নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

ব্যাধ।।

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৩







১.

এখন মাঝরাতে জানালার পাশে

বসে দূর হতে দ্যাখা যায় দেয়ালে লেপ্টানো ছায়া

অথবা, আট তলা থেকে পড়ে যাওয়া মানুষটির থ্যাতলানো মাথা

এও হতে পারে, দেয়ালের সাথে কোন গোপন আলাপ

আছে তার- আমি জানি না; রাত গভীর হলে হয়তো বা

জড় রা জীবন্ত হয়, আর কেউ কেউ মরে যায়

ঘুমের ঘোরে, তবে ভৌতিক কোন কিছু নয়-

একথা স্বভাবতই পুরনো যে, অন্ধকারে-

মাঝে মাঝে এলোমেলো ভাবে জোনাকিরা ওড়ে-অনেক শখ নিয়ে

য্যামন শখ= সবুজ টাংস্টেন মিশ্রিত আলো; কিন্তু লাল কালো

অনেক অধিবৃত্তও দ্যাখা যায়, ওরা ছোট থেকে বড় হতে হতে

_________________আবার অদৃশ্য।



আমি তোমাকে বলি-

যেভাবে আমি অনুভব করি, তা নিতান্তই একটা অসুখ-

মহাজাগতিক,

ছিলো জন্মেরও অনেক আগে, তবে পৃথিবীতে এসে আরও

_______________________ বহু, বহু শখ জাগে

_____________________________মোহগ্রস্ত হবার;

________________________________তবে পৃথিবীর নয়-



আমি তাই শব্দের ভেতরে ভাসি

প্রকাণ্ড উল্লাসকরন শেষে, তারপরে খাপছাড়া- কেউ কেউ বলে, এগুলো কবিতা

কিন্তু আমি কবি নই; কারন আমি যা লিখি

___________________তা লিখি রক্ত দিয়ে;

মুলত রক্তেরও আছে অনেক গোপন অহংকার

__________________এবং অনেক অস্থিরতা-



অতপর একটা ঘূর্ণিপাক

_______এবং আরও, (আরও)১

________________পাক খাওয়া-



আমাকে টেনে নেয় একটা বিশাল চোখের ভেতর;



শূন্যতাঃ তাকে কি ই বা বলা যায়?

আমি অনেক সত্যের উপরে গাঢ় প্রলেপ দিয়ে

_____________________একটা অবয়ব সাজাই;



পথিমধ্যে ঘূর্ণি- ধাবমান



এবং আমি গুনি

_______এক

__________দুই

_____________তিন





চোখঃ বিনিদ্র ও নশ্বর;

অথবা, একটা জানালা-

একদিন বন্ধ হবে, তবে তার আগে, যা দ্যাখার সাধ আছে- সবকিছু দেখে নিতে হবে

যদিও মাঠে ঘাটে ইদুর-বেড়ালেরা এমনিই মারা যায়,

ওদের চোখ খুলে, তবে সব মানুষেরা নয়-

কদাচিৎ,

কি বিচিত্র!





আমার প্রয়োজন ছিলো শুধু একটা শব্দই,মনমতো

______তাইতো আমি জেগে থাকি- একটা নোম্যান্সল্যান্ড এর স্বপ্নে।



২.

অনেক শব্দ নিয়ে ভাসি

বহুকাল, আমার ভেতরের আমি কে চিনি না আমি

_________অহেতুক স্বপ্ন-গনিতায়

আত্মকামী ইথারের মাঝে বাসা বেঁধে

________সকল বাহু ডুবিয়ে রাখার স্বাদ আছে।

মা,

সেদিন স্বপ্নে দেখলাম, একটা খোলা মাঠ

আর একটা সবুজ প্রাচীন বারান্দা;

তারপর, কি মনে করে আমি একবার আকাশের দিকে তাকালাম

এবং, দ্যাখা গেলো- একটা কালো ঘুড়ি, শতছিন্ন কাপড়ের মতো

থেমে আছে

________মধ্য আকাশে

নাটাইহীন; একটা ছেঁড়া সুতো নেমে এসেছে নিচে

তারপর- সুতো ধরতেই ও আমাকে টানলো



অনেকবার

______ভাসার জন্য,



ও কি জানে, আমি এমনিতেই ভাসমান

হয়ে হেটে বেড়াই পৃথিবীতে;



তারপর একছুটে পাড়ি দেই অনন্তকাল।





৩.

শব্দ; মাত্র একটিই, আমার জন্য-আমি জানি না সেটা কি;

__________আকাশের পিঠে এখন একটা ঘর বানাচ্ছি।





-------------------------------------------





নাই..।

মন্তব্য ৫১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: কিন্তু আমি কবি নই; কারন আমি যা লিখি
___________________তা লিখি রক্ত দিয়ে;
মুলত রক্তেরও আছে অনেক গোপন অহংকার
__________________এবং অনেক অস্থিরতা-



মুগ্ধপাঠ , কবিতার ভাবের গভীরতায় আরো মুগ্ধ !
সরাসরি প্রিয়তে !

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ, স্বপ্নবাজ অভি।

শুভকামনা নিরন্তর।

২| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫০

শহুরে আগন্তুক বলেছেন: এতো ------------------------ কেন ? :(

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

ইনকগনিটো বলেছেন: কারন আমি কিছু কবিতা স্পেসিং ব্যাবহার করে লিখি। এই কারনে ব্লগে কবিতাগুলোর মুল প্যাটার্ন তুলে ধরতে ঝামেলা হয়ে যায়। নোট এর মতো গ্যাপিং (শুধুই একটা ফাকা অংশ) রাখা যায় না।


ধন্যবাদ, পাঠের জন্য।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওহহহহহহহহ!!!!!!!!!!! অদ্ভুত সুন্দর! অদ্ভুত সুন্দর। কী দারুণভাবেই না শেষ করলেন-- ঋজুরেখাময় বিরান প্রান্তর- তা দ্বারা কত কিছুই বোঝা যায়, আবার শূন্যতা ছাড়া আর কোনো কিছুই মেলে না..... নাই। ...নাই!


চোখ : বিনিদ্র ও নশ্বর;
অথবা, একটা জানালা-


***

মা,
সেদিন স্বপ্নে দেখলাম, একটা খোলা মাঠ
আর একটা সবুজ প্রাচীন বারান্দা;
তারপর, কি মনে করে আমি একবার আকাশের দিকে তাকালাম
এবং, দ্যাখা গেলো- একটা কালো ঘুড়ি, শতছিন্ন কাপড়ের মতো
থেমে আছে
________মধ্য আকাশে
নাটাইহীন; একটা ছেঁড়া সুতো নেমে এসেছে নিচে
তারপর- সুতো ধরতেই ও আমাকে টানলো

অনেকবার
______ভাসার জন্য,

ও কি জানে, আমি এমনিতেই ভাসমান
হয়ে হেটে বেড়াই পৃথিবীতে;

তারপর একছুটে পাড়ি দেই অনন্তকাল।


***

আমি তাই শব্দের ভেতরে ভাসি
প্রকাণ্ড উল্লাসকরন শেষে, তারপরে খাপছাড়া- কেউ কেউ বলে, এগুলো কবিতা
কিন্তু আমি কবি নই; কারন আমি যা লিখি
___________________তা লিখি রক্ত দিয়ে;
মুলত রক্তেরও আছে অনেক গোপন অহংকার
__________________এবং অনেক অস্থিরতা-


***

চমৎকার একটা দৃশ্যের বর্ণনা পাই শুরুতে। তারপর মাকে স্বপ্নে দেখা, কালো ঘুড়ির সুতোয় আকাশে ভেসে যাওয়া- সব কিছু মিলিয়ে এক অনন্যসাধারণ কবিতা। একটা পূর্ণাঙ্গ ও পরিণত কবিতা।

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

ইনকগনিটো বলেছেন: যদিও আমার কবিতার পাঠক মুষ্টিমেয়, তবু তারাই সময় নিয়ে পড়লে আমার ভালো লাগে অনেক।

কৃতজ্ঞতা জানবেন, সোনাবীজ ভাই।

৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

ইখতামিন বলেছেন:
কবিতা অনেক ভালো লেগেছে :)

-------------------------------------------
নাই..।

মানে কী?

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

ইনকগনিটো বলেছেন: কবিতা শেষ হওয়ার পরও একটা শব্দ বলতে ইচ্ছে হলো।
শব্দটি হচ্ছে- নাই।

ভালো থাকবেন, ইখতামিন। শুভকামনা।

৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

একজন আরমান বলেছেন:
মুগ্ধ !

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, আরমান।

শুভ কিছু আপনাকে ঘিরে রাখুক সারাক্ষন।

৬| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

টুম্পা মনি বলেছেন: অদ্ভুত সুন্দর! অনেক ভালো লাগা।

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, টুম্পা মনি।

৭| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

মামুন রশিদ বলেছেন: ঘোর লাগা সুন্দর কবিতা ।

মুগ্ধ পাঠ!

++

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

ইনকগনিটো বলেছেন: মামুন ভাই, ধন্যবাদ। :)

পাঠের জন্য।

৮| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

অপর্ণা মম্ময় বলেছেন: সময় নিয়েই পড়লাম। অনুভবের প্রকাশ এই যে -- কিছু কিছু লাইন খুব ভালো লেগেছে। স্বপ্ন দৃশ্য মনে হয়। সুন্দর !

মূলত হবে বানান টা ।

ভালো থেকো ছদ্মবেশী।

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৪০

ইনকগনিটো বলেছেন: স্বপ্ন ও কল্প, দুইয়ের সংমিশ্রণ।

বানানের ব্যাপারে কেন যে আমি এতো উদাসীন।

ধন্যবাদ আপু। শুভকামনা আপনার জন্যেও।

৯| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার!

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৪১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

১০| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: একথা স্বভাবতই পুরনো যে, অন্ধকারে-
মাঝে মাঝে এলোমেলো ভাবে জোনাকিরা ওড়ে-অনেক শখ নিয়ে
য্যামন শখ= সবুজ টাংস্টেন মিশ্রিত আলো; কিন্তু লাল কালো
অনেক অধিবৃত্তও দ্যাখা যায়, ওরা ছোট থেকে বড় হতে হতে
_________________আবার অদৃশ্য।


কবিতার শব্দ নির্বাচন নিয়ে কিছু বলার নেই। সমান চিহ্ন বা বন্ধনির ভেতরে সংখ্যা নতুন মনে হল। দারুণ কয়েকটা লাইন পেলাম- বারবার মাথার ভেতরে ঘুরতে থাকে। শেষের নাই- টা পুরো কবিতার অনুভবই কি প্রকাশ করে দিল!

শুভেচ্ছা রইল। ভালো আছেন আশা করি:)

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:১৫

ইনকগনিটো বলেছেন: অনেকদিন পর ব্লগে এলে খুব ভালো লাগে, সেটা বুঝতে পারছি।

শঙ্কু সাহেবও ভালো আছেন নিশ্চয়ই। আপনার গল্পটা পড়লাম। বেশ লাগলো।


ভালো থাকবেন।

১১| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:





অসাধারন, মুগ্ধ +++++++ রইল।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:১৬

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, কান্ডারী।

শুভকামনা আপনার জন্য।

১২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দূর্দান্ত!! চমৎকার হইছে!

বাই দা ওয়ে, অনেকদিন গল্প পাইনা আপনার কাছ থেকে! :)

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৯

ইনকগনিটো বলেছেন: অনেকদিন যে গল্প লেখা হয়না, ভাই। গল্প নিয়ে ঘুরি মাথায়, লিখতে ইচ্ছা করে না।

অনেক ধন্যবাদ জানবেন। আপনার জন্য ভালবাসা।

১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ২:২৫

বৃতি বলেছেন: চমৎকার বললেও কম বলা হবে । প্রিয়তে নিচ্ছি ।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৮

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, প্রিয় বৃতি।

কেমন আছেন?

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ ভোর ৪:১২

শ্যামল জাহির বলেছেন: তৃপ্ত!

০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪১

ইনকগনিটো বলেছেন: প্রশান্তি।

১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
অসাধারণ কবিতা।
পাঠে মুগ্ধ হলাম।
একরাশ ভাললাগা রইলো।


+++++++++++++++++++++++++++++

০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৪

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ, পাঠের জন্য।

ভালো থাকবেন প্রতিদিন।

১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪১

আমিনুর রহমান বলেছেন:




মুগ্ধ পাঠ। অসাধারণ ও অনন্য।
প্লাস ও প্রিয়তে।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভাই।

ভালো থাকবেন।

১৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৮

সায়েম মুন বলেছেন: দারুন একটা প্যাটার্ন করেছেন। কবিতায় অনেক ভাললাগা রইলো।

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৮

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, কবি।

শুভকামনা থাকলো। ঈদের এবং পূজার শুভেচ্ছা।

১৮| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৫

হাসান মাহবুব বলেছেন: অদ্ভুত সুন্দর লিখেছো।

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, হামা ভাই।

ঈদ ও পূজা মোবারক। বাসায় আইসো। দাওয়াত।

১৯| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৫

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ইন্টেন্স!

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১০

ইনকগনিটো বলেছেন: থ্যাংকস ফর রিডিং, ক্যাপ্টেন।

২০| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০০

অদৃশ্য বলেছেন:





অনেক সুন্দর হয়েছে লিখাগুলো... আপনার লিখার ভেতরে আবেগগুলো দারুনভাবেই কাজ করে...

নিয়মিত হোন...

ইনকোর জন্য
শুভকামনা...

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৫

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, অদৃশ্য ভাই। আপনাকে দেখলে আমার ভালো লাগে।

ভালো থাকবেন। শুভেচ্ছা।

২১| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

সোমহেপি বলেছেন: অনেক সুন্দর আবেগী কবিতা ।

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, কবি। ভালো থাকুন আপনি।

শুভকামনা। ঈদ মোবারক। পূজার শুভেচ্ছা।

২২| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৮

নক্ষত্রচারী বলেছেন: মুগ্ধপাঠ !

অনেকদিন পর পড়লাম আপনার লেখা ।
ভালো লাগা । :)

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৬

ইনকগনিটো বলেছেন: আপনাকেও অনেকদিন পর দেখলাম। কেমন আছেন?

সব ভালো তো?

২৩| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৮

সোহাগ সকাল বলেছেন: অসাধারণ লিখেছেন। অনেকদিন পর আপনার কোনো লেখা পড়লাম।

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, সোহাগ।

পূজার শুভেচ্ছা। ঈদ মোবারক।

২৪| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০০

নেক্সাস বলেছেন: শূন্যতাঃ তাকে কি ই বা বলা যায়?
আমি অনেক সত্যের উপরে গাঢ় প্রলেপ দিয়ে
_____________________একটা অবয়ব সাজাই


দারুন কবিতা প্রিয় কবি

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, প্রিয় নেক্সাস।

ভালো থাকা হোক। শুভকামনা ও শুভেচ্ছা।

২৫| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৩

মায়াবী ছায়া বলেছেন: সুন্দর কবিতা ।।

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৫

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, মায়াবী ছায়া।

ভালো থাকবেন।

২৬| ২৯ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২২

আলম দীপ্র বলেছেন: অনেক সুন্দর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.