাইয়া সব সময়ের মতো,দারুন :)
+++++++++++++++++
ভালো থাকবেন ভাইয়া

১১ ই জুন, ২০১৩ রাত ১০:৩৭

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, কন্যা।


ভালো থেকো অনেক, শুভকামনা।

১১| ১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

অদ্বিতীয়া আমি বলেছেন: মাঝে মাঝে তুমি আসো,
মেঘ হয়ে;
তবে
জানো না ত্যামন কিছুই, কারন আমার
সব সত্য লুকিয়ে থাকে রক্তের গভীরে

খুব সুন্দর ।

১১ ই জুন, ২০১৩ রাত ১০:৪৭

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১২| ১১ ই জুন, ২০১৩ রাত ৮:২৬

রাজীব হোসাইন সরকার বলেছেন: সব সত্য লুকিয়ে থাকে রক্তের গভীর

আহারে! আহারে!!

অনেক ভালো লাগল পড়ে।

এজন্যই তো বলি, স্টিকীতে আর কারো নাম থাকুক আর না থাকুক সব আইডির ভেতরে ইনকগনিটো কেন খুজে পাই। !!! :)

প্রিয় কিছু লেখক আর প্রিয় কিছু ব্লগার আপনারা।

আমিও কিন্তু ভাই গতকাল সেফ হয়েছি। আসবেন আমার বাসায়। মিস্টি দিয়ে একটা লেখা আপনার জন্য বরাদ্দ রইল। :)

১১ ই জুন, ২০১৩ রাত ১০:৫০

ইনকগনিটো বলেছেন: অভিনন্দন! অবশ্যই যাবো আপনার বাসায়, ঘটা করে।


ভালো থাকুন, শুভেচ্ছা এবং শুভকামনা নিরন্তর।

১৩| ১১ ই জুন, ২০১৩ রাত ১০:৫৪

নাজিম-উদ-দৌলা বলেছেন: যায়গায় যায়গায় ______________ দেখে প্রথমে মনে হচ্ছিল শূন্যস্থান পুরন করা লাগবে! পরে বুঝলাম ঐ শূন্যস্থানগুলোই আসলে কবিতার আর্ট! চাইলে অবশ্য ওগুলো পুরন করে দেওয়া যায়।

আমার সব সত্য লুকিয়ে থাকে রক্তের গভীরে লাইনটা আমার মনে ধরছে!

২৯ শে জুন, ২০১৩ রাত ১১:৪৭

ইনকগনিটো বলেছেন: আসলে সামুতে একটা গ্যাপ মেইন্টেন করে লেখা যায় না, নোট এ আমরা যেভাবে লিখি, মানে, ধরেন, একটা লাইনের শুরুতেই একটা নির্দিষ্ট অংশ ফাকা রেখে। এই কারনে ________ ব্যাবহার করতে হলো আরকি।

তবে আপনি ঠিকই বলেছেন, চাইলে ওগুলো পুরন করে দেওয়া যায়।

অনেক ভালো লাগলো নাজিম ভাই। লেট রিপ্লাই করার জন্য দুঃখিত। ক্ষমা করবেন।

ভালো থাকবেন।

১৪| ১১ ই জুন, ২০১৩ রাত ১১:৪২

হাসান মাহবুব বলেছেন: সুন্দর হৈসে। তোমার লেখার স্পেসিংগুলা স্টাইলিশ। অন্য মাত্রা দেয়।

২৯ শে জুন, ২০১৩ রাত ১১:৪৮

ইনকগনিটো বলেছেন: তোমার ভাল্লাগসে শুইনা আমারও ভাল্লাগসে :)

১৫| ১২ ই জুন, ২০১৩ রাত ১২:২৭

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: সুন্দর :)

তারপর, অদ্ভুত শব্দ করে
কোত্থেকে নেমে আসে একরাশ নীল,
____________________অনেক গাঢ়
_____________________ অন্ধকারের মতো

+++++++

২৯ শে জুন, ২০১৩ রাত ১১:৫০

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ, স্বপ্নবাজ।

ভালো থাকা হোক :)

১৬| ১২ ই জুন, ২০১৩ রাত ১২:৩৪

ভিয়েনাস বলেছেন: শেষ লাইনে বাজিমাত :)

অনেক ভালো লাগলো।

২৯ শে জুন, ২০১৩ রাত ১১:৫০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভিয়েনাস।

শুভকামনা আপনার জন্য।

১৭| ১২ ই জুন, ২০১৩ রাত ৩:৪২

ঘুড্ডির পাইলট বলেছেন: হুম মহুয়া শুরু কবে থিকা ;)



ফিলিংস কেমন ?

২৯ শে জুন, ২০১৩ রাত ১১:৫২

ইনকগনিটো বলেছেন: খাই নাই। কবিতার ছলে লেখা।

ফিলিংস তো ভালোই হওয়ার কথা মনে হয়।

১৮| ১২ ই জুন, ২০১৩ ভোর ৫:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: সব সত্য লুকিয়ে থাকে রক্তের গভীরে
সব সত্য লুকিয়ে থাকে রক্তের গভীরে
সব সত্য লুকিয়ে থাকে রক্তের গভীরে।

২৯ শে জুন, ২০১৩ রাত ১১:৫৩

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ধন্যবাদ এবং ধন্যবাদ।

১৯| ১২ ই জুন, ২০১৩ দুপুর ১২:১০

মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: আপনার লেখার ধরনটাই অন্য রকম। অন্য রকম স্টাইল...........

ভালো লাগল। পোষ্টে +++++

২৯ শে জুন, ২০১৩ রাত ১১:৫৩

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, মেহেদী হাসান।

ভালো থাকা হোক নিরন্তর।

২০| ১২ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩২

এরিস বলেছেন: ওখানে, জলের নিচে একটা বিশাল আকাশ;
স্বচ্ছ নীল;
মাছেরা উড়ে বেড়ায়;
রৌদ্রেরা খেলা করে;
মাঝে মাঝে তুমি আসো,
মেঘ হয়ে;

হুম, কেউ আসে, মেঘ হয়ে। চমৎকার লেগেছে কথাগুলো। আপনার কবিতার ছাঁচটা চমৎকার, আর সবার সাথে মেলেনা। কিছু ফাঁকা জায়গা রেখেছেন, নিজেই হয়তো পূরণ করে নেয়া যায়, আবার চাইলেই পূরণ হয়না। ভালো লাগা।

২৯ শে জুন, ২০১৩ রাত ১১:৫৫

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, এরিস। হ্যা, চাইলে ফাকা অংশগুলো পুরন করে দেওয়া যায়, আবার চাইলেই পুরন হয় না।


গভীর মন্তব্য। ভালো থাকবেন, অনেক।

২১| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৭

অদৃশ্য বলেছেন:




ইনকগনিটো

লিখাটি আমার খুব ভালো লাগলো... কিছু কিছু জায়গায় দারুন


'' তারপর, অদ্ভুত শব্দ করে
কোত্থেকে নেমে আসে একরাশ নীল,
অনেক গাঢ়
অন্ধকারের মতো ''


শুভকামনা...

২৯ শে জুন, ২০১৩ রাত ১১:৫৮

ইনকগনিটো বলেছেন: অদৃশ্য ভাই,

লেখাটা আপনার ভালো লেগেছে শুনে আমারও খুব ভালো লাগলো।

ভালো থাকবেন অনেক।

শুভকামনা আপনার জন্যেও।

২২| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৫:০০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) :) :) :)

৩০ শে জুন, ২০১৩ রাত ১২:০১

ইনকগনিটো বলেছেন: :-B :-B :-B

২৩| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৯

মাক্স বলেছেন: আমার চাঁদিতে জমাটবদ্ধ অনেক বিভ্রম
ওখানে, জলের নিচে একটা বিশাল আকাশ;
স্বচ্ছ নীল;
মাছেরা উড়ে বেড়ায়;
রৌদ্রেরা খেলা করে;
মাঝে মাঝে তুমি আসো,
মেঘ হয়ে;
তবে
জানো না ত্যামন কিছুই, কারন আমার
সব সত্য লুকিয়ে থাকে রক্তের গভীরে। +++++++++++

৩০ শে জুন, ২০১৩ রাত ১২:০৩

ইনকগনিটো বলেছেন: কেমন আছেন?

২৪| ৩০ শে জুন, ২০১৩ রাত ১:১৯

মাক্স বলেছেন: জ্বী ভালো আছি।
আপনিও ভালো আছেন নিশ্চয়?

৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:০৭

ইনকগনিটো বলেছেন: আমার ভালো থাকা হয়না, ভাই।

২৫| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৭

আমিনুর রহমান বলেছেন:


দুর্দান্ত +++

মাঝে মাঝে তুমি আসো,
মেঘ হয়ে;
তবে
জানো না ত্যামন কিছুই, কারন আমার
সব সত্য লুকিয়ে থাকে রক্তের গভীরে

৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:০৭

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২৬| ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ৮:১৮

আমি সাজিদ বলেছেন: ভালো লেগেছে কুশল ভাইয়া :)

১৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৩

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, সাজিদ।

২৭| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫০

অলওয়েজ ড্রিম বলেছেন: আপনি এত ভাল লেখেন! আপনার বাড়িতে আসা হয়নি আগে। প্রথম এসেই তো মুগ্ধ হয়ে গেলাম। কেউ কেউ কবিতা লেখেন আগামাথা কিছুই বোঝা যায় না। তাদের কাছে দুর্বোধ্যতাই যেন কবিতা। আমি সে রকমের কবিতা দূর থেকেই দূর-দূর করে দেই।
এবার থেকে আসব নিয়মিত। ভাল থাকবেন। আর আমার বাড়িতে আসার দাওয়াত রেখে গেলাম। জানেন তো বাংলাদেশি বাঙ্গালিরা কারও বাড়িতে গেলে তাকেও নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানানোটাকে অবশ্য কর্তব্য মনেকরে।

১৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৫

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ। যাবো আপনার বাড়ি, নিশ্চয়ই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.