নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

আটাশ তলা টাওয়ারের একটি স্বচ্ছ কাঁচের ঘর থেকে।

১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৫







চিঠিটা লিখবার আগে-



একটা লম্বা করিডোর থেমে থাকে; যার শুরু একটা কারুকাজ সমৃদ্ধ দরজায় এবং

এসে শেষ হয়ে যায় একটা নিঃসঙ্গ ড্রয়িংরুমে;

শেষ দেয়ালটা জুড়ে স্বচ্ছ কাঁচ, তাই পুরোটাই হয়ে গেছে বিশাল একটা

জানালা,

এবং শেষ বিকেলেও শুধু আলো আর আলো-

এখানে দাঁড়ালেই আমার মনে হয়, আকাশটাকে একটু ছুঁয়ে দেই। কিন্তু মাঝখানে বাঁধ সাধে

স্বচ্ছ কাঁচ। মাঝে মাঝে আমার এই সরু কার্নিশে পা ঝুলিয়ে বসে থাকতে খুব ইচ্ছা হয়। সেটা কখনো সম্ভব হয়নি। স্বচ্ছ কাঁচেরা আমাকে মনে করিয়ে দেয় কল্পনা এবং বিষাদের পার্থক্য কতখানি।



অতঃপর নোটপ্যাড-



প্রতিদিন আমি দুই-চার পৃষ্ঠার সাথে কথা বলি কলম দিয়ে আঁকিবুঁকি অজস্র দাগ কেটে; যদিও

এই কনভারসেশন ওয়ান ওয়ে- কারন কাগজের তো আর মুখ নেই যে সে কথা বলবে- কাগজের কোন চোখ নেই- কাগজের মন নেই- অনুভূতিহীন; কিন্তু তবুও প্রতিদিন

অবাধ্য প্রলাপ; কিংবা কিছু একান্ত ব্যক্তিগত আলাপ-সালাপ

অথবা ধরা যাক, দীর্ঘদিন গোপন প্রকোষ্ঠে জমে থাকা কিছু

অপ্রকাশিত চিঠি

নামধাম হীন,

অনুভূতি;



চিঠিটা লেখার সময়-



হ্যা, এটা এখন আমিই- ভেতরের অন্য কেউ নয়, বলছি ২৮ তলা টাওয়ার এর উঁচু একটা কাঁচের

ঘর হতে, আমি বললাম কারন- হয়তো বা, আর কিছুক্ষন পর আমি আর আমি

থাকবো না; তবে বদলে যাওয়ার আগে কথার ভারী সিন্দুকটা ছুঁড়ে ফেলে দেওয়ার

বুনো একটা চিন্তা আছে; একারনেই একটা গ্লাস কাটার এনে বিশাল উইন্ডো এর মাঝে আরও একটা উইন্ডো

বানানোই যায়- আহা, কাটাকুটি; শুনেছি এটার নাকি অনেক ধার; এখনো পরখ করে দেখা হয়নি;

তবে আজ বদলে যাওয়ার আগে

অথবা বদলে যাওয়ার সময়

________________শেষ চিঠিটা



যদি লিখি পোস্টবিহীন খামে, তারপর এই আটাশ তলা টাওয়ারের স্বচ্ছ ঘর থেকে

আমি একটা বার ভূমির দিকে তাকিয়ে

অতঃপর টের পাই

অ্যান্টিগ্র্যাভিটি; যা কোনদিনও অনুভব করা হয়নি

আজকের আগে, LSD এর প্রভাবে

আর কথারা ভারী হয়

___________ক্ষণে ক্ষণে

______________তারপর ওরা ঝরে যায়

______________________ওরা পড়ে যায় টুপ করে



________একবার ভূমির টানে



অতঃপর অ্যান্টিগ্র্যাভিটি;



রঙ্গমঞ্চ থেকে বিদায় নেবার সময়-



কি বলবো, কি বলবো না ভেবে সব এলোমেলো হওয়ার আগে এখন

বলি-

তুমি

__এবং একটা

______ বেয়ারিং চিঠিই

সবচেয়ে সুন্দর কম্বিনেশন।







আর কি বলবো সব ভুলে গেছি.........

মন্তব্য ৮০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৮

শরৎ চৌধুরী বলেছেন: বাহ!

১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১০

ইনকগনিটো বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৯

আসফি আজাদ বলেছেন: বেশ ভালো লাগল। +++

১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৬

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৩

তৌফিক আনজাম বলেছেন: অনেক দিন পর ।

১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০১

ইনকগনিটো বলেছেন: হু। অনেকদিন।

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:


চমৎকার ++++++

১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৬

গ্রীনলাভার বলেছেন: বেয়ারিং চিঠি।
++++++++

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৭

হাসান মাহবুব বলেছেন: সাইকোডেলিক জীবনাবসান অথবা জন্মলগ্ন, স্বচ্ছ কাঁচের ভেতর থেকেও স্পষ্ট বোঝা যায় না। চিঠিতে প্রাপকের নাম অস্পষ্ট।

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩০

ইনকগনিটো বলেছেন: এক্সাক্টলি।

৭| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩১

মামুন রশিদ বলেছেন: ঘোর লাগা মুগ্ধতা!


অনেকদিন পর এলেন, কেমন আছেন?

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৮

ইনকগনিটো বলেছেন: আছি ভালোই। আপনি? :)

৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৫

জেরিফ বলেছেন: আর কি বলবো সব ভুলে গেছি.........

চমৎকার

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ!

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৭

ইনকগনিটো বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ।

১০| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৪

এরিস বলেছেন: কি বলবো!! সব ভুলে গেছি!!!

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪১

ইনকগনিটো বলেছেন: বেশ!

১১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সুন্দর :)

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৩

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

১২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৩

মিমা বলেছেন: আসলে পড়তে পড়তে একটা অদ্ভুত ধরনের আবেশ টের পেলাম। ঠিক ঘোর নয়, যেন আপনার শব্দগুলো সম্মোহন করে ফেলছিলো। ঘূর্ণির চক্রে ঘুরতে ঘুরতেই মন্ত্রমুগ্ধের মতো নিচে স্ক্রল করে যাচ্ছিলাম।

ব্যাপারটা আসলে দৃষ্টিভঙ্গির। স্ফটিক স্বচ্ছ কাঁচের ভেতর দিয়েও ধোঁয়াশা কে স্পষ্ট করে তোলা যায়না। আর সাইকোডেলিক জীবনে সবকিছুই তো অস্পষ্ট বাঁধনে ঘেরা।
মুগ্ধপাঠ! শেষের দু'লাইন গেঁথে যাবার মতো চমৎকার!

ভালো থাকুন। শুভকামনা রইলো অনেক। :)

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৫

ইনকগনিটো বলেছেন: মন্তব্যেই তো সম্মোহিত হয়ে গেলাম!

১৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২০

স্বাধীনচেতা মানবী বলেছেন: আচ্ছন্ন !!! আমি !!!

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৯

ইনকগনিটো বলেছেন: তৃপ্ত। আমি!

১৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৮

কয়েস সামী বলেছেন: অনেক দিন পর!

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫০

ইনকগনিটো বলেছেন: হু অনেকদিন পর। কেমন আছেন?

১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৩

সায়েম মুন বলেছেন: ঘোরলাগা কবিতা!

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ কবি। কেমন আছেন আপনি?

১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার লাগল! অনেকদিন পর আপনার লেখা পড়লাম। ব্লগে আপনার লেখা বেশ মিস করি!! ভালো থাকবেন ভাই।

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৭

ইনকগনিটো বলেছেন: আপনিও ভালো থাকবেন ভাই। :)

১৭| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৩

বটবৃক্ষ~ বলেছেন:



ভাললাগা একরাশ.।

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৩

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ একগুচ্ছ।

১৮| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: পড়ে ভালো লাগলো!

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৮

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৯| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০১

মোঃ আনারুল ইসলাম বলেছেন: চমৎকার । সাথে ফ্রি কিন্তু মন থেকে দিয়ে গেলাম ++++++ R++++++

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৩

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, অন্তঃস্থল থেকে।

২০| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৭

আবুল তাবুল বলেছেন: বাহ চমৎকার .........।

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৫

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

২১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৪

মশিকুর বলেছেন:
চমৎকার! সবচেয়ে সুন্দর কম্বিনেশন ওয়ালা শেষ চিঠি!

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৯

ইনকগনিটো বলেছেন: :) পাঠের জন্য ধন্যবাদ।

২২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৭

লাবনী আক্তার বলেছেন: বেশ লাগল ভালো।

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৯

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: কি বলবো, কি বলবো না ভেবে সব এলোমেলো হওয়ার আগে এখন
বলি-
তুমি
__এবং একটা
______ বেয়ারিং চিঠিই
সবচেয়ে সুন্দর কম্বিনেশন।

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১২

ইনকগনিটো বলেছেন: আর কি বলবো সব ভুলে গেছি.....
ভালো থাকুন কবি।

২৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার।।

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৩

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ দুর্জয় ভাই।

এবং একটি ফার্স্ট ক্লাস অভিনন্দন ! :)

২৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৪

ইখতামিন বলেছেন:
অতঃপর অ্যান্টিগ্র্যাভিটি
দারুণ

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৮

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ইখতামিন।

২৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৭

সকাল রয় বলেছেন: ___________________বেয়ারিং চিঠি ছোটবেলায় আসতো
__________________________তখন পত্রমিতা বন্ধু ছিল।
অনেকক্ষন জমে পড়েলাম_________________________
ভালোলাগা ছিল ______________________________

১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভাই।

ভালো থাকবেন।

২৭| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৩

সুমন কর বলেছেন: অনেক ভাল লাগল ।

১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

২৮| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আর কি বলবো সব ভুলে গেছি........!!

১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৭

ইনকগনিটো বলেছেন: দুঃখজনক!

২৯| ১৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪১

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আমি তেমন বুঝতে পারিনি

আবার পড়তে হবে মনে হচ্ছে :(

১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৯

ইনকগনিটো বলেছেন: :)

৩০| ১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১১

সায়েম মুন বলেছেন: ভাল আছি ইনকগনিটো। আপনি? :)

১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৪

ইনকগনিটো বলেছেন: আছি কোনোরকম আরকি। :)

৩১| ১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৭

নীল ভোমরা বলেছেন: জটিল লাগলো........

১৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৩

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

৩২| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫০

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: অদ্ভুত রকম ভালো লাগা!

২৩ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৭

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ!

৩৩| ২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৩

আফ্রি আয়েশা বলেছেন:
অ্যান্টিগ্র্যাভিটি; যা কোনদিনও অনুভব করা হয়নি . . .
অতঃপর অ্যান্টিগ্র্যাভিটি - উঁহু , ফাইনাল না , তবে কিছু সেকেন্ডের জন্যে পাখা প্রাপ্তির আকাঙ্ক্ষা বহু দিনের . . .
এইসব আলোচনা ছদ্মবেশীর সাথে ।

তুমি লিখো ভালো -এই প্রশংসা পুরোনো

তোমার জন্যে শুভকামনা সব সময় :)

২৩ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০০

ইনকগনিটো বলেছেন: কামনাকে চিনি। শুভ টা আবার কি জিনিস?

এনিওয়ে, ধন্যবাদ।

৩৪| ২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৬

বৃতি বলেছেন: চমৎকার!

২৩ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০১

ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ, বৃতি!

৩৫| ২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: ছিন্নভিন্ন ভাবনার ভিন্ন কোন প্রকাশ। একটানা অনুভব।

চমৎকার।

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৭

ইনকগনিটো বলেছেন: ভালো আছেন শঙ্কু সাহেব?

৩৬| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

একজন ঘূণপোকা বলেছেন: বাহ

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৯

ইনকগনিটো বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ।

৩৭| ৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৬

সমুদ্র কন্যা বলেছেন: সুন্দর।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, সমুদ্র কন্যা।

৩৮| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৪

অথৈ সাগর বলেছেন:
চিঠি চিঠি খেলা । ব্যতিক্রমী এবং চমৎকার ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৮

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৩৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৬

অদিতি মৃণ্ময়ী বলেছেন: খুব খুব খুব বেশী ভালো লাগল কবিতাটা। ভালো থাকবেন। +++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৯

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, অদিতি। শুভকামনা।

৪০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৩

নেক্সাস বলেছেন: দারুন হয়েচে ভাই

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৭

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভাই। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.