নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

তন্দ্রাচ্ছন্ন থেকে; তন্দ্রা কেটে গ্যালে।।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০০







তোমার সাথে একদিন দ্যাখা হলো অকস্মাৎ,

তারপরে- কি যে হলো, প্রায়ই একটা সুতো কাঁটা ঘুড়ির মতো,

গোত্তা খেয়ে

এদিক ওদিক-

তোমার আশেপাশে পড়ে থাকা হয়,

ফিরে যেয়ে আবার ফিরে আসি, অথবা

ঘুরি ফিরি তোমার ছায়া-কায়ায়,

মাঝে মাঝে মন ভুলে বসে থাকা, নির্জীব একটা বিকেল বুকে চেপে ধরে

নিরালায়,

তোমাদের বাড়ির পিছনের বড় পুকুরের জল ঈষৎ কাঁপে; গাঢ়

হয়ে মিশে আছে বনের গন্ধ, কবিতারা ও (এমনিভাবে) আসে যায়; ওখানে খণ্ড-ৎ এর মতো

দুটি পদ্ম কেউটে মাথা তুলে ঝিমায়-চিন্তাগ্রস্ত; কিছুটা নির্বাক এবং বিষণ্ণ,

আর কতো মুগ্ধ হবো-

আমারও তো প্রচুর ক্লান্তি আসে,

ভাবছি এক ঘুম দিয়েই উঠবো কি না

সান্ধ্যকালে,

আমি প্রায়ই এইখানে আসি তোমাকে খুঁজতে,

অথবা একটা বুনো ফুল দেবো একদিন, বলেছিলাম তোমাকে

সারাক্ষন খুঁত খুঁত; কি আছে-কি নাই, নাকি

আসলেই,

লুকিয়ে রেখেছে অপচ্ছায়া

ও (এই ও,

ঠোঁট দুটো গোল করে বলো)

দীঘল কায়ার কথা, জলের ভেতরে,

ঢেউ দেখে চাদ পড়ে এলে

একবার খুঁজে দ্যাখা যায়,

চাঁদ মরে গেলেও খুঁজবো হয়তো, তবে আলো নাই-



আমি এখন একটু ঝিমাই।



আবার অনেকক্ষণ তন্দ্রাচ্ছন্ন, তন্দ্রা কেটে গেলে চোখ মেলে দেখি

চাঁদে আগুন লেগেছে মাত্র,

আরেকটু পরে, পুরোটা পুড়ে গেলে,

একটা এক্রিলিক

ব্রাশ দিয়ে

আকাশে,

এক ছোপ সাদা রঙ মেখে দেবো।

মন্তব্য ৫৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬

আমিনুর রহমান বলেছেন:



অসধারন ও অনন্য +++

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ ভাই।

শুভকামনা আপনার জন্য।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: ঘোরগ্রস্ত অনুভূতি এবং চারিদিকে পরিচিত আসবাব!

আরেকবার পড়ে দেখি।

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৭

ইনকগনিটো বলেছেন: :)

পাঠের জন্য ধন্যবাদ, শঙ্কু সাহেব।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বরাবরের মতোই আপনার কবিতা একটা মূর্ছনা সৃষ্টি করলো। ঘোর লাগা।

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, সোনাবীজ ভাই। ভালো আছেন?

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: তোমাদের বাড়ির পিছনের বড় পুকুরের জল ঈষৎ কাঁপে; গাঢ়
হয়ে মিশে আছে বনের গন্ধ, কবিতারা ও (এমনিভাবে) আসে যায়; ওখানে খণ্ড-ৎ এর মতো


খণ্ড-ৎ এর কথা আসায় বিশেষ ভালো লাগা! :)

ভালো লেগেছে কবিতা! আপনি লেখা এখন অনেক কম দেন!

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৭

ইনকগনিটো বলেছেন: ঠিক আছে, এর পর কোন একটা লেখায় তিনটা ৎ দিবো নে :P

হু, অনেক কম লিখি। কম লেখাই তো ভালো। ভালো না?


ধন্যবাদ, ৎ। ভালো থাকবেন অনেক।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: আবার অনেকক্ষণ তন্দ্রাচ্ছন্ন, তন্দ্রা কেটে গেলে চোখ মেলে দেখি
চাঁদে আগুন লেগেছে মাত্র,

চমৎকার !

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, অভি।

ভালো থাকবেন।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

সায়েম মুন বলেছেন: মুগ্ধপাঠ!

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভাই!

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ঘোরপাঠ কবি।

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৭

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, কবি।

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৭

শুকনোপাতা০০৭ বলেছেন: অসাধারন... :)

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, শুকনোপাতা।

ভালো থাকা হোক।

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩২

সোমহেপি বলেছেন: অনেক প্রশান্তির কবিতা

ভাললাগা কবি

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, সোমহেপি।

পাঠের জন্য ধন্যবাদ।

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৮

রাতুল_শাহ বলেছেন: সুন্দর কবিতা।

++++

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, রাতুল শাহ।

ভালো আছো ভাইয়া?

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১১

মামুন রশিদ বলেছেন: চাঁদে আগুন লেগেছে মাত্র,
আরেকটু পরে, পুরোটা পুড়ে গেলে,
একটা এক্রিলিক
ব্রাশ দিয়ে
আকাশে,
এক ছোপ সাদা রঙ মেখে দেবো


এত চমৎকার অবাক করা ভাবনা আসে কি করে !!


মুগ্ধপাঠ! ++++++++++++++

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

ইনকগনিটো বলেছেন: ছিলো একটা বিভ্রমে ভরা খেরো খাতা,
এ তো সব কবিতা নয়,
আমার ব্যাধিদের প্রমানপত্র।


ভালো থাকবেন, মামুন ভাই।


১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার!!!!


++++++++++

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, বর্ষণ।

১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:

মুগ্ধ হলাম।

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

ইনকগনিটো বলেছেন: পাঠের জন্য অনেক ধন্যবাদ।

রইলো অনেক শুভকামনা।

১৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক সুন্দর :)
অনেক ভালো লেগেছে ভাইয়া :)

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, রহস্যময়ী। ভালো লেগেছে শুনে ভালো লাগলো।

ভালো থেকো।

১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০২

ছন্নছাড়া ছেলেটি বলেছেন: অসাধারন .... । ভাষার ভেতরের মাধুর্য্যটা প্রাণ ছুঁয়ে গেলো ।

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ, কবিতার মতো করে কবিতা পড়ার জন্য।

ভালো থাকবেন। শুভেচ্ছা।

১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৪

টুম্পা মনি বলেছেন: সুন্দর। অনেক ভালো লাগল।

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ টুম্পা। আপনার লেখাও বেশ ভালো লাগলো।

১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

ইনকগনিটো বলেছেন: থ্যাংকস।

১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫০

অদৃশ্য বলেছেন:





ইনকো

কবিতার চেয়ে আপনাকে দেখেই বেশি খুশি হলাম... এর অর্থ এই না যা কবিতা ভালো লাগেনি বা হয়নি... কবিতা যথেষ্ট সুন্দর হয়েছে...

_______

ঠিকই বলেছে মানুষ অনেক কিছুই আসলে জানেনা... জানতে চায়ও না... তাই মাঝে মাঝে নিজের ইচ্ছাকেই সবচে বেশি প্রাধান্য দেয়া উচিৎ...

ভালো থাকুন...
শুভকামনা...

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

ইনকগনিটো বলেছেন: অদৃশ্য ভাই,

কেমন আছেন?

১৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৫

স্নিগ্ধ শোভন বলেছেন:
চমৎকার!!! পাঠে মুগ্ধ!!!


৩য় ভাললাগা রেখে গেলাম।


+++++++

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:০১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, স্নিগ্ধ শোভন।

শুভকামনা আপনার জন্য।

২০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩

ভিয়েনাস বলেছেন: শান্ত সুন্দরে মাখামাখি লেখা......

ভালো লাগলো :)

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:১৪

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ, ভিয়েনাস।

ভালো আছেন নিশ্চয়ই। শুভকামনা থাকলো।

২১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯

হাসান মাহবুব বলেছেন: বরাবরের মতোই ভালো। বন্ধনীর ব্যাপারটা বেশ অন্যরকম লাগলো।

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:১৯

ইনকগনিটো বলেছেন: ধইন্যা, হামা ভাই।
বন্ধনটা হালকা-ঔদাস্য মাখা এবং একই সাথে গাঢ়।

২২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬

মায়াবী ছায়া বলেছেন: দুটি পদ্ম কেউটে মাথা তুলে ঝিমায়-চিন্তাগ্রস্ত; কিছুটা নির্বাক এবং বিষণ্ণ,
আর কতো মুগ্ধ হবো-
আমারও তো প্রচুর ক্লান্তি আসে,
ভাবছি এক ঘুম দিয়েই উঠবো কি না
সান্ধ্যকালে,
.......... , চমৎকার লিখেছেন!প্রতিটা লাইন খুবই সুন্দর ।
এক দমে পড়ে ফেল্লাম ।
ভাল থাকুন । :)

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:২০

ইনকগনিটো বলেছেন: মিথ্যা বলেন কেন? দম তো ফেলসিলেন। :-P :-P :-P

বাই দ্যা ওয়ে, অনেক ধন্যবাদ, মায়াবী ছায়া।

শুভকামনা।

২৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

একজন আরমান বলেছেন:

শেষটা দারুণ লেগেছে।

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:২৩

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, আরমান।

২৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: অনেক দিন পর.............কবিতায় +++++++++

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:২৪

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ, মেহেদী হাসান।

ভালো থাকা হোক।

২৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় কবি খুব ভাল লাগলো। পরেরটা পড়ার অপেক্ষায় থাকলাম ।

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:২৮

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ, ভাই।

ভালো থাকুন সবসময়।

২৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৫

নাজিম-উদ-দৌলা বলেছেন:
পড়তে ভাল লাগছে। কিন্তু থিম ক্লিয়ার হলাম না।

এক্রিলিক নাকি এক্রাইলিক হবে? আমি ঠিক জানিনা।

শুভকামনা থাকল। :)

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৩

ইনকগনিটো বলেছেন: থিম বলাটা আসলে ঠিক না, কবিতার স্বাতন্ত্র্য নষ্ট হয়ে যায় মাত্র একটা কমেন্টে। তাই বললাম না আর। :)

না, ওটা এক্রিলিক ই। ঠিক আছে।


ধন্যবাদ, নাজিম ভাই। প্রিয় গল্পকার। :)

২৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১০

সমুদ্র কন্যা বলেছেন: আবার অনেকক্ষণ তন্দ্রাচ্ছন্ন, তন্দ্রা কেটে গেলে চোখ মেলে দেখি
চাঁদে আগুন লেগেছে মাত্র,
আরেকটু পরে, পুরোটা পুড়ে গেলে,
একটা এক্রিলিক
ব্রাশ দিয়ে
আকাশে,
এক ছোপ সাদা রঙ মেখে দেবো।


ঘোরলাগা মুগ্ধতা! অদ্ভুত সুন্দর!

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, পাঠের জন্য, সমুদ্র কন্যা।

ভালো থাকুন প্রতিদিন। শুভকামনা,

২৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দুর্দান্ত এবং মুগ্ধপাঠ!!

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৬

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো লেগেছে শুনে ভালো লাগলো।

ভালো থাকবেন।

২৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

আরজু পনি বলেছেন:

লুকিয়ে রাখা অপচ্ছায়া কথাটা বেশ !

কবিতায় ভালো লাগা রইল , কবি ।।

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৭

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, প্রিয় ব্লগার আপা।

ভালো আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.