নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I n c o g n i t o

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো

যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

ইনকগনিটো › বিস্তারিত পোস্টঃ

ব্যক্তিগত সুখ দুঃখের বাড়ি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৪

ক্রমাগত ক্যাঁচক্যাঁচ শব্দ।

কাঠের পুরনো দরজা।



কে যাচ্ছে, কে আসছে-বোঝা যাচ্ছে না।



একট টেবিল ল্যাম্প জ্বলছে। আলোটা পুরনো। তাতে অন্ধকার সরে না।

মানুষজন যাচ্ছে-আসছে। নেই দিন রাত্রি।



ব্যক্তিগত সুখ দুঃখের বাড়িতে

সবাই দর্শনার্থী।

মন্তব্য ৬২ টি রেটিং +২/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৭

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: একট টেবিল ল্যাম্প জ্বলছে। আলোটা পুরনো। তাতে অন্ধকার সরে না।
মানুষজন যাচ্ছে-আসছে। নেই দিন রাত্রি।

ব্যক্তিগত সুখ দুঃখের বাড়িতে
সবাই দর্শনার্থী



বেশ ভাল লাগলো :)
ব্যস্ততার কারণে এখনাবধি বই মেলায় যাওয়া হয়ে উঠেনি, আজ কালের মধ্যে যাবো হয়তো, আপনার এবারের প্রকাশিত "ব্যাধ" বইটি সংগ্রহ করতে চাই,
কোথায় পাবো জানলে কৃতার্থ হতাম

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৮

ইনকগনিটো বলেছেন: অসামাজিক ০০৭০০৭,

ধন্যবাদ। ব্যস্ততার মাঝে সময় করে পড়ার জন্য।

"ব্যাধ" বইটা পাবেন শ্রাবণ প্রকাশনীতে। স্টল নং- ১৮২-১৮৩।


ভালো থাকবেন।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৭

মিমা বলেছেন: সাধারন একটা দর্শন, তার চেয়েও সাধারন রোজকার কিছু উপাদানের উপস্থিতি এই কবিতায়। তবু, কোথায় যেন বিঁধে যায়!
মন খারাপ ছিল, কবিতার এক আবছা নিঃসঙ্গ বিষণ্ণতা তাই আরও বেশি করে ছুঁয়ে গেলো।
ভালো লাগা রইলো লেখক।

প্রসঙ্গত, "একজন শিল্পী" গল্পটি ভীষণ অদ্ভুত ছিলো বটে, তবে আপনার লেখা এবং গল্প টানার শৈলী মুগ্ধকর! অনেক অনেক অভিনন্দন!

শুভসকাল। :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৬

ইনকগনিটো বলেছেন: প্রিয় পাঠক,

পাঠের জন্য ধন্যবাদ। ভালো লাগা জেনে আরও ভালো লাগলো।

একজন শিল্পী গল্পটা, হ্যা, অদ্ভুত বলতে পারেন। তবে বাকি দুটো গল্পের চেয়ে এই গল্পটা বেশি গ্রস। বাকি দুই গল্পে অনেক মেটাফোর ছিলো, এই গল্পটিতে সেটা অনুপস্থিত।

আমার আসলে ভুলই হয়েছে, একজন টাইপিস্ট গল্পটার সাথে তার একটা ব্যাখা দিয়ে দেওয়া উচিৎ ছিলো। যদিও সেটা একটা গল্পের স্বকীয়তা নষ্ট করে।

অন্ধকারে জমাটবাধা পাপ ও কিছু অপরাধবোধ মুলত একটা ট্রিলোজি এর শেষ অংশ। ওটার আগের দুটো অংশ পারলে পড়ে নেবেন। ব্লগে আছে গল্প দুটো। একটার নাম -বিহাইন্ড দ্যা মাস্ক। অন্যটি- একটি খুন অথবা নিছক আত্মহত্যার গল্প।


অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৪

বোধহীন স্বপ্ন বলেছেন: খুব সাধারোণ একটা লেখা, তবু কোথায় যেন একটা অসাধারণত্ব লুকিয়ে আছে।

ব্যক্তিগত সুখ দুঃখের বাড়িতে
সবাই দর্শনার্থী।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৮

ইনকগনিটো বলেছেন: বোধহীন স্বপ্ন,

ধন্যবাদ। শুভেচ্ছা আপনাকে।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩২

মামুন রশিদ বলেছেন: হুম, ভালো লাগল ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৯

ইনকগনিটো বলেছেন: মামুন রশিদ ভাই,

অনেক ধন্যবাদ। :)

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৬

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: খুব ছোট ছোট কথায় অনেক কিছু বলে বলে গেলেন । ভালো লাগলো ! :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২২

ইনকগনিটো বলেছেন: আদনান শাহ্‌িরয়ার,

অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৯

সুমন কর বলেছেন: অনেক সুন্দর !!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৩

ইনকগনিটো বলেছেন: সুমন কর,

অনেক ধন্যবাদ আপনাকে।

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৫

মিমা বলেছেন: পড়ে এসেছি। :)
আপনার লেখার পুরোই ফ্যান হয়ে গেলাম! অসাধারণ লেখনী।

শুভকামনা রইলো, গল্পকার।
ভালো থাকুন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫২

ইনকগনিটো বলেছেন: মিমা,

শুভেচ্ছা রইলো আপনার জন্যও। :)

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: ব্যক্তিগত সুখ দুঃখের বাড়িতে
সবাই দর্শনার্থী।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫১

ইনকগনিটো বলেছেন: স্বপ্নবাজ অভি,

আমার বাড়িতে আপনি পুরনো মানুষ। আপনার বাড়িতে আমি অতিথি।

আপ্যায়ন কিভাবে করবেন, ঠিক করে রাখেন। ;)

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৪

সমুদ্র কন্যা বলেছেন: ছোট্ট, সুন্দর!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৩

ইনকগনিটো বলেছেন: সমুদ্র কন্যা,

আপনার মন্তব্যটাও ছোট্ট, সুন্দর!

ধন্যবাদ।

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৭

হাসান মাহবুব বলেছেন: বেশ ভাবের কথা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৪

ইনকগনিটো বলেছেন: ভাব কি খালি তোমাগোই আছে? আমার নাই? X(

B-)) B-))

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৭

একজন ঘূণপোকা বলেছেন: হাসান মাহবুব বলেছেন: বেশ ভাবের কথা। :D :D

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৭

ইনকগনিটো বলেছেন: ভাবিস্টরাই ভাব চেনে। B-)

যাই হোক, ধন্যবাদ। ঘুণপোকা।

১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অল্প কথায় অনেক বলা।

ভাল লাগল।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৩

ইনকগনিটো বলেছেন: বঙ্গভূমির রঙ্গমেলায়,

ধন্যবাদ আপনাকে।

১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৫

সায়েম মুন বলেছেন: সেইরাম অবস্থা। কাথা কম্বল মুড়ি দিয়ে দিনে দুপুরে ঘুমানোর মত। #:-S

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৪

ইনকগনিটো বলেছেন: মাথার উপ্রে দিয়ে গ্যালো। :|| :||

১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৯

রহস্যময়ী কন্যা বলেছেন: ব্যক্তিগত সুখ দুঃখের বাড়িতে
সবাই দর্শনার্থী

আসলেই তাই /:)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, রহস্যময়ী কন্যা,
তবে,দর্শনার্থীদের বাকা মুখ দেখানো ভালো না। B-)

১৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮

ক্লান্ত তীর্থ বলেছেন: কি আশ্চর্য!পড়লাম,পড়লাম এবং পড়লাম!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৪

ইনকগনিটো বলেছেন: ক্লান্ত তীর্থ,

পাঠের জন্য ধন্যবাদ।

১৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯

ক্লান্ত তীর্থ বলেছেন: কি আশ্চর্য!পড়লাম,পড়লাম এবং পড়লাম!

১৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯

ক্লান্ত তীর্থ বলেছেন: কি আশ্চর্য!পড়লাম,পড়লাম এবং পড়লাম!

১৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৬

বৃতি বলেছেন: বেশ ভাল লাগলো।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৯

ইনকগনিটো বলেছেন: তাই? বেশ ভালো লাগলো? বেশ বেশ। B-)

ধন্যবাদ বৃতি। বেশ ভালো আছেন? :)

১৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৯

আকিব আরিয়ান বলেছেন: আপনার মতোই হইছে এটা

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৫

ইনকগনিটো বলেছেন: হা হা।

ধন্যবাদ, আকিব। :)

২০| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ৯:৪৮

এহসান সাবির বলেছেন: অল্প কিছু কথায় কি দারুন অনুভুতি......!!

শুভকামনা।

০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:১৬

ইনকগনিটো বলেছেন: এহসান সাবির,

ধন্যবাদ আপনাকে।

২১| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:১৪

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ভাল লাগল

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:০৯

ইনকগনিটো বলেছেন: রিয়াদ( শেষ রাতের আঁধার )

অনেক ধন্যবাদ।

২২| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৪০

বৃষ্টিধারা বলেছেন: ছোট্ট কিন্তু অনেক গভীর ...... B-)

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:০৯

ইনকগনিটো বলেছেন: ওরে খোদা! এ কারে দেখতেসি! :|| :||

২৩| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:১৩

বৃষ্টিধারা বলেছেন: কেনো ? চিনেন না আমারে ? হুঁ ? X( X(

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:১৬

ইনকগনিটো বলেছেন: না মানে এত্তুদিন পড় কুঙ্খান দিয়া আইলেন? :|| :||

২৪| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:২০

বৃষ্টিধারা বলেছেন: লগ ইন দিয়া আসলাম । ;) ;)

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:৩৭

ইনকগনিটো বলেছেন: আমি ভাবসিলাম আপনে অন্য গ্রহে চইলা গেসেন। /:)

২৫| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:৩৭

বৃষ্টিধারা বলেছেন: অন্য গ্রহে যাওনের টিকিট কি আপনি দিছিলেন ? X( X( X(( X((

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:৫৪

ইনকগনিটো বলেছেন: আমার লগে যোগাযোগ করসেন? থাকলেও তো দিতারতাম না। B-)

২৬| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:৫৬

বৃষ্টিধারা বলেছেন: নিজে মনে হয় আমার কত খোঁজ রাখছিলেন । হাহ..... X((

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:৫৮

ইনকগনিটো বলেছেন: /:) দিলো দোষ চাপাইয়া।

২৭| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:০১

বৃষ্টিধারা বলেছেন: সামনে থাকলে তো কিল ঘুষি ও খাইতেন !!!! X( X((

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:৩৪

ইনকগনিটো বলেছেন: মারদাঙ্গা গুন্ডা বৃষ্টিধারা। :||

২৮| ০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:৩০

বৃষ্টিধারা বলেছেন: X( X( X( X(


আমি গুন্ডা কেন হবো ???

রাগ উঠলে আমি মাইর দেই ধইরা । B-)) B-))

০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

ইনকগনিটো বলেছেন: লাল গুণ্ডি। ;)

২৯| ০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

বৃষ্টিধারা বলেছেন: খামোশ.......

গুন্ডি বলবেন না । :-P :-P

০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

ইনকগনিটো বলেছেন: ওকে লাল্টু।

৩০| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৮:০৫

বৃষ্টিধারা বলেছেন: /:) /:) /:)

০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫৭

ইনকগনিটো বলেছেন: B-) B-) B-)

৩১| ০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০৮

ইখতামিন বলেছেন:
দারুণ...

০৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০০

ইনকগনিটো বলেছেন: ইখতামিন

ধন্যবাদ আপনাকে :)

৩২| ১০ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৫

নক্ষত্রচারী বলেছেন: ছোট্ট কিন্তু সাবলীল !!

ভালো লাগলো বেশ :)

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৬

ইনকগনিটো বলেছেন: নক্ষত্রচারী

ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.