নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

আবর্তন; ১

২৯ শে জুন, ২০১৩ রাত ১১:৪৩







চাঁদ, তুমি তো অনেক প্রাচীন। ঠিক এভাবেই বহুকাল আগে কোন এক মায়াবী রাতে থমকে ছিলে মাথার উপর। সেই রাত তো কবেই শেষ হয়ে গেছে নিশাচর এক রুপালী পাখির ডানার ঝাপটায়। তবু কারুকার্যে ভরা একটি পাতলা পাতায় অগোছালো ভাবে লেখা ছিলো তোমার গোপন ইতিহাস। অনেকদিন পর, আজ এই রাত্রির বাতাসে পুরনো কাগজের ভ্যাপসা গন্ধ টের পাওয়া যায়।



আমি সেই পুরনো গন্ধে ডুবে যাচ্ছি আবারো। প্রাচীন কোন ঘোড়সওয়ার হয়ে ছুটে চলছি, নেচে যাওয়া নর্তকীর নুপুরের শব্দ আমার কাছে লাগছে বন্দিনী কোন রাজকন্যার কান্নার মতো। তাকে দেখার জন্য আকুল আমি, কিভাবে যে নিজেকে আটকে রাখি। নিশ্চয়ই তার এক ফোঁটা অশ্রু কেমন করে হয়ে যাচ্ছে এক রুপালী পাখি। মাথা নেড়ে সে তার পালকের গল্প বলে চলেছে। সেই গল্প শুনে বহুকাল ধরে ঘুমিয়ে থাকা বিষণ্ণ চান্দ্রশামুকেরা জেগেছে। কিন্তু আমার দাঁড়াবার সময় নেই, আমি ছুটে চলেছি অশ্বারোহী হয়ে সেই প্রাচীন পথে- বন্দিনী রাজকন্যা যে ব্যাকুল হয়ে কাঁদছে। কথা ছিলো, কোন এক জ্যোৎস্নার রাতে ভাঙবো সেই বন্দীশালা; আর সমস্ত পথ জুড়ে আজ জ্যোৎস্না নেমেছে। আমি তো একা সেই জ্যোৎস্না দেখতে চাইনি, আমি রাজকন্যাকে কথা দিয়েছিলাম। এমনও রাতে, ফিরে আসার পথে- তার চুলে মুখ লুকাবো ভেবেছিলাম।





ও চাঁদ, তোমার জ্যোৎস্না কি জানে- আমি কিভাবে মারা গিয়েছিলাম।



মন্তব্য ৫৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৩ রাত ১১:৫২

সোহাগ সকাল বলেছেন: অনেক ভালো লাগলো কুশ ভাই।
নেচে যাওয়া নর্তকীর নুপুরের শব্দ আমার কাছে লাগছে বন্দিনী কোন রাজকন্যার কান্নার মতো

৩০ শে জুন, ২০১৩ রাত ১২:০২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, সোহাগ।

ভালো থাকা হোক।

২| ২৯ শে জুন, ২০১৩ রাত ১১:৫৭

কয়েস সামী বলেছেন: ++++

৩০ শে জুন, ২০১৩ রাত ১২:০৩

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

৩| ৩০ শে জুন, ২০১৩ রাত ১২:২৩

মামুন রশিদ বলেছেন: ও চাঁদ, তোমার জ্যোৎস্না কি জানে- আমি কিভাবে মারা গিয়েছিলাম।


চমৎকার মুক্তগদ্যের অভিজ্ঞতায় স্নাত হলাম । ++

৩০ শে জুন, ২০১৩ রাত ১২:২৬

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ব্রো!

শুভকামনা রইলো।

৪| ৩০ শে জুন, ২০১৩ রাত ১:২২

মাক্স বলেছেন: লেখাটি ভালো লাগলো!

৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:১৬

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, মাক্স!

৫| ৩০ শে জুন, ২০১৩ রাত ১:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:
মুক্তগদ্য ভাল লাগল+++++

৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:২১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, অর্ণব।

ভালো থাকা হোক।

৬| ৩০ শে জুন, ২০১৩ রাত ২:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: দুর্দান্ত !

৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:৪৬

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, অভি।

শুভকামনা রইলো।

৭| ৩০ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার লিখেছেন


:) :) :)

৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:৫১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, বর্ষণ।

ভালো থাকবেন।

৮| ৩০ শে জুন, ২০১৩ সকাল ১১:১৭

নেক্সাস বলেছেন: আমি কেন যেন ইনকগনিটো মানে প্রিয় কুশ কে এখানে খুঁজে পাইনি।
পুরা লিখাটির অবশ্যই একটা অন্তর্নিহিত ভাব আছে। কিন্তু কেন যেন আমি সেটার কিনারা খুঁজে পাইনি ....

তবে

নেচে যাওয়া নর্তকীর নুপুরের শব্দ আমার কাছে লাগছে বন্দিনী কোন রাজকন্যার কান্নার মতো



এই জায়গাটা অসাধারণ লেগেছে। মেটাফরিক উপমার সুগভীর ব্যবহার। বলা চলে এই লাইনটা পুরা লিখাটাকে প্রাণ দিয়েছে।



শুভ ব্লগিং কুশ ভাই।

৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:০৫

ইনকগনিটো বলেছেন: একটা বড় গল্প থেকে একটা পাতলা স্লাইড তুলে আনলে যেমন হয়, লেখাটা তেমন। সেটা সম্পর্কে প্রথমে একটা ধারনা দেওয়া আছে।

তবে এটা ঠিক, ইনকগনিটো নিজেকে খুঁজে ফেরে অনেক কিছুর মাঝে। পরিচিত তার রূপটা অনেক সময়েই তাই হারিয়ে যায় অন্য সবার কাছ থেকে। এই কারনেই সে অপরিচিত।

ধন্যবাদ, নেক্সাস। ভালো থাকা হোক সারাক্ষন।

৯| ৩০ শে জুন, ২০১৩ সকাল ১১:২৫

~মাইনাচ~ বলেছেন: ছোট্ট সুন্দর

৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:০৫

ইনকগনিটো বলেছেন: আপনার প্রোফাইল পিক টার মতো।

১০| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:০০

আমিনুর রহমান বলেছেন:


অসাধারণ ও অনন্য +++

৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:০৬

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, আমিনুর রহমান।

ভালো থাকুন।

১১| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:০০

নাজিম-উদ-দৌলা বলেছেন: শেষ লাইনটা দুর্দান্ত!

আপনি মিয়া মানুষ ভাল না! লস্ট এন্ড ফাউন্ড এর বাকিটুকু কবে লিখবেন?

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪২

ইনকগনিটো বলেছেন: হ, আমি মানুষ ভ্লা না। লস্ট এন্ড ফাউন্ড এর বাকিটুকু এতো বড় যে লিখতে ইচ্ছা করে না। /:)


জাউক গা, মন্তব্যর জন্য ধইন্যা!

১২| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৪

সমুদ্র কন্যা বলেছেন: অনেক ভাল লাগা...

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, সমুদ্র কন্যা।

১৩| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:২৪

অপূর্ণ রায়হান বলেছেন: অনেক সুন্দর ++++++++++++ ভ্রাতা :)

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৫

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভ্রাতা।

ভালো আছো?

১৪| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৯

হাসান মাহবুব বলেছেন: তোমার এই টাইপ লেখাগুলো পড়লে দৃশ্যগুলো কল্পনা করতে ইচ্ছে করে, ছুঁতে ইচ্ছে করে। সুন্দর।

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৭

ইনকগনিটো বলেছেন: এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমার আর কিছুই চাইবার নাই ভাইয়া।


ভালো থেকো তুমি।

১৫| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

অপর্ণা মম্ময় বলেছেন: আমিও যেন ডুবে আছি পুরনো কোনো গন্ধে বহু বহুকাল ধরে !
ভালো থেকো কুশ

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৯

ইনকগনিটো বলেছেন: কেনো যে ডুবে থাকি আমরা; বহুকাল ধরে- অনেক অতলে।

আপনিও ভালো থাকবেন আপু।

১৬| ৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৩৩

সায়েম মুন বলেছেন: লেখাটা ছুঁয়ে গেল। শুভকামনা।

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:০১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভাই। কেমন আছেন? নিশ্চয়ই ভালো।


শুভকামনা রইলো আপনার জন্য।

১৭| ৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৫৩

অরুদ্ধ সকাল বলেছেন:

ডুবে আছি বিষে!

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৩৩

ইনকগনিটো বলেছেন: বিষের রঙ কি?

১৮| ৩০ শে জুন, ২০১৩ রাত ৯:১৯

মুনসী১৬১২ বলেছেন: দুর্দান্ত কল্পনা

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৪০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ব্রো।

১৯| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১০:১৫

মায়াবী ছায়া বলেছেন: দারুন ।।
অনেক ভালো লাগা ।।

০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:০০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, মায়াবী ছায়া।

২০| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:১৪

সপ্নাতুর আহসান বলেছেন: ডিফ্রেন্ট টাচ ফ্রম ইনকগনিটো।

০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:০৫

ইনকগনিটো বলেছেন: থ্যাঙ্ক ইউ।


ভালো থাকা হোক প্রতিদিন।

২১| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:২২

বৃতি বলেছেন: আবর্তন খুব ভালো লাগলো । পুরনো কিছু দৃশ্য-গন্ধ আর মায়াময়তা যেন বয়ে আনল লিখাটা । আবার ১ কেন? লস্ট এন্ড ফাউন্ড এর বাকিটুকুর জন্য এখনও অপেক্ষা করছি ।

০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:০৮

ইনকগনিটো বলেছেন: এক কারন এক এর আগে শূন্য, এবং এক এর পর দুই আসে।

লস্ট এন্ড ফাউন্ড এর বাকিটুকুর জন্য অপেক্ষা করছি আমিও। পুরো উপন্যাসটাই মাথায় আছে, কিন্তু লিখতে ইচ্ছা করছে না। লিখতে ইচ্ছা করলেই লিখে ফেলবো।

আপনি কেমন আছেন?

২২| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩২

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: দারুণ :)

০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:০৯

ইনকগনিটো বলেছেন: ডাচম্যান ভাই! ধন্যবাদ। :)

২৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১১:৪৬

বৃতি বলেছেন: অংকে কাঁচা হতে পারি, কিন্তু এক এর আগে শূন্য, এবং এক এর পর দুই আসে- এটা তো অন্ততঃ জানার কথা আমার ! /:) প্রশ্নটা ঠিকমত করা হয়নি - আসলে জানতে চাইছিলাম আবর্তন সিরিজ হিসেবে লিখবেন কিনা ।

আমি ভালো আছি । আর আপনি?

০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:২৭

ইনকগনিটো বলেছেন: অংকে যারা পাকা, তারাও অনেকসময় জানে না যে এক এর আগে একটা শূন্য থাকে।


শুনে ভালো লাগলো, আপনি ভালো আছেন। আমি কেমন আছি- এটার উত্তরটা না হয় গোপনই থাকুক। কি বলেন?

২৪| ০৬ ই জুলাই, ২০১৩ ভোর ৬:২৮

ফারিয়া বলেছেন: চাঁদ বড় আকাংখার হয়, কিন্তু চাঁদ তো তা জানে না! লেখাটা উত্তম হয়েছে! যদিও প্রসারণে আরো আনন্দদান হত!

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৫

ইনকগনিটো বলেছেন: কেন জানি সংকোচনে আনন্দ পাই। কি যে হলো আমার।

ভালো থাকবেন ফারিয়া।

২৫| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৬

অদৃশ্য বলেছেন:





ইনকগনিটো

দূর্দান্ত দৃশ্যকল্প... অনেক ভালোলাগা


ইদানিং আপনাকে দেখা যায় না... ইচ্ছাকৃত ?


শুভকামনা...

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫০

ইনকগনিটো বলেছেন: অদৃশ্য ভাই, আমিও এখন অদৃশ্য।

ধন্যবাদ অনেক।ভালো থাকবেন সবসময়।

২৬| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:১০

প্রোফেসর শঙ্কু বলেছেন: বিজ্ঞাপন লাগান যায়- এই লেখাটি ভাল কল্পনার সহায়ক।

সুন্দর লেগেছে।

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫১

ইনকগনিটো বলেছেন: =p~ =p~ =p~ ভাবতেসি বিজ্ঞাপন বানামু।

ধন্যবাদ, শঙ্কু সাহেব। নতুন কি ইনভেন্ট করলেন?

২৭| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৭

বৃতি বলেছেন: শুভ জন্মদিন ইনকগনিটো । অনেক শুভেচ্ছা আপনার জন্য ।
জন্মদিনের পার্টি কই???

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৩

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ, বৃতি। উত্তর দিতে একটু দেরী হয়ে গেলো।

জন্মদিনের সময় হাসপাতালে ছিলাম। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.