নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

স্বীকারোক্তি; ৪

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৬









আমি ক্যানো লিখি? সম্ভবত, দীর্ঘদিন খুপরিতে আটকে পড়া, পচে গলে যাওয়া কিছু শব্দকে বের করে রোদে শুকোতে দেওয়ার জন্য। শব্দগুলো উঠে আসে শেষ বিকেলে যখন একটা প্রস্তরখণ্ডের উপরে বসে থাকি অনেকক্ষণ, কিংবা গভীর রাতে কখনো বীর্যস্খলনের পর। এটা হয়তো না বললেও বলা যেতো। তবে অনুভূতির একান্ত ব্যাক্তিগত খাতায় ভদ্র থেকে কি হবে? ভদ্রতা অস্বচ্ছ একটা পর্দার মতো। সবসময় পর্দা দিয়ে আবদ্ধ থাকতে ভালো লাগে না। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। মাঝে মাঝে মনে হয় একটানে খুলে ফেলি। এইসব নোংরা, পচে যাওয়া শব্দের মাঝেই আমি নিজেকে খুঁজি। উদগিরন করে অবশ্য দিন দিন প্রশ্ন বাড়ে। কি চাই, ক্যানো চাই? নিজের ভেতর থেকে এগুলো বের হয়ে এলেও আমার মনে হয়, পথ হারিয়ে ফেলেছি। আমি কি আগ্নেয়গিরি? লাভা হয়ে গলে গলে বয়ে বেড়াই পৃষ্ঠায় পৃষ্ঠায়। অথবা এইসব অর্থহীন, অনেকটা নৌকার গলুইয়ে জমে থাকা পানির সাথে তুলনা করা যায়। আমি টের পাই, আমার পায়ের পাতা ক্রমশ ভিজে যাচ্ছে। যদিও আমি জানি, Tectile hallucination is a form of insanity. আমি প্রায়শই আমাকে খুঁজে ফিরি একটা প্রায় ডুবন্ত নৌকার গলুইয়ে, মাঝরাতে ঘুমভাঙা ডাহুক পাখির দীর্ঘশ্বাসে, অথবা এইসব ছেঁড়া কাগজে, যেটাকে হয়তো কেউ কোনোদিন টয়লেট পেপার হিসেবে ব্যবহার করবে, অথবা বইয়ের পৃষ্ঠা হিসেবে বুকসেলফেও কয়দিন সাজিয়ে রাখতে পারে। তবে আমাকে খুঁজে পাওয়া কষ্ট, কারন মনের মাঝের কু-রক্ত মাখা (অথবা লাভা, লাভা আর তপ্ত রক্তের পার্থক্য বুঝিনা) আর পচে যাওয়া শব্দগুলি রোদে শুকাতে দিয়েছি। রোদ কমে এলে অনেক পাখিরা কাঁদে। পাখির কান্নায় জমাট বাধা অদ্ভুত সব অনুভুতি আছে। ওরা ক্যামন য্যানো ঠেলে উঠে আসে। আমি একা বসে থেকে ওদের কান্না শুনি। কিন্তু আমি কখনো ওদের মতো কাঁদতে পারিনা। আমি যদি একবার ওদের মতো কাঁদতে পারতাম, স্রষ্টার কাছে আমার আর কখনো কিছুই চাইবার ছিলো না।

মন্তব্য ৫৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৬

আরজু পনি বলেছেন:

B-)

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৩

ইনকগনিটো বলেছেন: B-)

২| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৬

আরজু পনি বলেছেন:

কতো কম...কিন্তু কতো গভীর করে লেখা ...

ট্যাগ যথার্থ ! যেখানে কোন রাখঢাক থাকে না ।





........
যাদের পোস্ট চোখে পড়বে কিন্তু সেই মুহুর্তে কোন কারণে মন্তব্য দিতে পারবো না, বা পরে পড়ার পরিকল্পনা থাকবে...ভাবছি তাদের পোস্টে চশমাওয়ালা ঈমোটা বা আর কোন ঈমো দিয়ে বুকিং দিয়ে রাখবো ....হাহাহাহা

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৫

ইনকগনিটো বলেছেন: আপনাকে পোস্ট পড়তে দেখলে কেমন যেন শান্তি পাই।

৩| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৯

বোকামন বলেছেন:
পাখির কান্নায় জমাট বাধা অদ্ভুত সব অনুভুতি আছে

দারুণ লিখেছেন !!

“+”

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৫

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, বোকামন।

ভালো থাকা হোক সারাক্ষন।

৪| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: ব্যক্তিগত কথোপকথন স্পর্শ করে গেল।

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৭

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, প্রোফেসর সাহেব।

ভালো আছেন? :)

৫| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

চমৎকার!

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৮

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, বর্ষণ।

অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

৬| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৪

সায়েম মুন বলেছেন: লেখাটা খুব আপন মনে হলো।

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৯

ইনকগনিটো বলেছেন: আপনাকেও এখন আমার অনেক আপন মনে হচ্ছে।

৭| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: গভীর অনুভূতি।দারুণ প্রকাশ।

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, সেলিম ভাই।

ভালো থাকা হোক। শুভকামনা।

৮| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫১

প্রোফেসর শঙ্কু বলেছেন: বেশ আছি:)

এত কম লেখা দেন কেন?

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪০

ইনকগনিটো বলেছেন: শুনে ভালো লাগলো।

লিখি, কিন্তু লেখা দিতে ইচ্ছা করে না।

৯| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৫

অপর্ণা মম্ময় বলেছেন: গতকাল অনেক দিন পর মনে হচ্ছিলো আগের পুরনো অভ্যাসটা চালু করি , ডায়েরি লেখা শুরু করি। ব্যক্তিগত স্বীকারোক্তি আর অনুভবগুলো যত্ন করে তুলে রাখি , কোন এক সময় নিজেই পড়বো ভেবে। কিন্তু যা ভাবা হয় সব সময় সেটা করা হয়ে ওঠে না।

তোমার এই লেখাগুলো খুব সুন্দর ! ভালো থেকো কুশ

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪১

ইনকগনিটো বলেছেন: লিখে রাখা যে কোন জিনিস পড়তে একটা সময় ভালো লাগে। লিখেন না কেন? লিখে রাখেন।


অনেক ধন্যবাদ আপনাকে, আপু । :)

১০| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪০

মেহেদী হাসান '' বলেছেন: অনেক সুন্দর প্রকাশ।

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৬

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, মেহেদী হাসান।

শুভকামনা আপনার জন্য।

১১| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০২

রহস্যময়ী কন্যা বলেছেন: খুব সুন্দর সাজানো ভাবে মনের কথার প্রকাশ।
অনেক ভালো লাগলো ভাইয়া :)

১২ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ কন্যা।

ভালো থেকো অনেক।

১২| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার লেখা! অল্পকথায় স্পর্শময়ী!!

১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৩

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ ভাই।

কেমন লাগতেসে নন বাঙালী লাইফ? :P

১৩| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৬

মামুন রশিদ বলেছেন: ব্যক্তিগত স্বীকারোক্তি মন ছুঁয়ে গেল ।


+++

১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৭

ইনকগনিটো বলেছেন: মামুন ভাই :)

অনেক ধন্যবাদ!

১৪| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৭

কাউসার রানা বলেছেন: হুম দারুনই বলতে হয়। ধন্যবাদ।

১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৫

ইনকগনিটো বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

ভালো থাকবেন।

১৫| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: আত্নকথন বা স্বীকারোক্তিমূলক লিখা এমনি হওয়া উচিৎ! অনেক দিন পর পোষ্ট দিলেন!

১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ ভাই।

হু, অনেকদিন পর আসলাম ব্লগে।

১৬| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:

চমৎকার আত্ম কথন

১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৩

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, কাণ্ডারি।

ভালো থাকা হোক।

১৭| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৫

শায়মা বলেছেন: + + +

১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৬

ইনকগনিটো বলেছেন: আরে এটা কে!

দেখে ভালো লাগতেসে।

১৮| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৭

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: ভালো লাগলো ডায়েরী

প্লাস

১২ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, সিফাত ব্রো।

শুভকামনা।

১৯| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আমি যদি একবার ওদের মতো কাঁদতে পারতাম, স্রষ্টার কাছে আমার আর কখনো কিছুই চাইবার ছিলো না।

আমি স্বীকার করছি, একটা অসাধারণ কবিতা পড়লাম।

আপনার ব্লগে আসলাম অনেকদিন পর। যখন দীর্ঘ বিরতির পর ফিরে এসে নিয়মিত হলাম, তখন আপনার এ পোস্টটাই চোখে পড়লো।

শুভেচ্ছা।

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৫

ইনকগনিটো বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখলাম। কেমন আছেন?

আমারও আসা হয়না ব্লগে। তবে আপনি নেই, সেটা নিশ্চয়ই ব্লগবাসীর জন্য ভালো নয়!

এখন আবার নিয়মিত দেখা যাবে আপনাকে আশা করি :)

ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

২০| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩১

ভিয়েনাস বলেছেন: ভদ্রতা অস্বচ্ছ একটা পর্দার মতো। সবসময় পর্দা দিয়ে আবদ্ধ থাকতে ভালো লাগে না। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। মাঝে মাঝে মনে হয় একটানে খুলে ফেলি। এইসব নোংরা, পচে যাওয়া শব্দের মাঝেই আমি নিজেকে খুঁজি। কথাটুকু মনে ধরেছে।

এক সময় ডায়রী লেখা হলেও অনেক আগেই সেটা বন্ধ হয়ে গেছে।কোন এক কারনে ডায়রীর পাতাগুলো ছিঁড়ে ফেলেছিলাম... এখন আফসোস হয় :(

চমৎকার একটা লেখায় অনেক ভালোলাগা।

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০১

ইনকগনিটো বলেছেন: ভিয়েনাস! অনেকদিন পর। কেমন আছেন?

আপনিও আবার শুরু করেন।

আর, ভালো থাকবেন সবসময়।

২১| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৯

হাসান মাহবুব বলেছেন: সুন্দর হইসে লেখাটা।

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৯

ইনকগনিটো বলেছেন: ধইন্যা, হামা ভাই!

২২| ১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০০

সমুদ্র কন্যা বলেছেন: খুব সুন্দর উপলব্ধি। চমৎকার প্রকাশ।

অনেক ভাল লাগা।

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৮

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, আপু। ভালো লাগলো শুনে।

ভালো থাকবেন।

২৩| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩০

ত্রিনিত্রি বলেছেন: ক্যানো লিখি? পচে গলে যাওয়া কিছু শব্দকে রোদে শুকাতে দেয়ার জন্য.।

কঠিন বলেছো। এই লাইনটা পড়ার পরে বাকিটুকু না পড়ে কেউই উঠতে পারবে না।

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩১

ইনকগনিটো বলেছেন: অনেকদিন পর আপনাকে ব্লগে দেখতেসি! ভাল্লাগতেসে :)

ধন্যবাদ আপু!

২৪| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৬

অদৃশ্য বলেছেন:




আপনাকে দেখে খুবই খুশি হলাম... আসেন ইদানিং ব্লগে, আর এলে এমন সব লিখা দেখলে কেমন ভাবনা হয় বলুনতো!

আবার চেষ্টা করুন ব্লগে নিয়মিত লিখালিখি করবার... আশাকরি আপনাকে আবার লিখায় পাবো...

এই লিখা নিয়ে কোন কথা বলতে চাইছি না...


শুভকামনা...

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৬

ইনকগনিটো বলেছেন: আমার কেন যে ভালো লাগে না, আমি জানি না।

ভালো থাকবেন অদৃশ্য ভাই।

২৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৮

আপেক্ষিক বলেছেন: :)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮

ইনকগনিটো বলেছেন: :)

২৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৬

শায়মা বলেছেন: তুমি আর লেখোনা নাকি!!!!!!

লেখার কারনগুলো ব্যাখ্যা করে কই হাওয়া হয়ে গেলে ভাইয়া????

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯

ইনকগনিটো বলেছেন: আমি অনেকদিন লিখিনা, শায়মা আপু।

ভালো আছেন?

২৭| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৩

hasin82 বলেছেন: এত সুন্দর করে ক্যামনে লিখেন??

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১০

ইনকগনিটো বলেছেন: :)

ভালো থাকবেন।

২৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১১

আত্মার দায় বলেছেন: আমি যদি একবার ওদের মতো কাঁদতে পারতাম, স্রষ্টার কাছে আমার আর কখনো কিছুই চাইবার ছিলো না।[/sb

কতদিন, কতবার ঠিক এই কথাগুলোই ভেবেছি। গুছিয়ে লিখতে পারিনি। আপনাকে সাধুবাদ, এত সুন্দর করে লেখার জন্য, আর আমার মনের কথাগুলোকে ভাষা দেয়ার জন্য।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.