নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

দিনলিপি।।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৭

গত বছর, এক সন্ধ্যেয় কল্লোল এসে বললো-

চল, তোকে নিয়ে একটু নিউমার্কেট যাবো।

সামনে ১৪ই ফেব্রুয়ারি। রিনির জন্য কিছু একটা কিনতেই হবে। তুই পছন্দ করে দিবি।

আমি একটু হেসে বললাম- দাড়া,

শার্টটা একটু বদলে নেই। শেষ মাসের বেতনটা এখনও পাওনা;

আসার পথে ছাত্রীর বাড়ি থেকে একটু ঘুরে আসা যাবে।



টেবিলের উপর পড়ে থাকা মানিব্যাগটা পকেটে পুরতে গিয়ে মনে হলো- দরকার নেই; বহুদিন ধরেই ওটা খালি পড়ে আছে।

দু’চারটা খুচরো পয়সা, টুকটাক রিকশার ভাড়া, এই তো!

বাড়িও যাওয়া হয় নি অনেকদিন; সারাদিন শুয়ে বসে থাকি- অথচ সেইদিন

ফোনে বললাম- কতো কাজ, কতো ছুতো!

এসব ভাবতে ভাবতে-

কখন যে এসে পড়েছি জনাকীর্ণ রাস্তাতে,

খেয়ালই নেই;

তারপর হাঁটতে হাঁটতে-



ঝলমলে নিউমার্কেট; শাড়ির দোকান।

দোকানদার বললো- পছন্দ করুন।

অনেকক্ষণ নাড়াচাড়া শেষে, কল্লোলের কথা ভুলে গেছি, চোখ আটকে গেলো ডান দেয়ালে;

আমি তখন ভাবছি-

এই শাড়িটাতে মা’কে খুব মানাবে।



হাতে নিলাম। "দাম কতো?" দোকানী বললো- "ষোল শো।"

জিজ্ঞাসা করার দরকার ছিলো না। তবু দরকার ছিলো। একদিন টাকা নিয়ে এসে কিনে নিয়ে যাবো। এই শাড়িটাতে মা’কে খুব মানাবে।



আমি বললাম- রাখুন।



তারপর একদিন,

এমন সময়, টাকা নিয়ে গেলাম সেই দোকানে। সামনে ১৪ই ফেব্রুয়ারি।

যেয়ে দেখি- সবই আছে। শুধু ওই শাড়িটা নেই।

রঙ ছিলো হালকা নীল।



ওটা আমি কোথায় পাবো?



আমি ভাবছি,

আকাশের একটা টুকরো কেটে মা’কে যদি পাঠানো যেতো।



মন্তব্য ৫০ টি রেটিং +২/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩১

এরিস বলেছেন: কিছু ভালবাসা প্রকাশ করা যায় না, আসলে প্রকাশ করার মত উপযুক্ত শব্দ নেই। ছেলের দেয়া একটি নীল রুমাল মায়ের কাছে এক টুকরো আকাশের চেয়ে অনেক বড়, কিন্তু ছেলের কাছে মায়ের জন্যে এক টুকরো আকাশও যে বড় অল্প মনে হয়!!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪০

ইনকগনিটো বলেছেন: ঠিক।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ কবিতাটা আমি ফেইসবুকে আগেই পড়েছিলাম। আমার ইনস্ট্যান্ট রিএ্যাকশন ছিল- পড়তে পড়তে চোখ ভিজে গেলো।



তারপর একদিন,
এমন সময়, টাকা নিয়ে গেলাম সেই দোকানে। সামনে ১৪ই ফেব্রুয়ারি।
যেয়ে দেখি- সবই আছে। শুধু ওই শাড়িটা নেই।
রঙ ছিলো হালকা নীল।

ওটা আমি কোথায় পাবো?

আমি ভাবছি,
আকাশের একটা টুকরো কেটে মা’কে যদি পাঠানো যেতো।


এ কবিতা পাঠে যে কোনো সন্তানেরই মায়ের জন্য বুক হু-হু করে উঠবে।


মায়েরা ভালো থাকুন।

শুভ কামনা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০২

ইনকগনিটো বলেছেন: পাঠের জন্য আবারো ধন্যবাদ, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাইয়া।

ভালো থাকবেন। প্রতিক্ষন।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

মামুন রশিদ বলেছেন: দুর্দান্ত!


সত্যি ভালোবাসা ব্যাপারটাকে আমরা একপেশে করে ফেলেছি ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৮

ইনকগনিটো বলেছেন: আপনার সাথে দেখা হয়ে সেদিন খুব ভালো লেগেছিলো। আপনি যে আমার চেয়ে এতো বড়, আগে কখনো ভাবি নি। আসলে ভার্চুয়াল জগতে সবাই একইরকম, যেন একই বয়স। বাস্তবতা অনেক ভিন্ন।

ভালো থাকবেন মামুন ভাই।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩১

বোধহীন স্বপ্ন বলেছেন: অনেক মায়া দিয়ে লিখেছেন বোঝা যায়। ভালো লাগল।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৯

মহামহোপাধ্যায় বলেছেন: ফেবুতে পড়েছিলাম আপনার এই কবিতাটা। পড়া শেষ করতেই কেমন একটা হাহাকার!!

টিউশনির প্রথম মাসের টাকা পেয়ে মাকে একটা মণিপুরী শাল কিনেদিয়েছিলাম সেই কবে!! আমার মা এখনও সবাইকে সেইটার গল্প শুনান।

অনেক অনেক ভাল লাগা রইল।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩১

ইনকগনিটো বলেছেন: আমারও এরকম একটা স্মৃতি আছে।


ধন্যবাদ মহামহোপধ্যায়। ভালো থাকুন।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন! হৃদয়স্পর্শী একটা লেখা! অনেক ভালো লাগল।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৩

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ ভাই। :) ভালো আছেন?

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: শেষ লাইনটা খুব বেশী শক্তিশালী হয়ে উঠেছে !

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৭

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভাইটা :)

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১১

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
টাচ করে গেলো।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৪

ইনকগনিটো বলেছেন: শুনে যারপরনাই প্রীত!

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩৮

শান্তির দেবদূত বলেছেন: দারুন একটা কবিতা, ফেসবুকে আগেই মনে হয় পড়েছিলাম। অনেক শুভেচ্ছা কবি। ভালো থাকুন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২০

ইনকগনিটো বলেছেন: আপনিও ভালো থাকুন দেবদূত, শান্তির। :)

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৬

আমি ইহতিব বলেছেন: দারুন এক অভিব্যক্তি। মায়ের জন্য কিছু করতে পারা বা মাকে কিছু দিতে পারার মধ্যে যেন ঐশ্বর্গিক আনন্দ কাজ করে মনে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৩

ইনকগনিটো বলেছেন: :)


আপনার জন্য শুভকামনা।

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

মিমা বলেছেন: মামুন ভাইয়ের কথাটা খুব পছন্দ হলো, ভালবাসাটাকে আমরা সত্যি অনেক একপেশে করে ফেলছি।
শুধু প্রেমের ভালবাসা নয়, কেন ভুলে যাচ্ছি প্রতিটি সম্পর্কের মাঝে তৈরী হওয়া এক উষ্ণতার কথা, ভালোলাগার সীমা পার করে ভালবাসার কথা। পরিচিত, অপরিচিত, শিশু, বৃদ্ধ, যে কাউকে ভালবাসার কথা। নীল শাড়ি কেন শুধুই প্রেমিকার বরাদ্দ, নীল শাড়িতে যে মা'কেও অনেক মানায়!

খুব ভালো লাগলো লেখা ইনকগনিটো, তার চেয়েও ভালো লাগলো প্রেক্ষাপট, তার চেয়েও ভালো লাগলো মানসিকতা।
লেখা পড়ে আমারও মা'র হাতে এক টুকরো আকাশ তুলে দিতে ইচ্ছা করছে। :)

ভালো থাকুন। :)
শুভসন্ধ্যা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৯

ইনকগনিটো বলেছেন: এই কবিতার সার্থকতা কোথায়? সেটা আপনার মন্তব্যে।

হৃদয়ের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন , মিমা।

শুভকামনা।

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৭

আত্মার দায় বলেছেন: ১৪ ফেব্রুয়ারি আসলে একদল মানুষকে অযথাই বিভিন্নভাবে হা-হুতাশ করতে দেখি, আপনার লেখাটা সেই দলে পড়েনি। সেজন্যে ডাবল ভালোলাগা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫২

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০২

আমিজমিদার বলেছেন: প্রিয়তে নিলাম ভাই।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৪

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ পাঠের জন্য।

১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: দারুণ !

শেষের দিকটা একদম কলিজা ছুয়ে গেছে

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৫

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, মাসুম আহমেদ।

শুভেচ্ছা রইলো।

১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৩

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: ভালোবাসা দিবস মানেই যে আমরা একটা প্রথার ভিতরে ঢুকে গেছি সেটাতে দারুন একটা আঘাত দিয়েছেন আপনি এই কবিতায় । ভালোবাসা দিবস নিয়ে অনেককিছু পড়েছি কিন্তু নিঃসন্দেহে এই কবিতা ভাবনার অভিনবতায়, প্রকাশের তীব্র মাখামাখিতে ভীষণভাবে স্পর্শ করে গেলো । আপনাকে শ্রদ্ধা, আপনার মাকেও ।

শুভেচ্ছা আর ভালো থাকবেন । :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৩

ইনকগনিটো বলেছেন: সময় করে পাঠের জন্য কৃতজ্ঞ। আপনিও ভাল থাকবেন।

১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৫

কালোপরী বলেছেন: :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৮

ইনকগনিটো বলেছেন: :-B

১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৮

ইখতামিন বলেছেন: ফেবুতে পড়েছিলাম। দারুণ ....

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ইখতামিন।

১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২২

হাসান মাহবুব বলেছেন: দারুণ টাচি লেখা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৩

ইনকগনিটো বলেছেন: ফিলিং অনার্ড। :)

২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮

সাদরিল বলেছেন: আপনার কবিতার বই-এর মোড়ক উন্মোচনে আসতে পারি নি বলে দুঃখিত। ফেসবুকে ইনভাইটেশনএর জন্য ধন্যবাদ। পোসটটি ভালো ছিলো। গল্পের মতো লেখা কবিতা নাকি কবিতার মতো করে লেখা গল্প, এ ব্যাপারে একটু কনফিউজড।তবে শেষ লাইনটা বিশেষ কিছু ছিলো। আসলে আকাশের একটা টুকরোই বা কেন, গোটা নীল আকাশটা দিয়ে দিলেও মায়ের ঋণ শোধ হবে না

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৭

ইনকগনিটো বলেছেন: বই এর মোড়ক উন্মোচনের কথা মনে রেখেছেন, এবং আসতে চেয়েছেন, এটাই অনেক বড় কিছু। আপনাকে অনেক ধন্যবাদ।

পোষ্টটি সম্পর্কে ঠিকই বলেছেন আপনি। এটা আসলে গল্পের আদলে বলা একটা কবিতা। ভালো করে খেয়াল করলে বুঝবেন।

"মা" সম্পর্কে আসলে বলার কিছু নেই। সবসময় বলাও যায় না।

ধন্যবাদ আবারো। ভালো থাকবেন।

২১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:১০

অপ্রচলিত বলেছেন: নিদারুন চমৎকার। এক কথায় অতুলনীয়।
ভালোবাসা নিয়ে ব্লগে পড়া নিঃসন্দেহে শ্রেষ্ঠ লেখা।

আমি ভাবছি,
আকাশের একটা টুকরো কেটে মা’কে যদি পাঠানো যেতো।


আহা, মর্মস্পর্শী লেখায় মন জুড়িয়ে গেল। শুধু সবাই যদি এমন করে ভাবতো।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৭

ইনকগনিটো বলেছেন: পাঠের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

২২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৫

নাজিম-উদ-দৌলা বলেছেন: "প্রত্যেকটা কবিতা এক একটা মিনি সাইজের গল্প"।- আপনার মুখে শুনেছিলাম কথাটা। আজ ফিল করতে পারলাম।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৩

ইনকগনিটো বলেছেন: আপনার সাথে সেদিন অনেকক্ষণ আলাপ খুব ভালোই লাগলো। আসলে প্রান খুলে আলাপ করা হয় না তেমন কারো সাথে।

ভালো থাকবেন নাজিম ভাই।

২৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২০

নীল-দর্পণ বলেছেন: শেষ লাইনটা.....

চমৎকার

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১০

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।

২৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০১

সায়েম মুন বলেছেন: কবিতায় অনেক ভাললাগা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৮

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, কবি।

২৫| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৮:৪৬

সুমন কর বলেছেন: দারুণ হয়েছে।

০৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:০৭

ইনকগনিটো বলেছেন: সুমন কর,

অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.